শোপিয়ান, 1 অগাস্ট : শোপিয়ানে যৌথবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ হল এক জঙ্গি ৷ মৃত জঙ্গি কোন সংগঠনের সঙ্গে যুক্ত ছিল, তা এখনও জানা যায়নি ৷
গোপন সূত্রে জঙ্গি উপস্থিতির খবর পেয়ে গতকাল সন্ধ্যায় শোপিয়ানের জ়াওরা বাদেরহামা গ্রামে তল্লাশি চালায় যৌথবাহিনী ৷ এলাকাটি তারা ঘিরে ফেলার পর গুলি চালাতে শুরু করে জঙ্গিরা ৷ পালটা জবাব দেন জওয়ানরা ৷ দু'পক্ষের গুলির লড়াইয়ে ওই জঙ্গি নিহত হয় ৷
আরও 2-3 জঙ্গি এলাকায় লুকিয়ে রয়েছে বলে মনে করা হচ্ছে ৷ দু'পক্ষের গুলির লড়াই চলছে ৷ এলাকাটি ঘিরে রেখেছে যৌথবাহিনী ৷