ETV Bharat / bharat

2 মাস পরেও কোরোনা পরীক্ষার রিপোর্ট জমা করেনি তাবলিঘি জামাত প্রধান - দিল্লি ক্রাইম ব্রাঞ্চ

FIR দায়েরের দুই মাস কেটে গেলেও এখনও কোরোনা পরীক্ষার রিপোর্ট জমা দেয়নি তাবলিঘি জামাত প্রধান মৌলানা সাদ। ফলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারছে না দিল্লি ক্রাইম ব্রাঞ্চ।

Tablighi jamat leader Moulana saad
Tablighi jamat leader Moulana saad
author img

By

Published : Jun 8, 2020, 4:57 PM IST

দিল্লি, 8 মে : তাবলিঘি জামাত প্রধান মৌলানা সাদ এখনও জমা দেননি সরকারি ল্যাবরেটরি থেকে করানো কোরোনা পরীক্ষার রিপোর্ট। ফলে আটকে রয়েছে তদন্তও ।

দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের তরফ থেকে জানানো হয়, FIR দায়েরের পর দুই মাস কেটে গেলেও জিজ্ঞাসাবাদের জন্য মৌলানা সাদকে ডাকা যাচ্ছে না। কোরোনা পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পরই জিজ্ঞাসাবাদ করা সম্ভব, অথচ মৌলানা সাদ এখনও তাঁর কোরোনা পরীক্ষার রিপোর্ট জমা করেননি।

এপ্রিল মাসে মৌলানার আইনজীবী জানান, জামাত প্রধানের কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে এবং সেই রিপোর্ট ক্রাইম ব্রাঞ্চে পাঠানো হয়েছে। তবে ক্রাইম ব্রাঞ্চের তরফ থেকে কোনও সরকারি COVID হাসপাতালে পরীক্ষা করিয়ে সেই রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়।

কোরোনা ভাইরাস সংক্রমণের মাঝে বিশ্ব সমাবেশ করার অভিযোগে তাবলিঘি জামাত প্রধান মৌলানা সাদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের করা হয়। এনফোর্সমেন্ট ডিরেক্টরের তরফ থেকেও অভিযোগ দায়ের করা হয় তার বিরুদ্ধে।

31 মার্চ দিল্লি পুলিশ নিজামুদ্দিন পুলিশ স্টেশনের স্টেশন হাউস অফিসারের অভিযোগের ভিত্তিতে জামাত প্রধান সহ সাতজনের বিরুদ্ধে FIR দায়ের করে। নিয়ম বিধি ভেঙে জমায়েত আয়োজন করার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। পরে ভারতীয় দণ্ডবিধির 304 ধারা ( অপরাধমূলক স্বশ্রেনিঘাতক, খুনের জন্য অভিযুক্ত নয় ) যোগ করা হয় ।

দিল্লি, 8 মে : তাবলিঘি জামাত প্রধান মৌলানা সাদ এখনও জমা দেননি সরকারি ল্যাবরেটরি থেকে করানো কোরোনা পরীক্ষার রিপোর্ট। ফলে আটকে রয়েছে তদন্তও ।

দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের তরফ থেকে জানানো হয়, FIR দায়েরের পর দুই মাস কেটে গেলেও জিজ্ঞাসাবাদের জন্য মৌলানা সাদকে ডাকা যাচ্ছে না। কোরোনা পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পরই জিজ্ঞাসাবাদ করা সম্ভব, অথচ মৌলানা সাদ এখনও তাঁর কোরোনা পরীক্ষার রিপোর্ট জমা করেননি।

এপ্রিল মাসে মৌলানার আইনজীবী জানান, জামাত প্রধানের কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে এবং সেই রিপোর্ট ক্রাইম ব্রাঞ্চে পাঠানো হয়েছে। তবে ক্রাইম ব্রাঞ্চের তরফ থেকে কোনও সরকারি COVID হাসপাতালে পরীক্ষা করিয়ে সেই রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়।

কোরোনা ভাইরাস সংক্রমণের মাঝে বিশ্ব সমাবেশ করার অভিযোগে তাবলিঘি জামাত প্রধান মৌলানা সাদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের করা হয়। এনফোর্সমেন্ট ডিরেক্টরের তরফ থেকেও অভিযোগ দায়ের করা হয় তার বিরুদ্ধে।

31 মার্চ দিল্লি পুলিশ নিজামুদ্দিন পুলিশ স্টেশনের স্টেশন হাউস অফিসারের অভিযোগের ভিত্তিতে জামাত প্রধান সহ সাতজনের বিরুদ্ধে FIR দায়ের করে। নিয়ম বিধি ভেঙে জমায়েত আয়োজন করার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। পরে ভারতীয় দণ্ডবিধির 304 ধারা ( অপরাধমূলক স্বশ্রেনিঘাতক, খুনের জন্য অভিযুক্ত নয় ) যোগ করা হয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.