ETV Bharat / bharat

সিমলা চুক্তিতে কাশ্মীর ইশু উল্লেখ করা বড় ভুল, মন্তব্য নটবর সিংয়ের

সোমবার নটবর সিং বলেন, 1972 সালের 2 জুলাই সিমলা চুক্তিতে কাশ্মীর ইশুর কথা উল্লেখ করা উচিত হয়নি । এর পরই তাঁর মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয় ।

নটবর সিং
author img

By

Published : Jul 2, 2019, 5:39 PM IST

Updated : Jul 2, 2019, 7:18 PM IST

দিল্লি, 2 জুলাই : কাশ্মীর ইশুতে প্রাক্তন বিদেশমন্ত্রী ও নেহরু পরিবার ঘনিষ্ঠ প্রবীণ কংগ্রেস নেতার মন্তব্যে বিতর্ক। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাঁর উপদেষ্টা পি এন হাকসারের কথা শুনেছিলেন । হাকসার ইন্দিরাকে ভুল পথে চালনা করেছেন, এমনটাই মন্তব্য করলেন বরিষ্ঠ রাজনীতিবিদ-প্রাক্তন বিদেশমন্ত্রী নটবর। নেহরু পরিবারের অস্বস্তি বাড়িয়ে নটবর বললেন, সিমলা চুক্তিতে কাশ্মীর সমস্যার উল্লেখ করা উচিত হয়নি।
চলতি বছরে সিমলা চুক্তির 47তম বার্ষিকী পালন করছে গোটা দেশ। এই চুক্তিতে কাশ্মীরের প্রসঙ্গ উল্লেখ করা নিয়েই এ বার নিজের মত প্রকাশ করলেন প্রবীণ রাজনীতিবিদ ও প্রাক্তন বিদেশমন্ত্রী নটবর সিং । সোমবার প্রবীণ কংগ্রেস নেতা নটবর সিং বলেন, 1972 সালের 2 জুলাই সিমলা চুক্তিতে কাশ্মীর ইশুর কথা উল্লেখ করা উচিত হয়নি । এর পরই তাঁর মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয় । 1972 সালে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও পাকিস্তানের রাষ্ট্রপতি জ়ুলফিকর আলি ভুট্টোর মধ্যে ।

ইটিভি ভারতকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে প্রাক্তন বিদেশমন্ত্রী বলেন, ''কাশ্মীর সমস্যার সমাধান বেরিয়ে আসবে ।'' তাঁর কথায়, ঐতিহাসিক ওই চুক্তিতে ষষ্ঠ অনুচ্ছেদে রয়েছে দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে কাশ্মীর সমস্যা সমাধানের কথা। কিন্তু এর কোনও প্রয়োজন ছিল না ।

সিমলা চুক্তির ষষ্ঠ অনুচ্ছেদে বলা হয়েছে, ''দুই সরকার এ বিষয়ে সম্মত হচ্ছে যে ভবিষ্যতে দুই দেশের প্রধানরা সাক্ষা করবেন । দুই দেশের প্রতিনিধিরাও শান্তি ও সৌহার্দের সম্পর্ক বজায় রাখতে আলোচনায় বসবেন । যুদ্ধবন্দি ও দুই দেশের সাধারণ কোনও নাগরিক আটক হলে তা নিয়েও আলোচনা হবে। জম্মু-কাশ্মীর ইশুর চূড়ান্ত অবস্থান নিয়েও আলোচনা হবে ।'

তাঁর কথায়, ''সিমলা চুক্তিতে কাশ্মীরের কথা উল্লেখ করার দরকারই ছিল না । ঐতিহাসিক দিক থেকে দেখলেও পাকিস্তানকে 5600 বর্গফুট এলাকা দেওয়া হয়েছে । 93 হাজার সেনাকে মুক্তিও দেওয়া হয়েছে। ভুট্টো কথা দিলেও তা রাখেননি ।'' নটবরের কথায় এই চুক্তির ফলেই দর কষাকষি করে ভুট্টোর সঙ্গে ইন্দিরা কাশ্মীর সমস্যার সমাধান করে নেওয়ার সুযোগ হারান ।

সিমলা চুক্তি কী?

