দিল্লি, 30 জানুয়ারি : নাম না করে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাস নিয়ে ফের সরব বিদেশমন্ত্রক ৷ আজ বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বললেন, '‘একটি দেশ ছাড়া বাকি সার্ক অন্তর্ভুক্ত প্রতিটি প্রতিবেশী দেশের সঙ্গেই ভালো সম্পর্ক রয়েছে ভারতের ৷"
ভারত-পাক সম্পর্ক নিত্য পরিবর্তনশীল৷ দুই দেশের সম্পর্কের টানাপোড়েন নিয়ে বিশ্বমঞ্চ কয়েকবার মধ্যস্থতা করার চেষ্টা করলেও লাভ হয়নি কিছুই৷ এই বছরের দ্বিতীয় ভাগেই সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বার্ষিক বৈঠক হতে চলেছে৷ এই প্রথমবার ভারত এই বৈঠকের আয়োজন করবে ৷ এই গোষ্ঠীর্ভুক্ত প্রতিটি দেশকে বৈঠকে আমন্ত্রণ করার দায়িত্বও ভারতের ৷ জম্মু-কাশ্মীরে 307 ধারা বিলোপ নিয়ে যখন পরিস্থিতি তপ্ত, সেই সময় ভারতের পাকিস্তানকে আমন্ত্রণ জানানো দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন মোড় আনবে বলে আশা করা হয়েছিল৷
জম্মু-কাশ্মীরে 307 ধারা বিলোপ করাকে কেন্দ্র করে পাকিস্তান ভারতের এই সিদ্ধান্তের কড়া নিন্দা করে এবং ভারতের বিরুদ্ধে ক্ষমতার অপপ্রয়োগের অভিযোগ আনে৷ SCO বৈঠকে ভারতের প্রস্তুতি নিয়ে প্রশ্ন করা হলে বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বলেন, ‘ 8টি সদস্য দেশ, 4টি পর্যবেক্ষক দেশ ও অন্যান্য আন্তর্জাতিক কে এই বৈঠকে আমন্ত্রণ করা হবে’৷ তাকে সরাসরি পাকিস্তান তথা ইমরান খান আমন্ত্রণপত্র পাবে কিনা, জানতে চাইলে তিনি বলেন, ‘সদস্য দেশের মধ্যে পাকিস্তানও অন্তর্ভুক্ত৷ তাদেরও আমন্ত্রণ জানানো হবে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য’৷
আজ বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বলেন, ‘ভারতের সার্ক অন্তর্ভুক্ত প্রতিটি দেশের সঙ্গেই ভালো সম্পর্ক বজায় আছে, একটি দেশ বাদে৷ সীমান্ত সন্ত্রাসবাদের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করতে হলে ভালো সম্পর্ক বজায় রাখা কঠিন’৷ তিনি সরাসরি কোনও দেশের নাম উল্লেখ না করলেও তার বক্তব্যে স্পষ্ট কোন দেশ সম্পর্কে তিনি কথাটি বলেছেন ৷ আজও সীমান্তে ফের অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘণ করে পাকিস্তান গুলি চালায় বলে অভিযোগ ৷