ETV Bharat / bharat

সীমান্ত সন্ত্রাস নিয়ে ফের পাকিস্তানকে নিশানা বিদেশমন্ত্রকের - SAARC

বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বললেন, '‘একটি দেশ ছাড়া বাকি সার্ক অন্তর্ভুক্ত প্রতিটি প্রতিবেশী দেশের সঙ্গেই ভালো সম্পর্ক রয়েছে ভারতের ৷''

raveesh kumar
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার
author img

By

Published : Jan 30, 2020, 9:53 PM IST

দিল্লি, 30 জানুয়ারি : নাম না করে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাস নিয়ে ফের সরব বিদেশমন্ত্রক ৷ আজ বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বললেন, '‘একটি দেশ ছাড়া বাকি সার্ক অন্তর্ভুক্ত প্রতিটি প্রতিবেশী দেশের সঙ্গেই ভালো সম্পর্ক রয়েছে ভারতের ৷"

ভারত-পাক সম্পর্ক নিত্য পরিবর্তনশীল৷ দুই দেশের সম্পর্কের টানাপোড়েন নিয়ে বিশ্বমঞ্চ কয়েকবার মধ্যস্থতা করার চেষ্টা করলেও লাভ হয়নি কিছুই৷ এই বছরের দ্বিতীয় ভাগেই সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বার্ষিক বৈঠক হতে চলেছে৷ এই প্রথমবার ভারত এই বৈঠকের আয়োজন করবে ৷ এই গোষ্ঠীর্ভুক্ত প্রতিটি দেশকে বৈঠকে আমন্ত্রণ করার দায়িত্বও ভারতের ৷ জম্মু-কাশ্মীরে 307 ধারা বিলোপ নিয়ে যখন পরিস্থিতি তপ্ত, সেই সময় ভারতের পাকিস্তানকে আমন্ত্রণ জানানো দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন মোড় আনবে বলে আশা করা হয়েছিল৷

জম্মু-কাশ্মীরে 307 ধারা বিলোপ করাকে কেন্দ্র করে পাকিস্তান ভারতের এই সিদ্ধান্তের কড়া নিন্দা করে এবং ভারতের বিরুদ্ধে ক্ষমতার অপপ্রয়োগের অভিযোগ আনে৷ SCO বৈঠকে ভারতের প্রস্তুতি নিয়ে প্রশ্ন করা হলে বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বলেন, ‘ 8টি সদস্য দেশ, 4টি পর্যবেক্ষক দেশ ও অন্যান্য আন্তর্জাতিক কে এই বৈঠকে আমন্ত্রণ করা হবে’৷ তাকে সরাসরি পাকিস্তান তথা ইমরান খান আমন্ত্রণপত্র পাবে কিনা, জানতে চাইলে তিনি বলেন, ‘সদস্য দেশের মধ্যে পাকিস্তানও অন্তর্ভুক্ত৷ তাদেরও আমন্ত্রণ জানানো হবে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য’৷

আজ বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বলেন, ‘ভারতের সার্ক অন্তর্ভুক্ত প্রতিটি দেশের সঙ্গেই ভালো সম্পর্ক বজায় আছে, একটি দেশ বাদে৷ সীমান্ত সন্ত্রাসবাদের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করতে হলে ভালো সম্পর্ক বজায় রাখা কঠিন’৷ তিনি সরাসরি কোনও দেশের নাম উল্লেখ না করলেও তার বক্তব্যে স্পষ্ট কোন দেশ সম্পর্কে তিনি কথাটি বলেছেন ৷ আজও সীমান্তে ফের অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘণ করে পাকিস্তান গুলি চালায় বলে অভিযোগ ৷

দিল্লি, 30 জানুয়ারি : নাম না করে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাস নিয়ে ফের সরব বিদেশমন্ত্রক ৷ আজ বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বললেন, '‘একটি দেশ ছাড়া বাকি সার্ক অন্তর্ভুক্ত প্রতিটি প্রতিবেশী দেশের সঙ্গেই ভালো সম্পর্ক রয়েছে ভারতের ৷"

ভারত-পাক সম্পর্ক নিত্য পরিবর্তনশীল৷ দুই দেশের সম্পর্কের টানাপোড়েন নিয়ে বিশ্বমঞ্চ কয়েকবার মধ্যস্থতা করার চেষ্টা করলেও লাভ হয়নি কিছুই৷ এই বছরের দ্বিতীয় ভাগেই সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বার্ষিক বৈঠক হতে চলেছে৷ এই প্রথমবার ভারত এই বৈঠকের আয়োজন করবে ৷ এই গোষ্ঠীর্ভুক্ত প্রতিটি দেশকে বৈঠকে আমন্ত্রণ করার দায়িত্বও ভারতের ৷ জম্মু-কাশ্মীরে 307 ধারা বিলোপ নিয়ে যখন পরিস্থিতি তপ্ত, সেই সময় ভারতের পাকিস্তানকে আমন্ত্রণ জানানো দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন মোড় আনবে বলে আশা করা হয়েছিল৷

জম্মু-কাশ্মীরে 307 ধারা বিলোপ করাকে কেন্দ্র করে পাকিস্তান ভারতের এই সিদ্ধান্তের কড়া নিন্দা করে এবং ভারতের বিরুদ্ধে ক্ষমতার অপপ্রয়োগের অভিযোগ আনে৷ SCO বৈঠকে ভারতের প্রস্তুতি নিয়ে প্রশ্ন করা হলে বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বলেন, ‘ 8টি সদস্য দেশ, 4টি পর্যবেক্ষক দেশ ও অন্যান্য আন্তর্জাতিক কে এই বৈঠকে আমন্ত্রণ করা হবে’৷ তাকে সরাসরি পাকিস্তান তথা ইমরান খান আমন্ত্রণপত্র পাবে কিনা, জানতে চাইলে তিনি বলেন, ‘সদস্য দেশের মধ্যে পাকিস্তানও অন্তর্ভুক্ত৷ তাদেরও আমন্ত্রণ জানানো হবে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য’৷

আজ বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বলেন, ‘ভারতের সার্ক অন্তর্ভুক্ত প্রতিটি দেশের সঙ্গেই ভালো সম্পর্ক বজায় আছে, একটি দেশ বাদে৷ সীমান্ত সন্ত্রাসবাদের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করতে হলে ভালো সম্পর্ক বজায় রাখা কঠিন’৷ তিনি সরাসরি কোনও দেশের নাম উল্লেখ না করলেও তার বক্তব্যে স্পষ্ট কোন দেশ সম্পর্কে তিনি কথাটি বলেছেন ৷ আজও সীমান্তে ফের অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘণ করে পাকিস্তান গুলি চালায় বলে অভিযোগ ৷

Thiruvananthapuram (Kerala), Jan 30 (ANI): Kerala Government is sharply monitoring first case of coronavirus in India, which was confirmed in the state of Kerala on January 30 as Minister KK Shailaja informed that CM Vijayan has given advice to take all necessary steps and to trace patient's movement and people who were in contact with infected earlier. "One positive case has been detected; the patient was from Wuhan University in China. We are currently trying to trace the contact of that person from which vehicle she used to travel at that time and family members too. CM has given us advice to take all the necessary measures," said KK Shailaja. Earlier today one positive case of coronavirus was found in Kerala.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.