খারগোন(মধ্যপ্রদেশ), 1 অক্টোবর : উত্তরপ্রদেশ, রাজস্থানের পর এবার মধ্যপ্রদেশ । এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল তিনজনের বিরুদ্ধে । গতরাতে ঘর থেকে তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ । এমনকী তার ভাইকেও মারধর করা হয় । মধ্যপ্রদেশের খারগোন এলাকার মরুগড় গ্রামের ঘটনা ।
গতরাতে ভাইয়ের সঙ্গে ঘুমাচ্ছিল ওই নাবালিকা । হঠাৎ বাইকে করে তিনজন তাদের বাড়ি আসে । তাদের ডেকে জল চায় তারা । ওই নাবালিকার ভাই বলে, " গতরাতে তিনজন এসে জল চায় । এরপর তারা মদ চায় । আমি তাদের না করে দিই । প্রথমে তারা সেখান থেকে চলে গেলেও পরে লাঠি নিয়ে এসে আমাকে মারতে শুরু করে । সেই সময় আমি সেখান থেকে কোনওরকমে পালিয়ে গ্রামবাসীদের ডাকতে যাই ।" অভিযোগ, এই সুযোগে ওই নাবালিকাকে পাশের জমিতে নিয়ে গিয়ে ধর্ষণ করে তারা। আশপাশের বাসিন্দারা এলে মোটরবাইকটি ফেলে রেখে সেখান থেকে পালিয়ে যায় ।
মধ্যপ্রদেশ পুলিশ সূত্রে জানা গেছে, যে বাইকে করে তারা এসেছিল সেটাও চুরি করা । ওই অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে । ঘটনার তনন্ত শুরু করেছে পুলিশ ।
কয়েকদিন আগে উত্তরপ্রদেশের হাথরসে এক যুবতিকে গণধর্ষণ করা হয় । যা নিয়ে তোলপাড় গোটা দেশ । এদিকে হাথরসের পর উত্তরপ্রদেশেরই বলরামপুরে 22 বছর বয়সি এক যুবতিকে অপহরণ ও ধর্ষণের পর খুনের অভিযোগ ওঠে ৷ গতকাল সন্ধে নাগাদ হাসপাতালে ওই যুবতির মৃত্যু হয় ৷ কলেজে ভরতি হওয়ার জন্য গিয়েছিল ওই যুবতি ৷ তখনই ওই যুবতিকে অপহরণ করা হয় বলে অভিযোগ তার পরিবারের ৷
এদিকে রাজস্থানের জয়পুরের হান্দিপোরা গ্রামে গতকাল এক নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠেছে ।