ETV Bharat / bharat

সালভেকে কুলভূষণ মামলার পারিশ্রমিক দিয়ে সুষমার শেষ ইচ্ছা পূরণ মেয়ের - ICJ

প্রাক্তন বিদেশমন্ত্রীর মেয়ে বাঁসুরি স্বরাজ আজ হরিশ সালভের সঙ্গে দেখা করে কুলভূষণের হয়ে মামলা লড়ার পারিশ্রমিক হিসাবে একটাকা তুলে দেন তাঁর হাতে ।

সালভেকে কুলভূষণ মামলার পারিশ্রমিক দিয়ে সুষমার শেষ ইচ্ছা পূরণ মেয়ের
author img

By

Published : Sep 28, 2019, 3:49 PM IST

দিল্লি, 28 সেপ্টেম্বর : মৃত্যুর কয়েক ঘণ্টা আগে সুষমা স্বরাজ বলেছিলেন, দেখা করতে ৷ নিয়ে যেতে বলেছিলেন কুলভূষণ যাদবের মামলার পারিশ্রমিক ৷ আগামীকাল সন্ধ্যা 6টায় যাবেন বলে কথাও দিয়েছিলেন হরিশ সালভে । তবে, তা আর হয়নি । প্রাক্তন বিদেশমন্ত্রীর সেই শেষ ইচ্ছা পূরণ করলেন তাঁর মেয়ে বাঁসুরি স্বরাজ । আজ হরিশ সালভের সঙ্গে দেখা করে কুলভূষণের হয়ে মামলা লড়ার পারিশ্রমিক হিসাবে একটাকা তুলে দেন তাঁর হাতে । এই সাক্ষাতের ছবি টুইটারে পোস্ট করেন বিদেশমন্ত্রীর স্বামী স্বরাজ কৌশল । বাঁসুরির সঙ্গে দেখা করে সালভে বলেন, "তিনি (সুষমা স্বরাজ) খুব প্রাণোচ্ছল মানুষ ছিলেন ।"

আন্তর্জাতিক আদালতে কুলভূষণ হয়ে মামলা লড়ার জন্য তাঁকে রাজি করিয়েছিলেন তৎকালীন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ৷ তাও মাত্র 1 টাকা পারিশ্রমিকে ৷ পরবর্তীতে তৎকালীন বিদেশমন্ত্রীর এই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন হরিশ সালভে । হরিশের আবদনের প্রেক্ষিতেই আন্তর্জাতিক ন্যায় আদালত ভারতের পক্ষে রায় দিয়ে জানায়, কুলভূষণকে কনসুলার অ্যাকসেস দিতে হবে পাকিস্তানকে ।

আন্তর্জাতিক আদালতের রায়ের পরই টুইট করেছিলেন সুষমা স্বরাজ ৷ লিখেছিলেন, "এই রায়কে স্বাগত জানাই ৷ এটা ভারতের পক্ষে বড় জয় ৷" প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানান তিনি ৷ আর 6 অগাস্ট মৃত্যুর ঠিক আগে তাঁকে ফোন করেছিলেন বলে জানিয়েছিলেন আইনজীবী হরিশ সালভে ৷ সংবাদমাধ্যমকে তিনি বলেন, "রাত 8টা 50 মিনিটে আমি তাঁর সঙ্গে কথা বলি ৷ তিনি বলেছিলেন, আমি যেন তাঁর সঙ্গে দেখা করি ৷ বলেন আমাকে মামলা লড়ার জন্য 1 টাকা দেবেন ৷ আমি বলি অবশ্যই এই মূল্যবান ফি নিতে আসব ৷ তিনি 7 অগাস্ট 6টায় আসতে বলেছিলেন ৷"

দিল্লি, 28 সেপ্টেম্বর : মৃত্যুর কয়েক ঘণ্টা আগে সুষমা স্বরাজ বলেছিলেন, দেখা করতে ৷ নিয়ে যেতে বলেছিলেন কুলভূষণ যাদবের মামলার পারিশ্রমিক ৷ আগামীকাল সন্ধ্যা 6টায় যাবেন বলে কথাও দিয়েছিলেন হরিশ সালভে । তবে, তা আর হয়নি । প্রাক্তন বিদেশমন্ত্রীর সেই শেষ ইচ্ছা পূরণ করলেন তাঁর মেয়ে বাঁসুরি স্বরাজ । আজ হরিশ সালভের সঙ্গে দেখা করে কুলভূষণের হয়ে মামলা লড়ার পারিশ্রমিক হিসাবে একটাকা তুলে দেন তাঁর হাতে । এই সাক্ষাতের ছবি টুইটারে পোস্ট করেন বিদেশমন্ত্রীর স্বামী স্বরাজ কৌশল । বাঁসুরির সঙ্গে দেখা করে সালভে বলেন, "তিনি (সুষমা স্বরাজ) খুব প্রাণোচ্ছল মানুষ ছিলেন ।"

আন্তর্জাতিক আদালতে কুলভূষণ হয়ে মামলা লড়ার জন্য তাঁকে রাজি করিয়েছিলেন তৎকালীন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ৷ তাও মাত্র 1 টাকা পারিশ্রমিকে ৷ পরবর্তীতে তৎকালীন বিদেশমন্ত্রীর এই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন হরিশ সালভে । হরিশের আবদনের প্রেক্ষিতেই আন্তর্জাতিক ন্যায় আদালত ভারতের পক্ষে রায় দিয়ে জানায়, কুলভূষণকে কনসুলার অ্যাকসেস দিতে হবে পাকিস্তানকে ।

আন্তর্জাতিক আদালতের রায়ের পরই টুইট করেছিলেন সুষমা স্বরাজ ৷ লিখেছিলেন, "এই রায়কে স্বাগত জানাই ৷ এটা ভারতের পক্ষে বড় জয় ৷" প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানান তিনি ৷ আর 6 অগাস্ট মৃত্যুর ঠিক আগে তাঁকে ফোন করেছিলেন বলে জানিয়েছিলেন আইনজীবী হরিশ সালভে ৷ সংবাদমাধ্যমকে তিনি বলেন, "রাত 8টা 50 মিনিটে আমি তাঁর সঙ্গে কথা বলি ৷ তিনি বলেছিলেন, আমি যেন তাঁর সঙ্গে দেখা করি ৷ বলেন আমাকে মামলা লড়ার জন্য 1 টাকা দেবেন ৷ আমি বলি অবশ্যই এই মূল্যবান ফি নিতে আসব ৷ তিনি 7 অগাস্ট 6টায় আসতে বলেছিলেন ৷"

Patna (Bihar), Sep 28 (ANI): Intermittent rains in Patna have thrown normal life out of gear as water-logging was witnessed in several parts of Bihar's capital city. Condition is such that floodwater has entered in residential areas. In neighbouring Uttar Pradesh, the Jaunpur district also witnessed the havoc of harsh weather, as the Rampur police station in the region turned into a swimming pool following heavy downpour. Officials have already forecasted heavy rains in both Uttar Pradesh and Bihar for couple of days.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.