দিল্লি, 21 অগাস্ট : শারীরিক অবস্থার এখনও উন্নতি হয়নি প্রণব মুখোপাধ্যায়ের । ফুসফুসের সংক্রমণের চিকিৎসা চলছে । ভেন্টিলেশনেই রয়েছেন তিনি ।
আজ সকালে দিল্লির সেনা হাসপাতালের তরফে বুলেটিন প্রকাশ করা হয় । তারা জানায়, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার কোনও পরিবর্তন হয়নি । তাঁর ফুসফুসের সংক্রমণের চিকিৎসা চলছে । তাঁর গুরুত্বপূর্ণ প্যারামিটারগুলি স্থিতিশীল রয়েছে । তিনি হেমাডাইনামেকালি স্টেবল অর্থাৎ তাঁর হৃদস্পন্দন ও রক্তচাপ স্থিতিশীল ।
দশদিনের উপর দিল্লির সেনা হাসপাতালে চিকিৎসাধীন প্রণববাবু । মাথায় আঘাত লাগার কারণে হাসপাতালে ভরতি হয়েছিলেন তিনি । তাঁর কোরোনা সংক্রমণ ধরা পড়ে । জরুরিকালীন ভিত্তিতে অস্ত্রোপচার করেন চিকিৎসকরা । জমাট বাঁধা রক্ত বের করা হয় । কিন্তু সংকট কাটেনি ও শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি । ভেন্টিলেটরে রাখা হয় তাঁকে ।
সম্প্রতি তাঁর ফুসফুসে সংক্রমণ লক্ষ্য করেন চিকিৎসকরা । তার চিকিৎসা শুরু হয় । গতকাল শ্বাসক্রিয়ায় উন্নতি লক্ষ্য করা যায় । এখনও সেই চিকিৎসা চলছে । বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল প্রণব মুখোপাধ্যায়কে প্রতিনিয়ত পর্যবেক্ষণে রেখেছেন ।