ETV Bharat / bharat

গান্ধি পরিবারের তিন ট্রাস্ট নিয়ে তদন্ত, সমন্বয়-কমিটি গঠন স্বরাষ্ট্রমন্ত্রকের

গান্ধি পরিবারের তিনটি ট্রাস্টের বিরুদ্ধে যে তদন্তগুলি চলছে সেগুলির সমন্বয়ে একটি কমিটি গঠন করল স্বরাষ্ট্রমন্ত্রক ৷ এই তিনটি ট্রাস্ট হল রাজীব গান্ধি ফাউন্ডেশন(RGF), রাজীব গান্ধি চ্যারিটেবল ট্রাস্ট ও ইন্দিরা গান্ধি মেমোরিয়াল ট্রাস্ট ৷

MHA
ফাইল ফোটো
author img

By

Published : Jul 8, 2020, 1:50 PM IST

দিল্লি, 8 জুলাই : আর্থিক তছরুপ আইন, আয়কর আইন ও বিদেশ বিনিয়োগ আইন লঙ্ঘনের অভিযোগে তদন্ত চলছে গান্ধি পরিবারের তিনটি ট্রাস্টের বিরুদ্ধে ৷ এবার এই তিনটি তদন্তের মধ্যে সমন্বয় স্থাপন করতে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করল স্বরাষ্ট্রমন্ত্রক ৷ এই তিনটি ট্রাস্ট হল রাজীব গান্ধি ফাউন্ডেশন(RGF), রাজীব গান্ধি চ্যারিটেবল ট্রাস্ট ও ইন্দিরা গান্ধি মেমোরিয়াল ট্রাস্ট ৷

এই কমিটি গঠনের কথা নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র ৷ তিনি জানান, এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের(ED) স্পেশাল ডিরেক্টর এই কমিটিকে নেতৃত্ব দেবেন ৷ পাশাপাশি CBI-ও এই কমিটির অংশ হবে ৷

রাজীব গান্ধি ফাউন্ডেশনের ট্রাস্টিদের মধ্যে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং থেকে শুরু করে কংগ্রেস নেতা রাহুল গান্ধি, প্রিয়ঙ্কা গান্ধি ও পি চিদম্বরম রয়েছেন ৷ 1991-র জুন মাসে এই ট্রাস্টটি গঠিত হয় ৷ এই ফাউন্ডেশনের চেয়ারপার্সন সোনিয়া গান্ধি ৷ একইসঙ্গে তিনি রাজীব গান্ধি চ্যারিটেবল ট্রাস্টেরও চেয়ারপার্সন ৷ পাশাপাশি তিনি ইন্দিরা গান্ধি মেমোরিয়াল ট্রাস্টের কাজকর্মও দেখাশোনা করেন ৷

শেষ মাসে লাদাখ ইশু নিয়ে যখন কংগ্রেসের তরফে বার বার কেন্দ্রের দায়িত্ব নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে তখন রাজীব গান্ধি ফাউন্ডেশনের বিরুদ্ধে থাকা অভিযোগগুলির কথা ফের একবার উল্লেখ করেন BJP-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ৷ আর তারপরই স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এই কমিটি গঠন করা হল ৷ টুইটে নাড্ডা লেখেন, "প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল(PMNRF)"-এর তরফে রাজীব গান্ধি ফাউন্ডেশনে আর্থিক অনুদান দেওয়া হয়েছিল ৷ সম্পত্তির জন্য একটা পরিবারের খিদে দেশকে কষ্ট দিয়েছে ৷" একইসঙ্গে তিনি জনগণের টাকা তছনছের অভিযোগ তুলেছেন কংগ্রেসের বিরুদ্ধে ৷

নাড্ডা নিজের দাবি সঠিক প্রমাণ করতে রাজীব গান্ধি ফাউন্ডেশনের 2007-2008 ও 2005-2006 সালের অনুদানকারীদের একাধিক তালিকা পোস্ট করেন ৷ যে তালিকাগুলির মধ্যে SBI ও GAIL-সহ একাধিক রাজ্য সরকারি কম্পানির নাম ছিল ৷ শুধু তাই নয়, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রক-সহ একাধিক মন্ত্রকের নাম ছিল ৷ নাড্ডা টুইটারে লেখেন, "অসহায় মানুষদের সাহায্য করার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল গঠিত ৷ কিন্তু UPA সরকারের আমলে সেই তহবিলের তরফে রাজীব গান্ধি ফাউন্ডেশনে আর্থিক অনুদান দেওয়া হয়েছে ৷ কে দায়িত্বে ছিল PMNRF-এর বোর্ডের ? শ্রীমতি সোনিয়া গান্ধি ৷ কে সভাপতিত্ব করত RGF ? শ্রীমতি সোনিয়া গান্ধি ৷ সম্পূর্ণভাবে নিন্দনীয় ৷ নৈতিক ও প্রক্রিয়াগুলিকে অবজ্ঞা করা হয়েছে এবং স্বচ্ছতা নিয়ে সতর্ক নয় ৷"