1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর 1972 সালে ভারত-পাকিস্তানের মধ্যে সীমানা ও শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে একটি চুক্তি হয়েছিল। পারস্পরিক শ্রদ্ধা, রাজনৈতিক স্বাধীনতা, সাম্য ও শান্তি বজায় রাখার বিষয়গুলি রয়েছে এই চুক্তিতে। রয়েছে সীমানা ও জম্মু-কাশ্মীর ইশুগুলিও।

দিল্লি, 2 জুলাই : কাশ্মীর ইশুতে প্রাক্তন বিদেশমন্ত্রী ও নেহরু পরিবার ঘনিষ্ঠ প্রবীণ কংগ্রেস নেতার মন্তব্যে বিতর্ক। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাঁর উপদেষ্টা পি এন হাকসারের কথা শুনেছিলেন । হাকসার ইন্দিরাকে ভুল পথে চালনা করেছেন, এমনটাই মন্তব্য করলেন বরিষ্ঠ রাজনীতিবিদ-প্রাক্তন বিদেশমন্ত্রী নটবর। নেহরু পরিবারের অস্বস্তি বাড়িয়ে নটবর বললেন, সিমলা চুক্তিতে কাশ্মীর সমস্যার উল্লেখ করা উচিত হয়নি।
চলতি বছরে সিমলা চুক্তির 47তম বার্ষিকী পালন করছে গোটা দেশ। এই চুক্তিতে কাশ্মীরের প্রসঙ্গ উল্লেখ করা নিয়েই এ বার নিজের মত প্রকাশ করলেন প্রবীণ রাজনীতিবিদ ও প্রাক্তন বিদেশমন্ত্রী নটবর সিং । সোমবার প্রবীণ কংগ্রেস নেতা নটবর সিং বলেন, 1972 সালের 2 জুলাই সিমলা চুক্তিতে কাশ্মীর ইশুর কথা উল্লেখ করা উচিত হয়নি । এর পরই তাঁর মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয় । 1972 সালে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও পাকিস্তানের রাষ্ট্রপতি জ়ুলফিকর আলি ভুট্টোর মধ্যে ।

ইটিভি ভারতকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে প্রাক্তন বিদেশমন্ত্রী বলেন, ''কাশ্মীর সমস্যার সমাধান বেরিয়ে আসবে ।'' তাঁর কথায়, ঐতিহাসিক ওই চুক্তিতে ষষ্ঠ অনুচ্ছেদে রয়েছে দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে কাশ্মীর সমস্যা সমাধানের কথা। কিন্তু এর কোনও প্রয়োজন ছিল না ।

সিমলা চুক্তির ষষ্ঠ অনুচ্ছেদে বলা হয়েছে, ''দুই সরকার এ বিষয়ে সম্মত হচ্ছে যে ভবিষ্যতে দুই দেশের প্রধানরা সাক্ষা করবেন । দুই দেশের প্রতিনিধিরাও শান্তি ও সৌহার্দের সম্পর্ক বজায় রাখতে আলোচনায় বসবেন । যুদ্ধবন্দি ও দুই দেশের সাধারণ কোনও নাগরিক আটক হলে তা নিয়েও আলোচনা হবে। জম্মু-কাশ্মীর ইশুর চূড়ান্ত অবস্থান নিয়েও আলোচনা হবে ।'

তাঁর কথায়, ''সিমলা চুক্তিতে কাশ্মীরের কথা উল্লেখ করার দরকারই ছিল না । ঐতিহাসিক দিক থেকে দেখলেও পাকিস্তানকে 5600 বর্গফুট এলাকা দেওয়া হয়েছে । 93 হাজার সেনাকে মুক্তিও দেওয়া হয়েছে। ভুট্টো কথা দিলেও তা রাখেননি ।'' নটবরের কথায় এই চুক্তির ফলেই দর কষাকষি করে ভুট্টোর সঙ্গে ইন্দিরা কাশ্মীর সমস্যার সমাধান করে নেওয়ার সুযোগ হারান ।

সিমলা চুক্তি কী?

1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর 1972 সালে ভারত-পাকিস্তানের মধ্যে সীমানা ও শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে একটি চুক্তি হয়েছিল। পারস্পরিক শ্রদ্ধা, রাজনৈতিক স্বাধীনতা, সাম্য ও শান্তি বজায় রাখার বিষয়গুলি রয়েছে এই চুক্তিতে। রয়েছে সীমানা ও জম্মু-কাশ্মীর ইশুগুলিও।

Puducherry, Jul 02 (ANI): Dravida Munnetra Kazhagam (DMK) supporters staged protest against Lieutenant Governor Kiran Bedi. Bedi allegedly called Tamil Nadu people 'selfish and cowards'. Yesterday, DMK legislators walked out from Assembly after Speaker didn't let DMK chief raise the issue. The remark has been condemned by everyone, including AIADMK and DMK.
Last Updated : Jul 2, 2019, 7:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.