দিল্লি, 6 জুলাই : ছয় বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল দিল্লিতে । পরিত্যক্ত একটি জায়গায় নিয়ে শিশুটিকে শারীরিক নিগ্রহ করে প্রতিবেশী এক যুবক, অভিযোগ এমনটাই।
শিশুটির দেহে গভীর ক্ষত চিহ্ন রয়েছে। সারা শরীরে রয়েছে আঁচড়ের দাগও, ছিড়ে গিয়েছে শিশুটির যৌনাঙ্গের শিরাও । এমনটাই জানানো হয়েছে মেডিক্যাল পরীক্ষার রিপোর্টে । ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।
দিল্লির দ্বারকার একটি গ্রামে ঘটনাটি ঘটেছে । মহম্মদ নানহে নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে এই ঘটনায় । রবি লাল নামে এক স্থানীয় ব্যক্তি গত কাল শিশুর কান্নার শব্দ শুনতে পেয়ে অর্ধ-অচৈতন্য ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন নাবালিকাকে। তিনিই খবর দেন পুলিশে ।
দিল্লির সফদরজং হাসাপাতালে ভর্তি করা হয়েছে ওই নাবালিকাকে । চিকিৎসকরা জানিয়েছেন, মেয়েটির শরীরে কিছু জায়গার শিরা ছিড়ে গিয়েছে । পেটে গভীর ক্ষত ও আঁচড়ের দাগও মিলেছে । বেশ কয়েকটি অস্ত্রোপচারও হয়েছে তার। মৃত্যুর সঙ্গে লড়ছে নির্যাতিতা নাবালিকা ।
পুলিশ অভিযুক্তকে সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করেছে । ওই ফুটেজে অভিযুক্তের সঙ্গে শিশুটিকে দেখা গিয়েছে । সেখানে দেখা যায়, ওই শিশুকন্যাকে সঙ্গে নিয়ে কোথাও একটা যাচ্ছে সে। কিন্তু ফিরে আসছে একাই ।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবক উত্তরপ্রদেশের বুলন্দশহরের বাসিন্দা। কাজের খোঁজে দিল্লিতে কাজে এসেছিল সে। কিন্তু কাজ মেলেনি তাঁর । গ্রেপ্তারের সময়েও সে নেশাগ্রস্ত অবস্থায় ছিল, জানিয়েছে পুলিশ । অপরাধের কথা স্বীকার করেছে অভিযুক্ত ।
গত বৃহস্পতিবারই দিল্লির এক শিক্ষিকাও অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ এনেছেন ধর্ষণের ।