ETV Bharat / bharat

শোপিয়ানে নিরাপত্তা বাহিনীর উপর হামলা জঙ্গিদের - Banna Bazar Chowk

শ্রীনগরে জঙ্গি হামলা । আজ সকাল দশটা নাগাদ শোপিয়ানে CRPF প্যাট্রোলিং দলের উপর গুলি চালায় জঙ্গিরা ।

miltants-attack-crpf-party-in-jammu-and-kashmir-shopian
miltants-attack-crpf-party-in-jammu-and-kashmir-shopian
author img

By

Published : Jul 26, 2020, 6:37 PM IST

শ্রীনগর, 26 জুলাই : ফের শ্রীনগরে জঙ্গি হামলা । দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানের বান্না বাজারচকে CRPF প্যাট্রোলিং দলের উপর গুলি চালায় জঙ্গিরা । আজ সকাল 10টা নাগাদ ঘটনাটি ঘটে । ঘটনায় হতাহতের কোনও খবর নেই ।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, শুগলু ব্রিজের কাছে জঙ্গিরা CRPF-র প্যাট্রোলিং দলের উপর গুলি চালায় ৷ এরপর জঙ্গিরা পালিয়ে যায় ৷ গোটা এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী ।

গতকাল জম্মু-কাশ্মীরের শোপিয়ানে অভিযান চালিয়ে তিনটি জঙ্গি ছাউনি উড়িয়ে দেয় নিরাপত্তা বাহিনী । সূত্রের খবর , গতকাল নিরাপত্তা বাহিনী শোপিয়ানের ইয়ারওয়ান এলাকায় তল্লাশি অভিযান চালায় । তল্লাশি অভিযান চালানোর সময় জঙ্গিদের তিনটি গোপন আস্তানা তছনছ করে নিরাপত্তা বাহিনী । সেখান থেকে উদ্ধার হয় একাধিক অস্ত্রশস্ত্র ও একটি ডায়েরি ।

শ্রীনগর, 26 জুলাই : ফের শ্রীনগরে জঙ্গি হামলা । দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানের বান্না বাজারচকে CRPF প্যাট্রোলিং দলের উপর গুলি চালায় জঙ্গিরা । আজ সকাল 10টা নাগাদ ঘটনাটি ঘটে । ঘটনায় হতাহতের কোনও খবর নেই ।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, শুগলু ব্রিজের কাছে জঙ্গিরা CRPF-র প্যাট্রোলিং দলের উপর গুলি চালায় ৷ এরপর জঙ্গিরা পালিয়ে যায় ৷ গোটা এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী ।

গতকাল জম্মু-কাশ্মীরের শোপিয়ানে অভিযান চালিয়ে তিনটি জঙ্গি ছাউনি উড়িয়ে দেয় নিরাপত্তা বাহিনী । সূত্রের খবর , গতকাল নিরাপত্তা বাহিনী শোপিয়ানের ইয়ারওয়ান এলাকায় তল্লাশি অভিযান চালায় । তল্লাশি অভিযান চালানোর সময় জঙ্গিদের তিনটি গোপন আস্তানা তছনছ করে নিরাপত্তা বাহিনী । সেখান থেকে উদ্ধার হয় একাধিক অস্ত্রশস্ত্র ও একটি ডায়েরি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.