দিল্লি, 24 অগাস্ট : লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চিন সেনার সংঘর্ষের পর অনেকগুলো দিন অতিক্রান্ত হয়েছে ৷ অথচ লাদাখ সীমান্তে চিন ও ভারতের মধ্যে উত্তেজনার আঁচ এতটুকু কমেনি ৷ সমস্যা মেটাতে আলোচনার পথ নিয়েছে দুই দেশ ৷ চিনের সঙ্গে লাদাখ নিয়ে আলোচনা চললেও কোনও পথ বের হয়নি ৷ সেই বিষয়ে এবার চিনকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন দেশের চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) জেনেরাল বিপিন রাওয়াত ৷ বললেন, আলোচনা ব্যর্থ হলে চিনকে ঠেকাতে ভারতের হাতে রয়েছে সামরিক বিকল্প ৷
সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "কূটনৈতিক স্তরে আলোচনা চলছে ৷ আলোচনা ব্যর্থ হলে লাদাখে চিন সেনার লঙ্ঘন ঠেকাতে ভারতের হাতে সামরিক বিকল্প রয়েছে ৷'' 2017 সালের ডোকলাম বিবাদের সময় দেশের সেনাপ্রধানের পদে ছিলেন বিপিন রাওয়াত ৷ তিনি আরও যোগ করেন, "চিনা হুমকির মোকাবিলায় সবরকমভাবে প্রস্তুত ভারতীয় আর্মড ফোর্স ৷ প্রিন্সিপাল ইন্টিলিজেন্স এজেন্সিগুলির মধ্যে সমন্বয়েরও অভাব নেই ৷"
ইতিমধ্যে প্যাংগং লেকের ফিঙ্গার ফোর এরিয়া থেকে ভারতীয় সেনাকে সরে যাওয়ার প্রস্তাব দিয়েছে চিন ৷ ভারত এতে রাজি হলে চিন সেনাও ততটা দূরত্ব সরে আসবে ৷ যদিও চিনের এই প্রস্তাবে পাত্তা দেয়নি ভারত ৷ পাশাপাশি পূর্ব লাদাখ সীমান্তের সমস্ত এলাকায় স্থিতাবস্থা বজায় রাখার দাবি জানিয়েছে ৷ সূত্রের খবর, ফিঙ্গার ফোর এলাকায় ডিসএনগেজমেন্টের জন্য রাজি চিন ৷ সেক্ষেত্রে ভারতকে ওই এলাকা থেকে সেনা ও অস্ত্রশস্ত্র সরিয়ে নিতে যেতে হবে ৷ একইভাবে চিনও সম সংখ্যক জওয়ান ও অস্ত্র সরিয়ে নেবে ৷ যদিও চিনের এই প্রস্তাব সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে ভারত ৷ বরং ফিঙ্গার ফোর এলাকায় সেনাকে পুরানো অবস্থানে ফিরে যাওয়ার কথা বলা হয়েছে ৷