ETV Bharat / bharat

সম্পর্ক হবে আরও দৃঢ়, একাধিক বাণিজ্য চুক্তি মোদির সৌদি সফরে - Indo-Saudi Strategic Partnership Council

সৌদি আরব পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শক্তি, তেল, গ্যাস, কৃষি, প্রতিরক্ষা,বাণিজ্য একাধিক বিষয়ে হতে পারে চুক্তি ।সৌদির ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সলমনের সঙ্গে বৈঠক সারবেন মোদি ৷ রুপে কার্ডও চালু করবেন ৷ ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (FII) ফোরামে রিয়াধে বক্তব্য পেশ করবেন প্রধানমন্ত্রী ৷

ছবি
author img

By

Published : Oct 29, 2019, 9:09 AM IST

রিয়াধ, 29 অক্টোবর : দু'দিনের সফরে সৌদি আরব পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ হতে পারে অর্থনীতি ও শক্তি নিয়ে নিয়ে আলোচনা । দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি ঘটানোই এই সফরের লক্ষ্য ৷ সৌদির রাজা সলমন বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে সে দেশে আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলনে যাচ্ছেন প্রধানমন্ত্রী ৷ সৌদির ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সলমনের সঙ্গে বৈঠক সারবেন মোদি ৷ রুপে কার্ডও চালু করবেন৷ ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (FII) ফোরামে রিয়াধে বক্তব্য পেশ করবেন প্রধানমন্ত্রী ৷ এর সঙ্গেই দেশের পশ্চিম উপকূলের মেগা রিফাইনারি প্রজেক্টের উপরও চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে এই সফরে । প্রায় 3 লাখ কোটি টাকার প্রকল্প নিয়ে হতে পারে আলোচনা । যেখানে ভারতীয় সংস্থাগুলির 50 শতাংশ শেয়ার থাকবে ।

কী কী উঠে আসতে পারে বৈঠকে :

  • আজ রিয়াধের কিং খালিদ আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান নরেন্দ্র মোদি । সফরকালে রাজা সৌদের প্রাসাদে থাকবেন তিনি । রিয়াধে পৌঁছে টুইটও করেন মোদি । টুইট বার্তায় তিনি লেখেন, সৌদি আরবের রাজধানীতে নামলাম । দুই দেশের সৌভ্রাতৃত্বকে দৃঢ় করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ সফর শুরু হল ।
  • অগাস্টেই রিলায়েন্স ও সৌদি আরামকোর মধ্যে চুক্তির কথা ঘোষণা হয়েছিল । সেই অনুযায়ী পেট্রোকেমিকেলের 20 শতাংশ শেয়ার সৌদি আরবের সংস্থা আরামকো-কে বিক্রি করেছে রিলায়েন্স । শর্ত অনুযায়ী, প্রতিদিন 500,000 ব্যারেল অপরিশোধিত তেল পাঠাবে আরামকো ।
  • SPR স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ প্রোগ্রামও অন্যতম উদ্দেশ্য এই সফরের । এই প্রোগ্রামে সৌদি আরবের সাহায্যে বিশাখাপটনম, ম্যাঙ্গালুরু ও পাদুরে 5 মিলিয়ন মেট্রিক টন অপরিশোধিত তেল সংরক্ষণাগার গড়বে ভারত সরকার ।
  • দু'দিনের সফরে তেল, গ্যাস, পুনর্নবীকরণযোগ্য শক্তি ও অসামরিক বিমান পরিষেবা সহ একাধিক বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে । দু’দেশের মধ্যে ‘স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কাউন্সিল’-সংক্রান্ত একটি চুক্তিও হওয়ার কথা এই সফরে ৷ দুই দেশের মধ্যে ই-মাইগ্রেশন সিস্টেমে সমন্বয় আনার জন্যও আলোচনা হতে পারে ।
  • পাশাপাশি সৌদি আরবের বিদেশমন্ত্রী প্রিন্স ফয়জ়ল বিন ফারহান আল সৌদ, শক্তি দপ্তরের মন্ত্রী প্রিন্স আবদুলাজিজ বিন সলমন আল সৌদ, শ্রম ও সামাজিক উন্নয়ন দপ্তরের মন্ত্রী আহমদ বিন সুলাইমান আলরাজি এবং পরিবেশ ও কৃষিমন্ত্রী আবদুল রহমান বিন আবদুলমোহসেন আল ফাদলের সঙ্গে দেখা করবেন মোদি ।
  • রয়্যাল কোর্টে সলমন বিন আবদুলাজিজ আল সৌদের সঙ্গে মধ্যাহ্নভোজ করবেন মোদি । চলতি ডিসেম্বরে প্রথমবার ভারত ও সৌদি আরবের নৌ বাহিনীর যৌথ মহড়াও হওয়ার কথা ৷ ফলে এই সফরে দু দেশের মধ্যে প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়গুলি নিয়েও আলোচনা হবে বলেই মনে করা হচ্ছে ৷
    • Landed in the Kingdom of Saudi Arabia, marking the start of an important visit aimed at strengthening ties with a valued friend. Will be taking part in a wide range of programmes during this visit. pic.twitter.com/3MskcllePr

