দিল্লি, 11 অগাস্ট : AIIMS-এর হস্টেলের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক মেডিকেল পড়ুয়া ৷ গতকাল বিকেলে দিল্লির AIIMS ক্যাম্পাসের 19 নম্বর হস্টেলের ছাদ থেকে ঝাঁপ দেন ওই যুবক ৷
মৃত যুবকের নাম বিকাশ জি (22) ৷ বেঙ্গালুরুর বাসিন্দা বিকাশ 2018 ব্যাচের MBBS স্টুডেন্ট ৷ তাঁর মানসিক সমস্যা ছিল ৷ চিকিৎসাও চলছিল ৷ এর আগেও হাসপাতালের মানসিক বিভাগে তাঁকে ভরতি করা হয়েছিল ৷ বিকাশের চিকিৎসক রাজীব জানিয়েছেন, ছুটিতে বাড়ি গেছিলেন তিনি ৷ কিন্তু ছুটি শেষ হওয়ার আগেই তাঁকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় ৷
গতকাল সন্ধ্যে 6 টা নাগাদ ঘটনাটি ঘটে ৷ বিকাশ ওয়ার্ড থেকে বেরিয়ে সবার চোখ এড়িয়ে হস্টেলের ছাদে চলে যান ৷ সেখান থেকে ঝাঁপ দেন ৷ গুরুতর জখম অবস্থায় তাঁকে ট্রমা কেয়ার সেন্টারে ভরতি করা হয় ৷ চিকিৎসা চলাকালীন সেখানেই তাঁর মৃত্যু হয় ৷ কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি ৷ কী কারণে আত্মঘাতী হলেন ওই পড়ুয়া তা খতিয়ে দেখা হচ্ছে ৷ মৃত যুবকের বাবা-মাকে খবর দেওয়া হয়েছে ৷ ময়নাতদন্তের পর দেহ তাঁদের হাতে তুলে দেওয়া হবে ৷
উল্লেখ্য এই নিয়ে চলতি বছরে দ্বিতীয়বার দিল্লির AIIMS ক্যাম্পাসে আত্মহত্যার ঘটনা ঘটল ৷ এর আগে জুলাইয়ের 10 তারিখ এক জুনিয়র চিকিৎসক হস্টেলের 10 তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন ৷