ETV Bharat / bharat

শোপিয়ানে নিকেশ জঙ্গি - Shopian Encounter

শোপিয়ানে এক জঙ্গিকে নিকেশ করল যৌথবাহিনী ৷ শোপিয়ান জেলার জ়াওরা বাদেরহামা গ্রামে জঙ্গিদের সঙ্গে যৌথবাহিনীর গুলির লড়াই হয় ৷

ছবি
author img

By

Published : Aug 1, 2019, 7:01 AM IST

শোপিয়ান, 1 অগাস্ট : শোপিয়ানে যৌথবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ হল এক জঙ্গি ৷ মৃত জঙ্গি কোন সংগঠনের সঙ্গে যুক্ত ছিল, তা এখনও জানা যায়নি ৷

গোপন সূত্রে জঙ্গি উপস্থিতির খবর পেয়ে গতকাল সন্ধ্যায় শোপিয়ানের জ়াওরা বাদেরহামা গ্রামে তল্লাশি চালায় যৌথবাহিনী ৷ এলাকাটি তারা ঘিরে ফেলার পর গুলি চালাতে শুরু করে জঙ্গিরা ৷ পালটা জবাব দেন জওয়ানরা ৷ দু'পক্ষের গুলির লড়াইয়ে ওই জঙ্গি নিহত হয় ৷

আরও 2-3 জঙ্গি এলাকায় লুকিয়ে রয়েছে বলে মনে করা হচ্ছে ৷ দু'পক্ষের গুলির লড়াই চলছে ৷ এলাকাটি ঘিরে রেখেছে যৌথবাহিনী ৷

শোপিয়ান, 1 অগাস্ট : শোপিয়ানে যৌথবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ হল এক জঙ্গি ৷ মৃত জঙ্গি কোন সংগঠনের সঙ্গে যুক্ত ছিল, তা এখনও জানা যায়নি ৷

গোপন সূত্রে জঙ্গি উপস্থিতির খবর পেয়ে গতকাল সন্ধ্যায় শোপিয়ানের জ়াওরা বাদেরহামা গ্রামে তল্লাশি চালায় যৌথবাহিনী ৷ এলাকাটি তারা ঘিরে ফেলার পর গুলি চালাতে শুরু করে জঙ্গিরা ৷ পালটা জবাব দেন জওয়ানরা ৷ দু'পক্ষের গুলির লড়াইয়ে ওই জঙ্গি নিহত হয় ৷

আরও 2-3 জঙ্গি এলাকায় লুকিয়ে রয়েছে বলে মনে করা হচ্ছে ৷ দু'পক্ষের গুলির লড়াই চলছে ৷ এলাকাটি ঘিরে রেখেছে যৌথবাহিনী ৷

Banjul (Gambia), July 31 (ANI): President Ram Nath Kovind held delegation level talks with his Gambian counterpart Adama Berow in Banjul on Wednesday. Both the Presidents are expected to review the entire gamut of bilateral relations and discuss issues of mutual interest. India will extend assistance of US$500,000 in support of skill development and cottage industry projects in the Gambia. The seven-day visit is the first high-level tour of any Head of State from India to the three West African countries- Benin, Gambia and Guinea.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.