লখনউ, 19 জুন : মধ্যপ্রদেশের রাজ্যপালের সামান্য শারীরিক উন্নতি হয়েছে । কিন্তু এখনও ভেন্টিলেটরে লালজি ট্যান্ডন । আজ হাসপাতাল কর্তৃপক্ষের তরফে রাজ্যপাল লালজির শারীরিক অবস্থার কথা জানানো হয় ।
মেডাটানা হাসপাতালের ডিরেক্টর রাকেশ কাপুর সংবাদ মাধ্যমে রাজ্যপালের শারীরিক অবস্থার কথা জানান । তিনি বলেন, “তাঁর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে । কিন্তু তিনি এখনও ভেন্টিলেশনে আছেন । তাঁর শারীরিক অবস্থা গুরুতর হলেও পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে ।”
রাজ্যের সেরা কয়েকজন চিকিৎসক রাজ্যপালের চিকিৎসা করছেন । তাঁর শারীরিক অবস্থার উপর সবসময় নজর রাখা হচ্ছে । সঞ্জয় গান্ধি পোস্ট গ্রাজুয়েট ইন্সটিউট অফ মেডিকেল সায়েন্সেসের ডিরেক্টর আর কে ধীমান সহ অন্য বিশেষজ্ঞরা রাজ্যপালের চিকিৎসার দায়িত্বে রয়েছেন ।
85 বছর বয়সি লালজি ট্যান্ডনকে 11 জুন হাসপাতালে ভরতি করা হয় । তাঁর শ্বাসকষ্ট জনিত সমস্যা রয়েছে । প্রস্রাবের সমস্যা এবং জ্বর ছিল তাঁর ।