ইম্ফল , 30 এপ্রিল : "অর্ডার অফ রাইজ়িং সান" সম্মানে সম্মানিত করা হল মণিপুরের চিকিৎসক থাঙ্গজাম ধবলি সিং-কে ৷ গতকাল জাপান সরকারের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে ৷
জাপান সম্রাট মেইজ়ির আমলে 1875 সাল থেকে এই সম্মান দেওয়া হচ্ছে ৷ মূলত আন্তর্জাতিক সম্পর্ক , জাপানি ঐতিহ্য ও সংস্কৃতির প্রচার, পরিবেশ রক্ষার ক্ষেত্রে সাফল্য অর্জনকারী ব্যক্তিদের এই সম্মানে সম্মানিত করা হয় ৷ এবছর সম্মানিত করা হল চিকিৎসক এবং মণিপুর টুরিজ়ম ফোরামের (MTF) প্রতিষ্ঠাতা থাঙ্গজাম ধবলি সিং-কে ৷
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে , "সাসাকাওয়া পিস ফাউন্ডেশন এবং জাপানের নিপ্পন ফাউন্ডেশনের সহায়তায়, ইম্ফল পিস ফাউন্ডেশনটি গত বছরের 22 জুন তৈরি হয়েছিল । ফোরামের সভাপতি থাকাকালীন ধবলি সিংয়ের আমলে MTF এই ফাউন্ডেশনটির গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল । "
ভারতে জাপান দূতাবাসের পক্ষ থেকে দু'দেশের মধ্যে সম্পর্ক দৃঢ় করার ক্ষেত্রে ধবলি সিংয়ের অবদানকে কুর্ণিশ জানানো হয়েছে ৷