মোরাদাবাদ (উত্তরপ্রদেশ), 29মে : ঋতুকালীন পরিচ্ছন্নতা দিবস (মেনস্ট্রুয়াল হাইজিন ডে) উপলক্ষে শ্রমিক স্পেশাল ট্রেনে স্যানিটারি প্যাড বিতরণ করল ভারতীয় রেল । রেলের মহিলা কর্মীদের একটি দল গতকাল মোরাদাবাদ স্টেশনে শ্রমিক স্পেশাল ট্রেনের মহিলা যাত্রীদের হাতে এই স্যানিটারি প্যাডগুলি তুলে দেন ।
লকডাউনে এক রাজ্য থেকে শ্রমিক স্পেশাল ট্রেনে নিজের রাজ্যে ফিরছেন পরিযায়ী শ্রমিকরা । মহিলা পরিযায়ী শ্রমিকরাও রয়েছেন । তাঁদের মধ্যে ঋতু চলাকালীন পরিচ্ছন্নতা অর্থাৎ মেনস্ট্রুয়াল হাইজিন নিয়ে সতর্কতা তৈরি করার জন্য প্রচার চালায় রেল ।
ভারতীয় রেলের সিনিয়র DCM রেখা শর্মা এই বিষয়ে বলেন, “শ্রমিক স্পেশাল ট্রেনে যাত্রা করছেন অনেক মহিলাও । তাঁরা যদি কোনও সমস্যার মুখোমুখি হন, তাঁদের সেই সমস্যা সমাধানের জন্য আমরা আমাদের মহিলা কর্মীদের প্রশিক্ষণ দিয়েছি । শ্রমিক স্পেশাল ট্রেনের মহিলা যাত্রীদের মধ্যে বৃহস্পতিবার তাঁরা স্যানিটারি ন্যাপকিন বিতরণ করেছেন । ”
রেল হাসপাতালের স্ত্রী রোগ বিশেষজ্ঞ সুষমা রথী বলেন, “এখনও মহিলারা ঋতুস্রাব নিয়ে কথা বলতে অস্বস্তিবোধ করেন । পরিচ্ছন্নতা বিষয়ে সতর্ক করতে হবে ।”