ETV Bharat / bharat

সেনা আধিকারিকসহ শহিদ 4, নিকেশ 3 জঙ্গি - লাইন অফ কন্ট্রোল

LOC বরাবর অনুপ্রবেশের চেষ্টা করে কয়েকজন জঙ্গি ৷ এলাকায় সেই সময় টহল দিচ্ছিলেন সেনা জওয়ানরা ৷ তাদের মধ্যে গুলির লড়াই শুরু হয় ।

ছবি
ছবি
author img

By

Published : Nov 8, 2020, 1:10 PM IST

Updated : Nov 8, 2020, 4:33 PM IST

শ্রীনগর, 8 নভেম্বর : জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার মাচিল সেক্টরে সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হল তিন জঙ্গি ৷ শহিদ হয়েছেন এক লেফটেন্যান্ট কর্নেল ও আরও তিনজন জওয়ান । তাঁদের মধ্যে রয়েছেন সুদীপ সরকার নামে BSF-এর এক কনস্টেবল ।

সেনা সূত্রে খবর, সেখানে LOC বরাবর অনুপ্রবেশের চেষ্টা করে কয়েকজন জঙ্গি ৷ এলাকায় সেই সময় টহল দিচ্ছিলেন সেনা জওয়ানরা ৷ তাদের মধ্যে গুলির লড়াই শুরু হয় ।

এই বিষয়ে সেনার এক আধিকারিক বলেন, উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার মাচিল সেক্টরে রাত 1টার সময় জঙ্গিদের সন্দেহভাজন গতিবিধি লক্ষ্য করা হয় ৷ সেই মতো ওই এলাকায় অভিযান চালান তাঁরা ৷ তখনই তিন ঘণ্টার লড়াইয়ে সেনার গুলিতে খতম হয় এক জঙ্গি ৷ তার কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও দুটি ব্যাগ ৷ পরে আরও এক জঙ্গির মৃত্যু হয় । ওই সময়ই জঙ্গিদের গুলিতে শহিদ হন BSF-এর কনস্টেবল সুদীপ সরকার ৷

আরও পড়ুন : পুলওয়ামায় গুলির লড়াইয়ে খতম জঙ্গি

বেলা 10টা 20 মিনিটের সময় LOC থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে আরও গতিবিধি লক্ষ্য করা হয় ৷ সেখানেই গুলির লড়াইয়ে এক লেফটেন্যান্ট কর্নেল ও দু’জন নিরাপত্তারক্ষী শহিদ হন ৷ গুলির লড়াইয়ে 2 জঙ্গিও নিকেশ হয় ৷

শ্রীনগর, 8 নভেম্বর : জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার মাচিল সেক্টরে সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হল তিন জঙ্গি ৷ শহিদ হয়েছেন এক লেফটেন্যান্ট কর্নেল ও আরও তিনজন জওয়ান । তাঁদের মধ্যে রয়েছেন সুদীপ সরকার নামে BSF-এর এক কনস্টেবল ।

সেনা সূত্রে খবর, সেখানে LOC বরাবর অনুপ্রবেশের চেষ্টা করে কয়েকজন জঙ্গি ৷ এলাকায় সেই সময় টহল দিচ্ছিলেন সেনা জওয়ানরা ৷ তাদের মধ্যে গুলির লড়াই শুরু হয় ।

এই বিষয়ে সেনার এক আধিকারিক বলেন, উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার মাচিল সেক্টরে রাত 1টার সময় জঙ্গিদের সন্দেহভাজন গতিবিধি লক্ষ্য করা হয় ৷ সেই মতো ওই এলাকায় অভিযান চালান তাঁরা ৷ তখনই তিন ঘণ্টার লড়াইয়ে সেনার গুলিতে খতম হয় এক জঙ্গি ৷ তার কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও দুটি ব্যাগ ৷ পরে আরও এক জঙ্গির মৃত্যু হয় । ওই সময়ই জঙ্গিদের গুলিতে শহিদ হন BSF-এর কনস্টেবল সুদীপ সরকার ৷

আরও পড়ুন : পুলওয়ামায় গুলির লড়াইয়ে খতম জঙ্গি

বেলা 10টা 20 মিনিটের সময় LOC থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে আরও গতিবিধি লক্ষ্য করা হয় ৷ সেখানেই গুলির লড়াইয়ে এক লেফটেন্যান্ট কর্নেল ও দু’জন নিরাপত্তারক্ষী শহিদ হন ৷ গুলির লড়াইয়ে 2 জঙ্গিও নিকেশ হয় ৷

Last Updated : Nov 8, 2020, 4:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.