ETV Bharat / bharat

উত্তরপ্রদেশে কিশোরীকে গণধর্ষণের অভিযোগ, ধৃত 2 - ফের উত্তরপ্রদেশে নাবালিকাকে ধর্ষণ

পুলিশ জানিয়েছে , ওই কিশোরী ক্লাস নাইনের ছাত্রী ৷ তার অভিযোগ, ঘটনার দিন রাতে সে নিজের বাড়িতে একাই ছিল ৷ সেই সময় বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করে 2 জন ।

Minor gangraped in Uttar Pradesh's Jalaun
ফের উত্তরপ্রদেশে নাবালিকাকে ধর্ষণ
author img

By

Published : Oct 24, 2020, 9:35 PM IST

জালাউন , 24 অক্টোবর : ফের ধর্ষণের অভিযোগ উত্তরপ্রদেশে ৷ বৃহস্পতিবার রাতে উত্তরপ্রদেশের কুথাউন্ড থানার অন্তর্গত একটি গ্রামের ঘটনা ৷ নির্যাতিতা 13 বছর বয়সি কিশোরী ৷ অভিযোগ, গ্রামেরই দুই যুবক ওই তাকে গণধর্ষণ করে ৷

পুলিশ জানিয়েছে , ওই কিশোরী ক্লাস নাইনের ছাত্রী ৷ তার অভিযোগ, ঘটনার দিন রাতে সে নিজের বাড়িতে একাই ছিল ৷ সেই সময় অভিযুক্তরা তার বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করে ৷ এরপর কিশোরীর চিৎকার চেঁচামেচিতে স্থানীয়রা চলে আসে ৷ অভিযুক্তরা পালানোর চেষ্টা করে ৷ কিন্তু, একজনকে ধরে ফেলে স্থানীয়রা ৷ এরপর খবর পেয়ে ঘটনাস্থানে যায় পুলিশ ৷ স্থানীরা ওই অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেয় ৷ অন্য অভিযুক্তকে গতকাল গ্রেপ্তার করেছে পুলিশ ৷

কুথাউন্ড থানার অফিসার (SHO) অরুণ তিওয়ারি জানান, ওই কিশোরীর বাবার অভিযোগের ভিত্তিতে FIR দায়ের করা হয়েছে ৷ গতকাল তাকে শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ৷ অভিযুক্তদের দাবি, তাদের বয়স 16 থেকে 17 বছরের কাছাকাছি ৷ তারা যদি নাবালক প্রমাণ হয় , তাহলে তাদের জুভেনাইল হোমে পাঠানো হবে ৷

জালাউন , 24 অক্টোবর : ফের ধর্ষণের অভিযোগ উত্তরপ্রদেশে ৷ বৃহস্পতিবার রাতে উত্তরপ্রদেশের কুথাউন্ড থানার অন্তর্গত একটি গ্রামের ঘটনা ৷ নির্যাতিতা 13 বছর বয়সি কিশোরী ৷ অভিযোগ, গ্রামেরই দুই যুবক ওই তাকে গণধর্ষণ করে ৷

পুলিশ জানিয়েছে , ওই কিশোরী ক্লাস নাইনের ছাত্রী ৷ তার অভিযোগ, ঘটনার দিন রাতে সে নিজের বাড়িতে একাই ছিল ৷ সেই সময় অভিযুক্তরা তার বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করে ৷ এরপর কিশোরীর চিৎকার চেঁচামেচিতে স্থানীয়রা চলে আসে ৷ অভিযুক্তরা পালানোর চেষ্টা করে ৷ কিন্তু, একজনকে ধরে ফেলে স্থানীয়রা ৷ এরপর খবর পেয়ে ঘটনাস্থানে যায় পুলিশ ৷ স্থানীরা ওই অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেয় ৷ অন্য অভিযুক্তকে গতকাল গ্রেপ্তার করেছে পুলিশ ৷

কুথাউন্ড থানার অফিসার (SHO) অরুণ তিওয়ারি জানান, ওই কিশোরীর বাবার অভিযোগের ভিত্তিতে FIR দায়ের করা হয়েছে ৷ গতকাল তাকে শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ৷ অভিযুক্তদের দাবি, তাদের বয়স 16 থেকে 17 বছরের কাছাকাছি ৷ তারা যদি নাবালক প্রমাণ হয় , তাহলে তাদের জুভেনাইল হোমে পাঠানো হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.