দিল্লি, 28 সেপ্টেম্বর : মৃত্যুর কয়েক ঘণ্টা আগে সুষমা স্বরাজ বলেছিলেন, দেখা করতে ৷ নিয়ে যেতে বলেছিলেন কুলভূষণ যাদবের মামলার পারিশ্রমিক ৷ আগামীকাল সন্ধ্যা 6টায় যাবেন বলে কথাও দিয়েছিলেন হরিশ সালভে । তবে, তা আর হয়নি । প্রাক্তন বিদেশমন্ত্রীর সেই শেষ ইচ্ছা পূরণ করলেন তাঁর মেয়ে বাঁসুরি স্বরাজ । আজ হরিশ সালভের সঙ্গে দেখা করে কুলভূষণের হয়ে মামলা লড়ার পারিশ্রমিক হিসাবে একটাকা তুলে দেন তাঁর হাতে । এই সাক্ষাতের ছবি টুইটারে পোস্ট করেন বিদেশমন্ত্রীর স্বামী স্বরাজ কৌশল । বাঁসুরির সঙ্গে দেখা করে সালভে বলেন, "তিনি (সুষমা স্বরাজ) খুব প্রাণোচ্ছল মানুষ ছিলেন ।"
আন্তর্জাতিক আদালতে কুলভূষণ হয়ে মামলা লড়ার জন্য তাঁকে রাজি করিয়েছিলেন তৎকালীন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ৷ তাও মাত্র 1 টাকা পারিশ্রমিকে ৷ পরবর্তীতে তৎকালীন বিদেশমন্ত্রীর এই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন হরিশ সালভে । হরিশের আবদনের প্রেক্ষিতেই আন্তর্জাতিক ন্যায় আদালত ভারতের পক্ষে রায় দিয়ে জানায়, কুলভূষণকে কনসুলার অ্যাকসেস দিতে হবে পাকিস্তানকে ।
আন্তর্জাতিক আদালতের রায়ের পরই টুইট করেছিলেন সুষমা স্বরাজ ৷ লিখেছিলেন, "এই রায়কে স্বাগত জানাই ৷ এটা ভারতের পক্ষে বড় জয় ৷" প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানান তিনি ৷ আর 6 অগাস্ট মৃত্যুর ঠিক আগে তাঁকে ফোন করেছিলেন বলে জানিয়েছিলেন আইনজীবী হরিশ সালভে ৷ সংবাদমাধ্যমকে তিনি বলেন, "রাত 8টা 50 মিনিটে আমি তাঁর সঙ্গে কথা বলি ৷ তিনি বলেছিলেন, আমি যেন তাঁর সঙ্গে দেখা করি ৷ বলেন আমাকে মামলা লড়ার জন্য 1 টাকা দেবেন ৷ আমি বলি অবশ্যই এই মূল্যবান ফি নিতে আসব ৷ তিনি 7 অগাস্ট 6টায় আসতে বলেছিলেন ৷"