ETV Bharat / bharat

গঙ্গাসাগর মেলায় যাত্রী পরিবহনের জন্য মন্ত্রীর নেতৃত্বে বৈঠক - Minister's meeting on transport at Gangasagar Fair

জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে গঙ্গাসাগর মেলা । গঙ্গাসাগর মেলায় যানপরিবহন ও অন্যান্য ট্র্যাফিক ব্যবস্থা নিয়ে আলিপুর রিজিওনাল ট্রান্সপোর্ট দপ্তরে একটি উচপদস্থ বৈঠক হল । বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী ।

Minister's meeting on transport at Gangasagar Fair
গঙ্গাসাগর মেলা
author img

By

Published : Dec 20, 2019, 11:40 PM IST

কলকাতা, 20 ডিসেম্বর : জানুয়ারির প্রথম সপ্তাহে গঙ্গাসাগর মেলা । গঙ্গাসাগর মেলায় যানপরিবহন ও অন্যান্য ট্র্যাফিক ব্যবস্থা নিয়ে আলিপুর রিজিওনাল ট্রান্সপোর্ট দপ্তরে একটি উচপদস্থ বৈঠক হল । বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী । এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রশাসন ও পুলিশের পদস্থ আধিকারিকরা ।

বিভিন্ন রাজ্য এমন কী বিদেশ থেকেও আসেন লক্ষ লক্ষ পুণ্যার্থীরা । এই ভিড় সামাল দিতে রাজ্য প্রশাসন অনেক আগে থাকতে সক্রিয় থাকে । এই মেলা উপলক্ষ্যে যাত্রীদের সুবিধার জন্য পরিবহন দপ্তরের বিশেষ ব্যবস্থা গ্রহণ করে । আলিপুর RTO-র এক আধিকারিক বলেন, "বৈঠকে মূলত গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে পরিবহন ব্যবস্থা নিয়ে আলোচনা হয় । " যাত্রী সুরক্ষার পাশাপাশি এই মেলাটিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।


যেকোনও রকম পথ দুর্ঘটনা এড়াতে বাস ও ছোটো গাড়ির গতি বেঁধে দেওয়া হয়েছে । গাড়ি বা বাসগুলি প্রতি ঘণ্টায় 40 কিলোমিটারের বেশি জোরে যেতে পারবে না । প্রতি 10 কিলোমিটারে রাস্তায় স্পিড লেজার গান বসানো হবে । যদি কোনও গাড়ি 40 কিমির বেশি বেগে গেলে সেই মেশিন গাড়িগুলিকে চিহ্নিত করতে পারবে ।

প্রতিটি বাসকে ট্রেকিং করার জন্য বাসগুলিতে GPS ব্যবস্থা রাখা হবে । প্রতিটি ছোটো-বড় গাড়ি ও বাসগুলিতে রাজ্য সরকারের তরফে ব্রান্ডিং করা হবে ।

প্রতিটি বাসে যাত্রী সহায়তার জন্য একজন ভলান্টিয়ার বা 'সাগর সাথী' থাকবে বলে জানিয়েছেন আলিপুর RTO-র এক আধিকারিক । হঠাৎ করে কোনও বড় দুর্ঘটনা হলে তা সামাল দিতে 3টি হেলিকপ্টার থাকবে, যার মধ্যে 2টি এয়ার এম্বুলেন্স থাকবে । এছাড়াও 85টি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে । মোট 6টি বার্জ রাখা হবে ও কাঠের লঞ্চ থাকবে 130টি ।

WBTC ও SBSTC- র বাসগুলি মূলত বাবুঘাট থেকে লট নম্বর 8 পর্যন্ত চলাচল করবে।

কলকাতা, 20 ডিসেম্বর : জানুয়ারির প্রথম সপ্তাহে গঙ্গাসাগর মেলা । গঙ্গাসাগর মেলায় যানপরিবহন ও অন্যান্য ট্র্যাফিক ব্যবস্থা নিয়ে আলিপুর রিজিওনাল ট্রান্সপোর্ট দপ্তরে একটি উচপদস্থ বৈঠক হল । বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী । এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রশাসন ও পুলিশের পদস্থ আধিকারিকরা ।

বিভিন্ন রাজ্য এমন কী বিদেশ থেকেও আসেন লক্ষ লক্ষ পুণ্যার্থীরা । এই ভিড় সামাল দিতে রাজ্য প্রশাসন অনেক আগে থাকতে সক্রিয় থাকে । এই মেলা উপলক্ষ্যে যাত্রীদের সুবিধার জন্য পরিবহন দপ্তরের বিশেষ ব্যবস্থা গ্রহণ করে । আলিপুর RTO-র এক আধিকারিক বলেন, "বৈঠকে মূলত গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে পরিবহন ব্যবস্থা নিয়ে আলোচনা হয় । " যাত্রী সুরক্ষার পাশাপাশি এই মেলাটিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।


