ETV Bharat / bharat

উত্তরপ্রদেশে 4 বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত নাবালক - Uttar Pradesh rape case

উত্তরপ্রদেশের ফিরোজ়াবাদে চার বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ ৷

minor girl allegedly physically harassed by minor boy in Uttar Pradesh
উত্তরপ্রদেশে 4 বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত নাবালক
author img

By

Published : Feb 16, 2020, 3:48 AM IST

Updated : Feb 16, 2020, 5:57 AM IST

লখনউ, 16 ফেব্রুয়ারি : ফের উত্তরপ্রদেশ ৷ ফের ফিরোজ়াবাদ ৷ সম্প্রতি ফিরোজ়াবাদে ধর্ষিতার বাবাকে গুলি করে খুন করার অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে । এবার চার বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ ৷ অভিযুক্তের বয়স 15 ৷

ফিরোজ়াবাদের ভীম নগরের ঘটনা ৷ এই প্রসঙ্গে এলাকার SP প্রবালপ্রতাপ সিং বলেন, শিশুকন্যাকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ৷ ঘটনায় যদিও কাউকে গ্রেপ্তার করা হয়নি ৷ তবে পুলিশ খোঁজ চালাচ্ছে বলে উল্লেখ করেন ওই পুলিশ আধিকারিক ৷

গতকালই রাজ্যের মিরাটে MBA পাঠরতা ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ ওঠে চারজনের বিরুদ্ধে । সেক্ষেত্রেও অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ ।

উত্তরপ্রদেশে নারী সুরক্ষা এবং পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার । উন্নাও ধর্ষণ এবং ধর্ষণের অভিযুক্ত কুলদীপ সেঙ্গারের বিরুদ্ধে প্রশাসনের নিষ্ক্রিয় ভূমিকার সমালোচনা হয়েছে । গত বছর, উন্নাওয়ের আরও এক ধর্ষিতাকে জীবন্ত জ্বালিয়ে দেয় অভিযুক্তরা । হাসপাতালে মৃত্যু হয় সেই যুবতির । সেইবারও প্রশাসনের ভূমিকা ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠেছিল । প্রশ্ন তোলা হয়েছিল, কেন মহিলাদের সুরক্ষা দিতে পারেন না যোগী আদিত্যনাথ ? সাম্প্রতিক সরকারি নথি অনুযায়ী, উত্তরপ্রদেশে আইন-প্রশাসনের সবথেকে খারাপ রেকর্ড রয়েছে । ভারতের রাজ্যগুলির মধ্যে মহিলাদের সঙ্গে হওয়া অপরাধের সংখ্যা উত্তরপ্রদেশে সর্বোচ্চ ।

লখনউ, 16 ফেব্রুয়ারি : ফের উত্তরপ্রদেশ ৷ ফের ফিরোজ়াবাদ ৷ সম্প্রতি ফিরোজ়াবাদে ধর্ষিতার বাবাকে গুলি করে খুন করার অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে । এবার চার বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ ৷ অভিযুক্তের বয়স 15 ৷

ফিরোজ়াবাদের ভীম নগরের ঘটনা ৷ এই প্রসঙ্গে এলাকার SP প্রবালপ্রতাপ সিং বলেন, শিশুকন্যাকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ৷ ঘটনায় যদিও কাউকে গ্রেপ্তার করা হয়নি ৷ তবে পুলিশ খোঁজ চালাচ্ছে বলে উল্লেখ করেন ওই পুলিশ আধিকারিক ৷

গতকালই রাজ্যের মিরাটে MBA পাঠরতা ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ ওঠে চারজনের বিরুদ্ধে । সেক্ষেত্রেও অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ ।

উত্তরপ্রদেশে নারী সুরক্ষা এবং পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার । উন্নাও ধর্ষণ এবং ধর্ষণের অভিযুক্ত কুলদীপ সেঙ্গারের বিরুদ্ধে প্রশাসনের নিষ্ক্রিয় ভূমিকার সমালোচনা হয়েছে । গত বছর, উন্নাওয়ের আরও এক ধর্ষিতাকে জীবন্ত জ্বালিয়ে দেয় অভিযুক্তরা । হাসপাতালে মৃত্যু হয় সেই যুবতির । সেইবারও প্রশাসনের ভূমিকা ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠেছিল । প্রশ্ন তোলা হয়েছিল, কেন মহিলাদের সুরক্ষা দিতে পারেন না যোগী আদিত্যনাথ ? সাম্প্রতিক সরকারি নথি অনুযায়ী, উত্তরপ্রদেশে আইন-প্রশাসনের সবথেকে খারাপ রেকর্ড রয়েছে । ভারতের রাজ্যগুলির মধ্যে মহিলাদের সঙ্গে হওয়া অপরাধের সংখ্যা উত্তরপ্রদেশে সর্বোচ্চ ।

Last Updated : Feb 16, 2020, 5:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.