ETV Bharat / bharat

ফের দিল্লি, নাবালিকা ধর্ষণে অভিযুক্ত প্রতিবেশী - ফের দিল্লি, নাবালিকা ধর্ষণে অভিযুক্ত প্রতিবেশী

ছয় বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল দিল্লিতে । অভিযুক্ত প্রতিবেশী ।

ফের দিল্লি, নাবালিকা ধর্ষণে অভিযুক্ত প্রতিবেশী
author img

By

Published : Jul 6, 2019, 5:45 PM IST

দিল্লি, 6 জুলাই : ছয় বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল দিল্লিতে । পরিত্যক্ত একটি জায়গায় নিয়ে শিশুটিকে শারীরিক নিগ্রহ করে প্রতিবেশী এক যুবক, অভিযোগ এমনটাই।

শিশুটির দেহে গভীর ক্ষত চিহ্ন রয়েছে। সারা শরীরে রয়েছে আঁচড়ের দাগও, ছিড়ে গিয়েছে শিশুটির যৌনাঙ্গের শিরাও । এমনটাই জানানো হয়েছে মেডিক্যাল পরীক্ষার রিপোর্টে । ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।

দিল্লির দ্বারকার একটি গ্রামে ঘটনাটি ঘটেছে । মহম্মদ নানহে নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে এই ঘটনায় । রবি লাল নামে এক স্থানীয় ব্যক্তি গত কাল শিশুর কান্নার শব্দ শুনতে পেয়ে অর্ধ-অচৈতন্য ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন নাবালিকাকে। তিনিই খবর দেন পুলিশে ।

দিল্লির সফদরজং হাসাপাতালে ভর্তি করা হয়েছে ওই নাবালিকাকে । চিকিৎসকরা জানিয়েছেন, মেয়েটির শরীরে কিছু জায়গার শিরা ছিড়ে গিয়েছে । পেটে গভীর ক্ষত ও আঁচড়ের দাগও মিলেছে । বেশ কয়েকটি অস্ত্রোপচারও হয়েছে তার। মৃত্যুর সঙ্গে লড়ছে নির্যাতিতা নাবালিকা ।

পুলিশ অভিযুক্তকে সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করেছে । ওই ফুটেজে অভিযুক্তের সঙ্গে শিশুটিকে দেখা গিয়েছে । সেখানে দেখা যায়, ওই শিশুকন্যাকে সঙ্গে নিয়ে কোথাও একটা যাচ্ছে সে। কিন্তু ফিরে আসছে একাই ।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবক উত্তরপ্রদেশের বুলন্দশহরের বাসিন্দা। কাজের খোঁজে দিল্লিতে কাজে এসেছিল সে। কিন্তু কাজ মেলেনি তাঁর । গ্রেপ্তারের সময়েও সে নেশাগ্রস্ত অবস্থায় ছিল, জানিয়েছে পুলিশ । অপরাধের কথা স্বীকার করেছে অভিযুক্ত ।

গত বৃহস্পতিবারই দিল্লির এক শিক্ষিকাও অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ এনেছেন ধর্ষণের ।

দিল্লি, 6 জুলাই : ছয় বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল দিল্লিতে । পরিত্যক্ত একটি জায়গায় নিয়ে শিশুটিকে শারীরিক নিগ্রহ করে প্রতিবেশী এক যুবক, অভিযোগ এমনটাই।

শিশুটির দেহে গভীর ক্ষত চিহ্ন রয়েছে। সারা শরীরে রয়েছে আঁচড়ের দাগও, ছিড়ে গিয়েছে শিশুটির যৌনাঙ্গের শিরাও । এমনটাই জানানো হয়েছে মেডিক্যাল পরীক্ষার রিপোর্টে । ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।

দিল্লির দ্বারকার একটি গ্রামে ঘটনাটি ঘটেছে । মহম্মদ নানহে নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে এই ঘটনায় । রবি লাল নামে এক স্থানীয় ব্যক্তি গত কাল শিশুর কান্নার শব্দ শুনতে পেয়ে অর্ধ-অচৈতন্য ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন নাবালিকাকে। তিনিই খবর দেন পুলিশে ।

দিল্লির সফদরজং হাসাপাতালে ভর্তি করা হয়েছে ওই নাবালিকাকে । চিকিৎসকরা জানিয়েছেন, মেয়েটির শরীরে কিছু জায়গার শিরা ছিড়ে গিয়েছে । পেটে গভীর ক্ষত ও আঁচড়ের দাগও মিলেছে । বেশ কয়েকটি অস্ত্রোপচারও হয়েছে তার। মৃত্যুর সঙ্গে লড়ছে নির্যাতিতা নাবালিকা ।

পুলিশ অভিযুক্তকে সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করেছে । ওই ফুটেজে অভিযুক্তের সঙ্গে শিশুটিকে দেখা গিয়েছে । সেখানে দেখা যায়, ওই শিশুকন্যাকে সঙ্গে নিয়ে কোথাও একটা যাচ্ছে সে। কিন্তু ফিরে আসছে একাই ।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবক উত্তরপ্রদেশের বুলন্দশহরের বাসিন্দা। কাজের খোঁজে দিল্লিতে কাজে এসেছিল সে। কিন্তু কাজ মেলেনি তাঁর । গ্রেপ্তারের সময়েও সে নেশাগ্রস্ত অবস্থায় ছিল, জানিয়েছে পুলিশ । অপরাধের কথা স্বীকার করেছে অভিযুক্ত ।

গত বৃহস্পতিবারই দিল্লির এক শিক্ষিকাও অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ এনেছেন ধর্ষণের ।

New Delhi/Bengaluru July 06 (ANI): Fuel prices were revised across the country on Saturday, a day after the announcement of additional excise duty and cess of Rs 1 per litre on petrol and diesel. While speaking to ANI, a local said in Delhi, "Inflation is increasing day by day and we are facing problems. Increasing in fuel prices will affect us. Meanwhile in Bengaluru, a local said, "We are not happy with Increasing in fuel prices and we are the common people and it will affect on middle class people most.""Middle class and lower class people will suffer most,"another local said. In Delhi, petrol is being sold Rs 2.45 higher at Rs 72.96 per litre and diesel at Rs 66.69 per litre after a Rs 2.36 hike. In Mumbai, petrol is being sold at Rs 78.57 while in Kolkata it is retailing at Rs 75.15, higher by over Rs 2 per litre. On Friday, Finance Minister Nirmala Sitharaman had announced a hike in cess on auto fuel prices while presenting the Union Budget 2019-20 in Lok Sabha.


For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.