দিল্লি, 8 ডিসেম্বর : দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ৷ উত্তর দিল্লির রানি ঝাঁসি রোডের আনাজ মান্ডির একটি কারখানায় আজ ভোরে আগুন লাগে ৷ ঘটনায় এখনও পর্যন্ত 43 জনের মৃত্যু হয়েছে ৷ মৃতের সংখ্য়া আরও বাড়তে পারে ৷ আগুন নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থানে পৌঁছেছে দমকলের 30 টি ইঞ্জিন ৷ পুলিশ জানিয়েছে, 59 জনকে উদ্ধার করা হয়েছে ৷
ডেপুটি ফায়ার চিফ অফিসার সুনীল চৌধুরি বলেন, "600 স্কয়্যার ফিটের একটি প্লটে আগুন লাগে ৷ ভিতরটা অনেক অন্ধকার ৷ কারখানায় স্কুল ব্যাগ, বোতল ও অন্যান্য সামগ্রী মজুত ছিল ৷"
তিনি আরও বলেন, "আমরা 50 জনকে উদ্ধার করে LNJP হাসপাতালে পাঠিয়েছি ৷ তাঁদের মধ্যে কয়েকজন আহত ৷ কয়েকজন জ্ঞান হারিয়েছেন ৷ কারখানার মালিক জানিয়েছেন, কারখানার ভিতরে 20-25 জন শ্রমিক ঘুমোচ্ছিলেন ৷ "
তবে কী ভাবে আগুন লাগল তা স্পষ্ট করে কিছু জানাতে পারেনি পুলিশ-দমকল ৷ প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, শীতের সকালে আগুন জ্বালিয়ে ঘর গরম করার চেষ্টা করছিলেন ৷ সেখানে থেকেই এই অগ্নিকাণ্ড বলে মনে করা হচ্ছে ৷ আবার, শর্টসার্কিট থেকেও আগুন লাগতে পারে বলে অনেকে মনে করছেন ৷