ETV Bharat / bharat

সুপার মার্কেটে বাধা মণিপুরের দুই যুবককে, আধার কার্ডেও হল না কাজ - কোভিড -19 লেটেস্ট খবর

সুপার মার্কেটের স্টোর ম্যানেজার এবং সেই সময়ে কর্তব্যরত দুই নিরাপত্তারক্ষীকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 9, 2020, 8:37 PM IST

হায়দরাবাদ, 9 এপ্রিল : অঙ্গম ও কাই বারবার নিজেদের ভারতীয় বলে দাবি করতে থাকে । কথাও বলছে হিন্দিতে । তবুও নিরাপত্তারক্ষীর বিশ্বাস আদায় করতে পারল না মণিপুরের দুই যুবক । পরিস্থিতি খারাপ, তাই এখন না কি তাদের কিছুতেই ভিতরে ঢুকতে দেওয়া যাবে না । স্পষ্ট জানিয়ে দিলেন সুপার মার্কেটের বাইরে দাঁড়িয়ে থাকা নিরাপত্তারক্ষী । তাঁরা যে এ-দেশেরই বাসিন্দা তা প্রমাণ করতে হলে ওই দুই মণিপুরের যুবককে তেলুগু ভাষাতেই না কি কথা বলতে হবে । এমনই দাবি নিরাপত্তারক্ষীর ।

শেষ পর্যন্ত এক যুবক নিজের আধার কার্ড বের করেও দেখান নিরাপত্তারক্ষীকে । কিন্তু তাতেই বা কী ! সুপার মার্কেটের ম্যানেজ়ার না আসা পর্যন্ত কিছুতেই তাদের ভিতরে ঢুকতে দেওয়া যাবে না ।

ফের কোরোনা আতঙ্কে হেনস্থার হতে হল উত্তর-পূর্বের দুই যুবককে । ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের এক সুপার মার্কেট এলাকায় । ওই দুই যুবক ভিন দেশ থেকে এসেছে সন্দেহে তাদের সুপার মার্কেটের ভিতরে ঢুকতে দিল না বাইরে দাঁড়িয়ে থাকা নিরাপত্তারক্ষী । অঙ্গম ওয়েপন (24) ও কাই হাওকিপ (22) নামের ওই দুই যুবক মনিপুরের বাসিন্দা ।

  • Two of my friends were denied entry today to buy groceries at Starmarket Vanastalipuram,Hyderabad. Reason? They look like a foreginer and not an Indian.

    Even after producing their Aadhar Card, they were denied entry and were sent back home empty handed. (1/3) #SayNoToRacism pic.twitter.com/QsLC5F1Wd7

    — 𝙹𝚘𝚗𝚊𝚑 (जोनाह) (@jtrichao) April 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে নিরাপত্তরক্ষীর সঙ্গে পুরো কথোপকথনের ভিডিয়ো ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায় । বিষয়টি নজরে আসে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুরও । তিনি ভিডিয়োর নিচে টুইট করে ঘটনাটি কোথায় ঘটছে, তা জানতে চান । এরপরই তড়িঘড়ি ব্যবস্থা নেয় পুলিশ । ওই সুপার মার্কেটের স্টোর ম্যানেজার এবং সেই সময়ে কর্তব্যরত দুই নিরাপত্তারক্ষীকে নিজেদের হেপাজতে নেয় পুলিশ ।

বনস্থলিপুরম থানার আধিকারিক এ ভেঙ্কটাইয়া জানিয়েছেন, " স্টোর ম্যানেজার এবং দুই নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে 341 ধারা ও 154 (A) ধারায় FIR দায়ের হয়েছে । তাদের পুলিশি হেফাজতে রাখা হয়েছে ।"

হায়দরাবাদ, 9 এপ্রিল : অঙ্গম ও কাই বারবার নিজেদের ভারতীয় বলে দাবি করতে থাকে । কথাও বলছে হিন্দিতে । তবুও নিরাপত্তারক্ষীর বিশ্বাস আদায় করতে পারল না মণিপুরের দুই যুবক । পরিস্থিতি খারাপ, তাই এখন না কি তাদের কিছুতেই ভিতরে ঢুকতে দেওয়া যাবে না । স্পষ্ট জানিয়ে দিলেন সুপার মার্কেটের বাইরে দাঁড়িয়ে থাকা নিরাপত্তারক্ষী । তাঁরা যে এ-দেশেরই বাসিন্দা তা প্রমাণ করতে হলে ওই দুই মণিপুরের যুবককে তেলুগু ভাষাতেই না কি কথা বলতে হবে । এমনই দাবি নিরাপত্তারক্ষীর ।

শেষ পর্যন্ত এক যুবক নিজের আধার কার্ড বের করেও দেখান নিরাপত্তারক্ষীকে । কিন্তু তাতেই বা কী ! সুপার মার্কেটের ম্যানেজ়ার না আসা পর্যন্ত কিছুতেই তাদের ভিতরে ঢুকতে দেওয়া যাবে না ।

ফের কোরোনা আতঙ্কে হেনস্থার হতে হল উত্তর-পূর্বের দুই যুবককে । ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের এক সুপার মার্কেট এলাকায় । ওই দুই যুবক ভিন দেশ থেকে এসেছে সন্দেহে তাদের সুপার মার্কেটের ভিতরে ঢুকতে দিল না বাইরে দাঁড়িয়ে থাকা নিরাপত্তারক্ষী । অঙ্গম ওয়েপন (24) ও কাই হাওকিপ (22) নামের ওই দুই যুবক মনিপুরের বাসিন্দা ।

  • Two of my friends were denied entry today to buy groceries at Starmarket Vanastalipuram,Hyderabad. Reason? They look like a foreginer and not an Indian.

    Even after producing their Aadhar Card, they were denied entry and were sent back home empty handed. (1/3) #SayNoToRacism pic.twitter.com/QsLC5F1Wd7

    — 𝙹𝚘𝚗𝚊𝚑 (जोनाह) (@jtrichao) April 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে নিরাপত্তরক্ষীর সঙ্গে পুরো কথোপকথনের ভিডিয়ো ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায় । বিষয়টি নজরে আসে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুরও । তিনি ভিডিয়োর নিচে টুইট করে ঘটনাটি কোথায় ঘটছে, তা জানতে চান । এরপরই তড়িঘড়ি ব্যবস্থা নেয় পুলিশ । ওই সুপার মার্কেটের স্টোর ম্যানেজার এবং সেই সময়ে কর্তব্যরত দুই নিরাপত্তারক্ষীকে নিজেদের হেপাজতে নেয় পুলিশ ।

বনস্থলিপুরম থানার আধিকারিক এ ভেঙ্কটাইয়া জানিয়েছেন, " স্টোর ম্যানেজার এবং দুই নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে 341 ধারা ও 154 (A) ধারায় FIR দায়ের হয়েছে । তাদের পুলিশি হেফাজতে রাখা হয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.