ETV Bharat / bharat

গলায় ফাঁস লাগানো দেহ উদ্ধার শ্রমিকের, অনুমান অবসাদে আত্মহত্যা - up news

সম্প্রতি ভিন রাজ্য থেকে ফেরা উত্তরপ্রদেশের গোন্ডা জেলার এক শ্রমিক কোয়ারানটিনে থাকাকালীন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন । তাঁর কাকা জানিয়েছেন, ওই যুবক কয়েকদিন ঠিক মতো খাবার জোটাতে পারছিলেন না পরিবারকে । গতকাল এই নিয়ে স্ত্রীয়ের সঙ্গে তর্কাতর্কি হয় ।

labour
শ্রমিক
author img

By

Published : May 22, 2020, 12:30 PM IST

গোন্ডা, 22 মে: লকডাউনের ফলে কাজ হারিয়েছেন । আর্থিক অনটন । স্ত্রী-র সঙ্গে 15 মে দিল্লি থেকে উত্তরপ্রদেশের উমরি বেগমগঞ্জ এলাকায় নিজের গ্রামে ফিরেছিলেন বছর 24-এর যুবক । ছিলেন হোম কোয়ারানটিনে । গতকাল গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয় দেহ । অনুমান, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি । উত্তরপ্রদেশের ভামুরা গ্রামের ঘটনা ।

মৃত যুবকের কাকা জানিয়েছেন, "দিল্লির একটি কারখানায় দৈনিক মজুরির কাজ করতেন আমার ভাইপো । সম্প্রতি স্ত্রীকে সঙ্গে নিয়ে গ্রামে ফিরে আসেন । অস্থায়ী কোয়ারানটিন সেন্টারে খাবারের অভাব হচ্ছিল খুব । ঠিক মতো খাবার জোটাতে পারছিলেন না । গতকাল খাবার নিয়েই ভাইপোর সঙ্গে ওর স্ত্রীয়ের কথা কাটাকাটি হয় । এরপরেই ভাইপো আত্মহত্যা করেন ।"

SHO অতুল চতুর্বেদী জানিয়েছেন, ওই যুবক স্ত্রীকে নিয়ে গ্রামের বাইরে একটি অস্থায়ী কোয়ারানটিন শিবিরে থাকছিলেন । স্ত্রীয়ের সঙ্গে কথা কাটাকাটির জেরেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন ওই যুবক । SHO আরও জানিয়েছেন, ওই দম্পতির বাড়িটি তুলনামূলক ছোটো । তাই কোয়ারানটিনে থাকার সময়টুকুর জন্য একটি অস্থায়ী কুঁড়ে ঘরেই আশ্রয় নিয়েছিলেন দু'জন । যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি । গ্রামের প্রাক্তন প্রধান ব্রিজ বিহারি তেওয়ারি জানিয়েছেন, ওই যুবক কোয়ারানটিনে ছিলেন । যুবকের পারিবারিক অবস্থা খুবই খারাপ । খুবই দুস্থ । আর্থিক সংকট চরমে পৌঁছেছে । সেই কারণেই অবসাদে হয়তো আত্মহত্যা করেছেন তিনি ।

গোন্ডা, 22 মে: লকডাউনের ফলে কাজ হারিয়েছেন । আর্থিক অনটন । স্ত্রী-র সঙ্গে 15 মে দিল্লি থেকে উত্তরপ্রদেশের উমরি বেগমগঞ্জ এলাকায় নিজের গ্রামে ফিরেছিলেন বছর 24-এর যুবক । ছিলেন হোম কোয়ারানটিনে । গতকাল গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয় দেহ । অনুমান, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি । উত্তরপ্রদেশের ভামুরা গ্রামের ঘটনা ।

মৃত যুবকের কাকা জানিয়েছেন, "দিল্লির একটি কারখানায় দৈনিক মজুরির কাজ করতেন আমার ভাইপো । সম্প্রতি স্ত্রীকে সঙ্গে নিয়ে গ্রামে ফিরে আসেন । অস্থায়ী কোয়ারানটিন সেন্টারে খাবারের অভাব হচ্ছিল খুব । ঠিক মতো খাবার জোটাতে পারছিলেন না । গতকাল খাবার নিয়েই ভাইপোর সঙ্গে ওর স্ত্রীয়ের কথা কাটাকাটি হয় । এরপরেই ভাইপো আত্মহত্যা করেন ।"

SHO অতুল চতুর্বেদী জানিয়েছেন, ওই যুবক স্ত্রীকে নিয়ে গ্রামের বাইরে একটি অস্থায়ী কোয়ারানটিন শিবিরে থাকছিলেন । স্ত্রীয়ের সঙ্গে কথা কাটাকাটির জেরেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন ওই যুবক । SHO আরও জানিয়েছেন, ওই দম্পতির বাড়িটি তুলনামূলক ছোটো । তাই কোয়ারানটিনে থাকার সময়টুকুর জন্য একটি অস্থায়ী কুঁড়ে ঘরেই আশ্রয় নিয়েছিলেন দু'জন । যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি । গ্রামের প্রাক্তন প্রধান ব্রিজ বিহারি তেওয়ারি জানিয়েছেন, ওই যুবক কোয়ারানটিনে ছিলেন । যুবকের পারিবারিক অবস্থা খুবই খারাপ । খুবই দুস্থ । আর্থিক সংকট চরমে পৌঁছেছে । সেই কারণেই অবসাদে হয়তো আত্মহত্যা করেছেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.