ETV Bharat / bharat

রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনা স্বরাষ্ট্রমন্ত্রকের - পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনা

স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিকরা ইটিভি ভারতকে বলেন, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে ।

MHA
MHA
author img

By

Published : Dec 14, 2020, 9:08 PM IST

দিল্লি, 14 ডিসেম্বর : পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বিজেপি । 10 ডিসেম্বর জে পি নাড্ডার কনভয়ে হামলার পর তারা এনিয়ে আরও সুর চড়িয়েছে । রাজ্যে 356 ধারা জারির দাবিও তুলেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় । এরই মাঝে আজ কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর কর্তাদের সঙ্গে বৈঠকে পশ্চিমবঙ্গের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ।

এদিকে ডায়মন্ড হারবার যাওয়ার পথে হামলার পরই আজ বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র নিরাপত্তা বাড়িয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক ৷ বুলেট প্রুফ গাড়ি দেওয়া হয়েছে তাঁকে ৷ তিনি বর্তমানে জ়েড ক্যাটাগরির নিরাপত্তা পান ৷

এর আগে জে পি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় রাজ্যপালের কাছে রিপোর্ট চেয়ে পাঠায় স্বরাষ্ট্রমন্ত্রক ৷ সেই রিপোর্ট পেয়েই মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও ডিজিপি বীরেন্দ্রকে দিল্লিতে তলব করা হয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে । কিন্তু, স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি দিয়ে দেখা করবেন না বলে জানিয়ে দিয়েছিলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ।

আজ স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকরা ইটিভি ভারতকে বলেন, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে । রাজ্যপাল জগদীপ ধনকড়ও তাঁর অসন্তোষপ্রকাশ করেছেন । রাজ্যে ঘটে চলা হিংসার উপর নজর রাখছে মন্ত্রক ।

এদিকে আজই পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নান রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করেছেন এবং রাজ্যে রাজনৈতিক হিংসা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ।

দিল্লি, 14 ডিসেম্বর : পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বিজেপি । 10 ডিসেম্বর জে পি নাড্ডার কনভয়ে হামলার পর তারা এনিয়ে আরও সুর চড়িয়েছে । রাজ্যে 356 ধারা জারির দাবিও তুলেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় । এরই মাঝে আজ কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর কর্তাদের সঙ্গে বৈঠকে পশ্চিমবঙ্গের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ।

এদিকে ডায়মন্ড হারবার যাওয়ার পথে হামলার পরই আজ বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র নিরাপত্তা বাড়িয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক ৷ বুলেট প্রুফ গাড়ি দেওয়া হয়েছে তাঁকে ৷ তিনি বর্তমানে জ়েড ক্যাটাগরির নিরাপত্তা পান ৷

এর আগে জে পি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় রাজ্যপালের কাছে রিপোর্ট চেয়ে পাঠায় স্বরাষ্ট্রমন্ত্রক ৷ সেই রিপোর্ট পেয়েই মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও ডিজিপি বীরেন্দ্রকে দিল্লিতে তলব করা হয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে । কিন্তু, স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি দিয়ে দেখা করবেন না বলে জানিয়ে দিয়েছিলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ।

আজ স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকরা ইটিভি ভারতকে বলেন, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে । রাজ্যপাল জগদীপ ধনকড়ও তাঁর অসন্তোষপ্রকাশ করেছেন । রাজ্যে ঘটে চলা হিংসার উপর নজর রাখছে মন্ত্রক ।

এদিকে আজই পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নান রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করেছেন এবং রাজ্যে রাজনৈতিক হিংসা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.