ETV Bharat / bharat

প্রচণ্ড চাপে রয়েছে কুলভূষণ, সাক্ষাতের পর জানাল ভারত - islamabad

আজ কুলভূষণ যাদবকে কনসুলার অ্যাকসেস দেওয়া হয় পাকিস্তানের তরফে । সেই মতো সকালে কুলভূষণ যাদবের সঙ্গে দেখা করেন পাকিস্তানে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার গৌরব আলুওয়ালিয়া । সেই সাক্ষাতের প্রেক্ষিতে ভারতের বিদেশমন্ত্রক এক বিবৃতি দিয়ে বলে, আমাদের কাছে স্পষ্ট যে, কুলভূষণের উপর পাকিস্তান যথেষ্ট চাপ দিচ্ছে ।

প্রচণ্ড চাপে রয়েছে কুলভূষণ, সাক্ষাতের পর জানাল ভারত
author img

By

Published : Sep 2, 2019, 7:40 PM IST

দিল্লি, 2 সেপ্টেম্বর : কুলভূষণের উপর চাপ তৈরি করছে পাকিস্তান, দাবি ভারতের বিদেশ মন্ত্রকের । আজ কুলভূষণ যাদবকে কনসুলার অ্যাকসেস দেওয়া হয় পাকিস্তানের তরফে । সেই মতো সকালে কুলভূষণ যাদবের সঙ্গে দেখা করেন পাকিস্তানে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার গৌরব আলুওয়ালিয়া । ইসলামাবাদে বিদেশ মন্ত্রকের অফিসে এই সাক্ষাৎ হয় ।

সেই সাক্ষাতের প্রেক্ষিতে ভারতের বিদেশমন্ত্রক এক বিবৃতি দিয়ে বলে, "আমরা এখনও ডেপুটি হাইকমিশনার গৌরব আলুওয়ালিয়ার কাছ থেকে কুলভূষণের সঙ্গে সাক্ষাৎ সংক্রান্ত পূর্ণাঙ্গ রিপোর্টের অপেক্ষায় আছি । তবে এটা এতক্ষণে আমাদের কাছে স্পষ্ট যে, কুলভূষণের উপর পাকিস্তান যথেষ্ট চাপ দিচ্ছে । এই চাপের জেরেই পাকিস্তানের কথা মতো মিথ্যা বলতে বাধ্য হচ্ছে কুলভূষণ ।"

আজ কুলভূষণকে কনসুলার অ্যাকসেস দেওয়া হবে বলে আগেই জানিয়েছিল পাকিস্তান বিদেশমন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়জ়ল । ভিয়েনা চুক্তি, ICJ (আন্তর্জাতিক ন্যায় আদালত)-এর রায় ও পাকিস্তানের আইন মেনে এই কনসুলার অ্যাকসেস দেওয়ার কথা জানিয়েছিল পাকিস্তান । ভারতের বিদেশমন্ত্রক সূত্রে অবশ্য জানানো হয়েছিল, সম্পূর্ণ বাধাহীন ও নিষেধাজ্ঞাহীন ভাবে কুলভূষণের কাছে পৌঁছাতে দিলে তবেই পাকিস্তানের প্রস্তাব মানা হবে ।

এর আগে 1 অগাস্ট পাকিস্তান কুলভূষণকে কনসুলার অ্যাকসেস দেওয়ার প্রস্তাব দিয়েছিল । তবে পাকিস্তান শর্ত আরোপ করেছিল যে ভারতীয় আধিকারিকদের সঙ্গে কুলভূষণের সাক্ষাৎ হবে একজন পাকিস্তানি আধিকারিকের উপস্থিতিতে । কিন্তু তা মেনে নেয়নি ভারত ।

দিল্লি, 2 সেপ্টেম্বর : কুলভূষণের উপর চাপ তৈরি করছে পাকিস্তান, দাবি ভারতের বিদেশ মন্ত্রকের । আজ কুলভূষণ যাদবকে কনসুলার অ্যাকসেস দেওয়া হয় পাকিস্তানের তরফে । সেই মতো সকালে কুলভূষণ যাদবের সঙ্গে দেখা করেন পাকিস্তানে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার গৌরব আলুওয়ালিয়া । ইসলামাবাদে বিদেশ মন্ত্রকের অফিসে এই সাক্ষাৎ হয় ।

সেই সাক্ষাতের প্রেক্ষিতে ভারতের বিদেশমন্ত্রক এক বিবৃতি দিয়ে বলে, "আমরা এখনও ডেপুটি হাইকমিশনার গৌরব আলুওয়ালিয়ার কাছ থেকে কুলভূষণের সঙ্গে সাক্ষাৎ সংক্রান্ত পূর্ণাঙ্গ রিপোর্টের অপেক্ষায় আছি । তবে এটা এতক্ষণে আমাদের কাছে স্পষ্ট যে, কুলভূষণের উপর পাকিস্তান যথেষ্ট চাপ দিচ্ছে । এই চাপের জেরেই পাকিস্তানের কথা মতো মিথ্যা বলতে বাধ্য হচ্ছে কুলভূষণ ।"

আজ কুলভূষণকে কনসুলার অ্যাকসেস দেওয়া হবে বলে আগেই জানিয়েছিল পাকিস্তান বিদেশমন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়জ়ল । ভিয়েনা চুক্তি, ICJ (আন্তর্জাতিক ন্যায় আদালত)-এর রায় ও পাকিস্তানের আইন মেনে এই কনসুলার অ্যাকসেস দেওয়ার কথা জানিয়েছিল পাকিস্তান । ভারতের বিদেশমন্ত্রক সূত্রে অবশ্য জানানো হয়েছিল, সম্পূর্ণ বাধাহীন ও নিষেধাজ্ঞাহীন ভাবে কুলভূষণের কাছে পৌঁছাতে দিলে তবেই পাকিস্তানের প্রস্তাব মানা হবে ।

এর আগে 1 অগাস্ট পাকিস্তান কুলভূষণকে কনসুলার অ্যাকসেস দেওয়ার প্রস্তাব দিয়েছিল । তবে পাকিস্তান শর্ত আরোপ করেছিল যে ভারতীয় আধিকারিকদের সঙ্গে কুলভূষণের সাক্ষাৎ হবে একজন পাকিস্তানি আধিকারিকের উপস্থিতিতে । কিন্তু তা মেনে নেয়নি ভারত ।

Guwahati (Assam), Sep 02 (ANI): Final list of NRC was published on August 31. Speaking on the Law and Order situation in Assam, DGP Kuladhar Saikia said that situation in Assam is peaceful and accepted that it's a particular process. "Situation is peaceful. People of Assam have contributed to peaceful situation all over and they have accepted that it's a particular process they are going through. So, they are wholeheartedly contributing to the peaceful release of final list"
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.