নাড্ডার এই অভিযোগগুলির পালটা জবাব দিয়েছে কংগ্রেসও ৷ তাদের তরফে দাবি করা হয়, ভারতীয় অঞ্চলে চিনা সেনার অধিগ্রহণের যে অভিযোগ উঠছে তা থেকে দৃষ্টি ঘোরাতেই BJP এই নারকীয় খেলা খেলছে ৷

দিল্লি, 8 জুলাই : আর্থিক তছরুপ আইন, আয়কর আইন ও বিদেশ বিনিয়োগ আইন লঙ্ঘনের অভিযোগে তদন্ত চলছে গান্ধি পরিবারের তিনটি ট্রাস্টের বিরুদ্ধে ৷ এবার এই তিনটি তদন্তের মধ্যে সমন্বয় স্থাপন করতে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করল স্বরাষ্ট্রমন্ত্রক ৷ এই তিনটি ট্রাস্ট হল রাজীব গান্ধি ফাউন্ডেশন(RGF), রাজীব গান্ধি চ্যারিটেবল ট্রাস্ট ও ইন্দিরা গান্ধি মেমোরিয়াল ট্রাস্ট ৷

এই কমিটি গঠনের কথা নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র ৷ তিনি জানান, এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের(ED) স্পেশাল ডিরেক্টর এই কমিটিকে নেতৃত্ব দেবেন ৷ পাশাপাশি CBI-ও এই কমিটির অংশ হবে ৷

রাজীব গান্ধি ফাউন্ডেশনের ট্রাস্টিদের মধ্যে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং থেকে শুরু করে কংগ্রেস নেতা রাহুল গান্ধি, প্রিয়ঙ্কা গান্ধি ও পি চিদম্বরম রয়েছেন ৷ 1991-র জুন মাসে এই ট্রাস্টটি গঠিত হয় ৷ এই ফাউন্ডেশনের চেয়ারপার্সন সোনিয়া গান্ধি ৷ একইসঙ্গে তিনি রাজীব গান্ধি চ্যারিটেবল ট্রাস্টেরও চেয়ারপার্সন ৷ পাশাপাশি তিনি ইন্দিরা গান্ধি মেমোরিয়াল ট্রাস্টের কাজকর্মও দেখাশোনা করেন ৷

শেষ মাসে লাদাখ ইশু নিয়ে যখন কংগ্রেসের তরফে বার বার কেন্দ্রের দায়িত্ব নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে তখন রাজীব গান্ধি ফাউন্ডেশনের বিরুদ্ধে থাকা অভিযোগগুলির কথা ফের একবার উল্লেখ করেন BJP-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ৷ আর তারপরই স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এই কমিটি গঠন করা হল ৷ টুইটে নাড্ডা লেখেন, "প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল(PMNRF)"-এর তরফে রাজীব গান্ধি ফাউন্ডেশনে আর্থিক অনুদান দেওয়া হয়েছিল ৷ সম্পত্তির জন্য একটা পরিবারের খিদে দেশকে কষ্ট দিয়েছে ৷" একইসঙ্গে তিনি জনগণের টাকা তছনছের অভিযোগ তুলেছেন কংগ্রেসের বিরুদ্ধে ৷

নাড্ডা নিজের দাবি সঠিক প্রমাণ করতে রাজীব গান্ধি ফাউন্ডেশনের 2007-2008 ও 2005-2006 সালের অনুদানকারীদের একাধিক তালিকা পোস্ট করেন ৷ যে তালিকাগুলির মধ্যে SBI ও GAIL-সহ একাধিক রাজ্য সরকারি কম্পানির নাম ছিল ৷ শুধু তাই নয়, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রক-সহ একাধিক মন্ত্রকের নাম ছিল ৷ নাড্ডা টুইটারে লেখেন, "অসহায় মানুষদের সাহায্য করার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল গঠিত ৷ কিন্তু UPA সরকারের আমলে সেই তহবিলের তরফে রাজীব গান্ধি ফাউন্ডেশনে আর্থিক অনুদান দেওয়া হয়েছে ৷ কে দায়িত্বে ছিল PMNRF-এর বোর্ডের ? শ্রীমতি সোনিয়া গান্ধি ৷ কে সভাপতিত্ব করত RGF ? শ্রীমতি সোনিয়া গান্ধি ৷ সম্পূর্ণভাবে নিন্দনীয় ৷ নৈতিক ও প্রক্রিয়াগুলিকে অবজ্ঞা করা হয়েছে এবং স্বচ্ছতা নিয়ে সতর্ক নয় ৷"

নাড্ডার এই অভিযোগগুলির পালটা জবাব দিয়েছে কংগ্রেসও ৷ তাদের তরফে দাবি করা হয়, ভারতীয় অঞ্চলে চিনা সেনার অধিগ্রহণের যে অভিযোগ উঠছে তা থেকে দৃষ্টি ঘোরাতেই BJP এই নারকীয় খেলা খেলছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.