ETV Bharat / bharat

দক্ষিণ কাশ্মীরে সেনার সঙ্গে গুলির লড়াইয়ে খতম 8 জঙ্গি

দক্ষিণ কাশ্মীরে সেনার সঙ্গে গুলির লড়াইয়ে খতম আট জঙ্গি । পুলওয়ামার পাম্পোরে 3 জন ও সোপিয়ানে 5 জঙ্গি খতম হয়েছে । গুলির লড়াই এখনও জারি আছে ।

author img

By

Published : Jun 19, 2020, 10:31 AM IST

Updated : Jun 19, 2020, 11:07 AM IST

ছবি
ছবি

শ্রীনগর , 19 জুন : কাশ্মীরে সেনার সঙ্গে গুলির লড়াইয়ে খতম আট জঙ্গি । গতকাল থেকেই পাম্পোর ও সোপিয়ানে অভিযান চালান জওয়ানরা । সেই সময়ই জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই হয় । পুলওয়ামার পাম্পোরে তিন ও সোপিয়ানে পাঁচ জঙ্গির মৃত্যু হয়েছে ।

দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার পাম্পোরে গতকাল জওয়ানদের গুলিতে এক জঙ্গির মৃত্যু হয় । অন্য দু'জন স্থানীয় একটি মসজিদে লুকিয়ে থাকে । এরপর আজ সকালে ফের অভিযান শুরু হয় । জওয়ানরা টিয়ার গ্যাসের শেল ছোড়ে । এরপরই খতম হয় ওই দু'জন । এই বিষয়ে জম্মু-কাশ্মীর পুলিশের DGP দিলবাগ সিং বলেন, "আজ সকাল থেকে আবার শুরু হয়েছে গুলির লড়াই । পাম্পোরে জওয়ানদের গুলিতে এক জঙ্গি খতম হওয়ায় পর আরও দু'জন স্থানীয় মসজিদে আত্মগোপন করে । " কাশ্মীর পুলিশের IG বলেন, "পাম্পোরে অভিযান শেষ করতে সময় লেগেছে । যেহেতু ওই দুই জঙ্গি মসজিদে আত্মগোপন করেছিল সেই কারণে তাদের উপর আক্রমণ করা সম্ভব হচ্ছিল না । তবে অভিযান শেষ হয়েছে । খতম ওই দুই জঙ্গি । "

গতকাল সোপিয়ানে আরও একটি অভিযান শুরু হয়েছিল । যা এখনও পর্যন্ত চলছে । শেষ পাওয়া খবর অনুযায়ী সেখানে মোট পাঁচজন জঙ্গির মৃত্যু হয়েছে ।

শ্রীনগর , 19 জুন : কাশ্মীরে সেনার সঙ্গে গুলির লড়াইয়ে খতম আট জঙ্গি । গতকাল থেকেই পাম্পোর ও সোপিয়ানে অভিযান চালান জওয়ানরা । সেই সময়ই জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই হয় । পুলওয়ামার পাম্পোরে তিন ও সোপিয়ানে পাঁচ জঙ্গির মৃত্যু হয়েছে ।

দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার পাম্পোরে গতকাল জওয়ানদের গুলিতে এক জঙ্গির মৃত্যু হয় । অন্য দু'জন স্থানীয় একটি মসজিদে লুকিয়ে থাকে । এরপর আজ সকালে ফের অভিযান শুরু হয় । জওয়ানরা টিয়ার গ্যাসের শেল ছোড়ে । এরপরই খতম হয় ওই দু'জন । এই বিষয়ে জম্মু-কাশ্মীর পুলিশের DGP দিলবাগ সিং বলেন, "আজ সকাল থেকে আবার শুরু হয়েছে গুলির লড়াই । পাম্পোরে জওয়ানদের গুলিতে এক জঙ্গি খতম হওয়ায় পর আরও দু'জন স্থানীয় মসজিদে আত্মগোপন করে । " কাশ্মীর পুলিশের IG বলেন, "পাম্পোরে অভিযান শেষ করতে সময় লেগেছে । যেহেতু ওই দুই জঙ্গি মসজিদে আত্মগোপন করেছিল সেই কারণে তাদের উপর আক্রমণ করা সম্ভব হচ্ছিল না । তবে অভিযান শেষ হয়েছে । খতম ওই দুই জঙ্গি । "

গতকাল সোপিয়ানে আরও একটি অভিযান শুরু হয়েছিল । যা এখনও পর্যন্ত চলছে । শেষ পাওয়া খবর অনুযায়ী সেখানে মোট পাঁচজন জঙ্গির মৃত্যু হয়েছে ।

Last Updated : Jun 19, 2020, 11:07 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.