      — Narendra Modi (@narendramodi) October 28, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • দিনের শেষে ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সলমনের সঙ্গে নৈশভোজ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বিদেশমন্ত্রকের তরফে সচিব টিএস তিরুমতি বলেন, ''দু' দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হবে প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্সের ৷''

সৌদি আরব ভিশন ২০৩০ কর্মসূচিতে বিশ্বের আটটি দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে । তার মধ্যে অন্যতম ভারত । বহুবছর ধরে সৌদি আরবের সঙ্গে সুসম্পর্কই রয়েছে । কারণ ভারত যে অপরিশোধিত তেল আমদানি করে তার অনেকটাই আসে সৌদি আরব থেকে । এছাড়াও সৌদি আরবে কর্মরত ভারতীয়ের সংখ্যাও কয়েক লাখ । কাশ্মীরের প্রধান কৃষিপণ্য আপেলের বৃহত্তম বাজারও সৌদি । এদিকে এই সফর পাকিস্তানের ওপর আরও চাপ তৈরি করবে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ । কারণ শক্তি, তেল, কৃষি, খনিজ, পরিকাঠামো ক্ষেত্রে বিপুল বিনিয়োগ করতে চলেছে সৌদি আরব ৷ তাই সবমিলিয়ে এই বৈঠক অত্যন্ত গুরপত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা ।

রিয়াধ, 29 অক্টোবর : দু'দিনের সফরে সৌদি আরব পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ হতে পারে অর্থনীতি ও শক্তি নিয়ে নিয়ে আলোচনা । দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি ঘটানোই এই সফরের লক্ষ্য ৷ সৌদির রাজা সলমন বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে সে দেশে আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলনে যাচ্ছেন প্রধানমন্ত্রী ৷ সৌদির ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সলমনের সঙ্গে বৈঠক সারবেন মোদি ৷ রুপে কার্ডও চালু করবেন৷ ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (FII) ফোরামে রিয়াধে বক্তব্য পেশ করবেন প্রধানমন্ত্রী ৷ এর সঙ্গেই দেশের পশ্চিম উপকূলের মেগা রিফাইনারি প্রজেক্টের উপরও চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে এই সফরে । প্রায় 3 লাখ কোটি টাকার প্রকল্প নিয়ে হতে পারে আলোচনা । যেখানে ভারতীয় সংস্থাগুলির 50 শতাংশ শেয়ার থাকবে ।

কী কী উঠে আসতে পারে বৈঠকে :