যেকোনও রকম পথ দুর্ঘটনা এড়াতে বাস ও ছোটো গাড়ির গতি বেঁধে দেওয়া হয়েছে । গাড়ি বা বাসগুলি প্রতি ঘণ্টায় 40 কিলোমিটারের বেশি জোরে যেতে পারবে না । প্রতি 10 কিলোমিটারে রাস্তায় স্পিড লেজার গান বসানো হবে । যদি কোনও গাড়ি 40 কিমির বেশি বেগে গেলে সেই মেশিন গাড়িগুলিকে চিহ্নিত করতে পারবে ।

প্রতিটি বাসকে ট্রেকিং করার জন্য বাসগুলিতে GPS ব্যবস্থা রাখা হবে । প্রতিটি ছোটো-বড় গাড়ি ও বাসগুলিতে রাজ্য সরকারের তরফে ব্রান্ডিং করা হবে ।

প্রতিটি বাসে যাত্রী সহায়তার জন্য একজন ভলান্টিয়ার বা 'সাগর সাথী' থাকবে বলে জানিয়েছেন আলিপুর RTO-র এক আধিকারিক । হঠাৎ করে কোনও বড় দুর্ঘটনা হলে তা সামাল দিতে 3টি হেলিকপ্টার থাকবে, যার মধ্যে 2টি এয়ার এম্বুলেন্স থাকবে । এছাড়াও 85টি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে । মোট 6টি বার্জ রাখা হবে ও কাঠের লঞ্চ থাকবে 130টি ।

WBTC ও SBSTC- র বাসগুলি মূলত বাবুঘাট থেকে লট নম্বর 8 পর্যন্ত চলাচল করবে।

Intro:আসন্ন গঙ্গাসাগর মেলায় যানবাহনের ব্যবস্থা নিয়ে ও অন্যান্য ট্রাফিক ব্যবস্থা নিয়ে আলিপুর রিজিওনাল ট্রান্সপোর্ট দপ্তরে একটি উচপদস্থ বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও উপস্থিত ছিলেন প্রশাসন ও পুলিশের তরফে উচ্চপদস্থ আধিকারিকরা।


Body:জানুয়ারি মাসের প্রথম দিকে গঙ্গা সাগর দ্বীপে এই মেলাটি অনুষ্ঠিত হয়। বিভিন্ন রাজ্য এমনকি বিদেশ থেকেও আসেন মানুষ। লক্ষ লক্ষ পুণ্যার্থীরা ভিড় হয় এই মেলা উপলক্ষে।

আলিপুর আরটিওর এক আধিকারিক বলেন যে, "বৈঠকে মূলত কিভাবে বাস চলাচল গঙ্গাসাগর মেলায় কিভাবে বাস চলাচল করানো হবে ট্রাফিক ব্যবস্থা কি রকম হবে এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

তিনি আরও বলেন যে যাত্রী সুরক্ষার কথার পাশাপাশি যাতে এই মেলাটিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় তাই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যেকোনও রকম পথ দুর্ঘটনা এড়াতে বাস ও ছোট গাড়ির গতি বেঁধে দেওয়া হয়েছে। গাড়ি বা বাসগুলি প্রতি ঘণ্টায় 40 কিলোমিটারের বেশি জোরে যেতে পারবে না। প্রতি 10 কিলোমিটারে রাস্তায় স্পীড লেজার গান বসানো হবে। যদি কোনও গাড়ি 40 কিমির বেশি বেগে গেলে সেই মেশিন গাড়িগুলিকে চিহ্নিত করতে পারবে।

প্রতিটি বাসকে ট্রেকিং করার জন্য বাসগুলিতে জি পি এস ব্যবস্থা থাকবে।

প্রতিটি ছোট-বড় গাড়ি ও বাসগুলিতে রাজ্য সরকারের তরফে ব্রান্ডিং করা হবে।

প্রতিটি বাসে যাত্রী সহায়তার জন্য একজন ভলান্টিয়ার বা 'সাগর সাথী' থাকবে।

3টি হেলিকপ্টার থাকবে, যার মধ্যে 2টি এয়ার এম্বুলেন্স।

এছাড়াও 85টি এম্বুলেন্স থাকবে।

6টি বার্য রাখা হবে ও 130টি কাঠের লঞ্চ থাকবে।


Conclusion:west bengal transport corporation (wbtc) ও south bengal state transport corporation (sdstc) র বাসগুলি মূলত বাবুঘাট থেকে লট নম্বর 8 পর্যন্ত চলাচল করবে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.