ETV Bharat / bharat

নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক - Molestation case in Delhi

দিল্লিতে এক নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক যুবক । তাকে পঞ্জাবের পাতিয়ালা থেকে গ্রেপ্তার করা হয়েছে ।

ছবি
ছবি
author img

By

Published : Jun 24, 2020, 1:37 PM IST

দিল্লি, 24 জুন : নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হল । ব্রিজেশ নামে ধৃত যুবক দিল্লির নরেলার বাসিন্দা । তাকে পঞ্জাবের পাতিয়ালা থেকে গ্রেপ্তার করে পুলিশ ।

14 জুন ওই নাবালিকার মা নরেলা থানায় নিখোঁজ ডায়েরি করেন । পুলিশ IPC-র 363 নম্বর ধারায় একটি মামলা রজু করে তদন্তে নামে । তদন্ত চলাকালীন তারা লক্ষ্য করে, ওই এলাকার বাসিন্দা ব্রিজেশ ও তার ভাই একই সঙ্গে নিখোঁজ । তখনই সন্দেহ হয় পুলিশের । অভিযুক্তের ফোনের যাবতীয় তথ্য রেকর্ড করে পুলিশ । লোকেশন ট্র্যাক করে তারা জানতে পারে ব্রিজেশ বর্তমানে পঞ্জাবের পাতিয়ালায় রয়েছে । অভিযুক্তের এক আত্মীয় সেখানে থাকে বলেও জানতে পারে তারা । এরপর পুলিশের একটি দল পাতিয়ালায় হাজির হয়।

অবশেষে ওই আত্মীয়র বাড়ি থেকেই নাবালিকাকে উদ্ধার করা হয় । এরপর নাবালিকাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ । তখন সে ব্রিজেশের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করে । অভিযুক্তের বিরুদ্ধে IPC-র এবং POCSO আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে ।

দিল্লি, 24 জুন : নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হল । ব্রিজেশ নামে ধৃত যুবক দিল্লির নরেলার বাসিন্দা । তাকে পঞ্জাবের পাতিয়ালা থেকে গ্রেপ্তার করে পুলিশ ।

14 জুন ওই নাবালিকার মা নরেলা থানায় নিখোঁজ ডায়েরি করেন । পুলিশ IPC-র 363 নম্বর ধারায় একটি মামলা রজু করে তদন্তে নামে । তদন্ত চলাকালীন তারা লক্ষ্য করে, ওই এলাকার বাসিন্দা ব্রিজেশ ও তার ভাই একই সঙ্গে নিখোঁজ । তখনই সন্দেহ হয় পুলিশের । অভিযুক্তের ফোনের যাবতীয় তথ্য রেকর্ড করে পুলিশ । লোকেশন ট্র্যাক করে তারা জানতে পারে ব্রিজেশ বর্তমানে পঞ্জাবের পাতিয়ালায় রয়েছে । অভিযুক্তের এক আত্মীয় সেখানে থাকে বলেও জানতে পারে তারা । এরপর পুলিশের একটি দল পাতিয়ালায় হাজির হয়।

অবশেষে ওই আত্মীয়র বাড়ি থেকেই নাবালিকাকে উদ্ধার করা হয় । এরপর নাবালিকাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ । তখন সে ব্রিজেশের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করে । অভিযুক্তের বিরুদ্ধে IPC-র এবং POCSO আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.