  • আজ রিয়াধের কিং খালিদ আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান নরেন্দ্র মোদি । সফরকালে রাজা সৌদের প্রাসাদে থাকবেন তিনি । রিয়াধে পৌঁছে টুইটও করেন মোদি । টুইট বার্তায় তিনি লেখেন, সৌদি আরবের রাজধানীতে নামলাম । দুই দেশের সৌভ্রাতৃত্বকে দৃঢ় করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ সফর শুরু হল ।
  • অগাস্টেই রিলায়েন্স ও সৌদি আরামকোর মধ্যে চুক্তির কথা ঘোষণা হয়েছিল । সেই অনুযায়ী পেট্রোকেমিকেলের 20 শতাংশ শেয়ার সৌদি আরবের সংস্থা আরামকো-কে বিক্রি করেছে রিলায়েন্স । শর্ত অনুযায়ী, প্রতিদিন 500,000 ব্যারেল অপরিশোধিত তেল পাঠাবে আরামকো ।
  • SPR স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ প্রোগ্রামও অন্যতম উদ্দেশ্য এই সফরের । এই প্রোগ্রামে সৌদি আরবের সাহায্যে বিশাখাপটনম, ম্যাঙ্গালুরু ও পাদুরে 5 মিলিয়ন মেট্রিক টন অপরিশোধিত তেল সংরক্ষণাগার গড়বে ভারত সরকার ।
  • দু'দিনের সফরে তেল, গ্যাস, পুনর্নবীকরণযোগ্য শক্তি ও অসামরিক বিমান পরিষেবা সহ একাধিক বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে । দু’দেশের মধ্যে ‘স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কাউন্সিল’-সংক্রান্ত একটি চুক্তিও হওয়ার কথা এই সফরে ৷ দুই দেশের মধ্যে ই-মাইগ্রেশন সিস্টেমে সমন্বয় আনার জন্যও আলোচনা হতে পারে ।
  • পাশাপাশি সৌদি আরবের বিদেশমন্ত্রী প্রিন্স ফয়জ়ল বিন ফারহান আল সৌদ, শক্তি দপ্তরের মন্ত্রী প্রিন্স আবদুলাজিজ বিন সলমন আল সৌদ, শ্রম ও সামাজিক উন্নয়ন দপ্তরের মন্ত্রী আহমদ বিন সুলাইমান আলরাজি এবং পরিবেশ ও কৃষিমন্ত্রী আবদুল রহমান বিন আবদুলমোহসেন আল ফাদলের সঙ্গে দেখা করবেন মোদি ।
  • রয়্যাল কোর্টে সলমন বিন আবদুলাজিজ আল সৌদের সঙ্গে মধ্যাহ্নভোজ করবেন মোদি । চলতি ডিসেম্বরে প্রথমবার ভারত ও সৌদি আরবের নৌ বাহিনীর যৌথ মহড়াও হওয়ার কথা ৷ ফলে এই সফরে দু দেশের মধ্যে প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়গুলি নিয়েও আলোচনা হবে বলেই মনে করা হচ্ছে ৷
    • Landed in the Kingdom of Saudi Arabia, marking the start of an important visit aimed at strengthening ties with a valued friend. Will be taking part in a wide range of programmes during this visit. pic.twitter.com/3MskcllePr

      — Narendra Modi (@narendramodi) October 28, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • দিনের শেষে ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সলমনের সঙ্গে নৈশভোজ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বিদেশমন্ত্রকের তরফে সচিব টিএস তিরুমতি বলেন, ''দু' দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হবে প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্সের ৷''

সৌদি আরব ভিশন ২০৩০ কর্মসূচিতে বিশ্বের আটটি দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে । তার মধ্যে অন্যতম ভারত । বহুবছর ধরে সৌদি আরবের সঙ্গে সুসম্পর্কই রয়েছে । কারণ ভারত যে অপরিশোধিত তেল আমদানি করে তার অনেকটাই আসে সৌদি আরব থেকে । এছাড়াও সৌদি আরবে কর্মরত ভারতীয়ের সংখ্যাও কয়েক লাখ । কাশ্মীরের প্রধান কৃষিপণ্য আপেলের বৃহত্তম বাজারও সৌদি । এদিকে এই সফর পাকিস্তানের ওপর আরও চাপ তৈরি করবে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ । কারণ শক্তি, তেল, কৃষি, খনিজ, পরিকাঠামো ক্ষেত্রে বিপুল বিনিয়োগ করতে চলেছে সৌদি আরব ৷ তাই সবমিলিয়ে এই বৈঠক অত্যন্ত গুরপত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা ।

Riyadh (Saudi Arabia), Oct 29 (ANI): Prime Minister Narendra Modi arrived at King Khalid International Airport in Riyadh. He will hold bilateral meeting with Saudi Arabia King Salman Bin Abdulaziz Al Saud. He will also attend the third session of the Future Investment Initiative (FII) Forum.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.