ETV Bharat / bharat

'আমার সামনেই বাবাকে মেরে ফেলল ওরা' - নাগরিকত্ব (সংশোধনী) আইন

নাগরিকত্ব (সংশোধনী) আইনের প্রতিবাদে বৃহস্পতিবার অগ্নিগর্ভ হয়ে ওঠে মেঙ্গালুরু । বিক্ষোভ চলাকালীন গুলি লেগে মৃত্যু হয় 42 বছর বয়সী জালিলের । সেই ভয়াবহ ঘটনার স্মৃতি এখনও তাড়া করে বেড়াচ্ছে নিহতের পরিবারকে ।

man killed in CAA protest
CAA বিরোধী বিক্ষোভে নিহত
author img

By

Published : Dec 22, 2019, 11:10 PM IST

মেঙ্গালুরু, 22 ডিসেম্বর : ছেলেমেয়েকে বাড়িতে রেখে সবেমাত্র বাইরে বেরিয়েছিলেন জালিল । বেরোতেই বাঁদিকের চোখে এসে লাগল গুলি । কেড়ে নিল তাঁর প্রাণ । সেদিনের সেই ভয়াবহ দৃশ্য ভুলতে পারছে না মেঙ্গালুরুর বাসিন্দা, নিহত জালিলের মেয়ে বছর চোদ্দর শিফানি । "আমার সামনেই বাবাকে মেরে ফেলল ওরা", ডুকরে ওঠে সে ।

নাগরিকত্ব (সংশোধনী) আইনের প্রতিবাদে গত বৃহস্পতিবার অগ্নিগর্ভ হয়ে ওঠে মেঙ্গালুরু । মেঙ্গালুরুর একাধিক জায়গায় দফায় দফায় বিক্ষোভ চলাকালীন স্কুলভ্যান মাঝপথে ছেড়ে দিলে নিজের ছেলেমেয়েকে আনতে গিয়েছিলেন বছর 42-এর জালিল । বছর চোদ্দর মেয়ে শিফানি ও 10 বছরের ছেলে সাবিলকে সঙ্গে নিয়ে বাড়িতেও ফেরেন পেশায় দিনমজুর জালিল । পরক্ষণেই সেই ভয়াবহ ঘটনা । বাইরে পা রাখামাত্র বাঁ-চোখে এসে লাগে গুলি । হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় । যদিও জালিল ওই বিক্ষোভে সামিল ছিলেন না বলেই দাবি তাঁর পরিবারের ।

নাগরিকত্ব সংশোধনী আইন, 2019 -এর প্রতিবাদে উত্তাল গোটা দেশ ৷ মেঙ্গালুরুতে CAA-র প্রতিবাদে আন্দোলন চলাকালীন পুলিশের গুলিতে 2 ব্যক্তির মৃত্যুকে ঘিরে সরব হয়েছে বিভিন্ন মহল । মেঙ্গালুরু থেকে সাতজন সাংবাদিককে আটক করেছে পুলিশ ৷ এলাকায় জারি রয়েছে 144 ধারা ৷ এই পরিস্থিতিতে আজ মেঙ্গালুরুতে কারফিউ শিথিল করা হল । সন্ধ্যা ছ'টা পর্যন্ত সেখানে কারফিউ শিথিল করা হয়েছে । তবে 144 ধারা জারি থাকবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে ।

মেঙ্গালুরু, 22 ডিসেম্বর : ছেলেমেয়েকে বাড়িতে রেখে সবেমাত্র বাইরে বেরিয়েছিলেন জালিল । বেরোতেই বাঁদিকের চোখে এসে লাগল গুলি । কেড়ে নিল তাঁর প্রাণ । সেদিনের সেই ভয়াবহ দৃশ্য ভুলতে পারছে না মেঙ্গালুরুর বাসিন্দা, নিহত জালিলের মেয়ে বছর চোদ্দর শিফানি । "আমার সামনেই বাবাকে মেরে ফেলল ওরা", ডুকরে ওঠে সে ।

নাগরিকত্ব (সংশোধনী) আইনের প্রতিবাদে গত বৃহস্পতিবার অগ্নিগর্ভ হয়ে ওঠে মেঙ্গালুরু । মেঙ্গালুরুর একাধিক জায়গায় দফায় দফায় বিক্ষোভ চলাকালীন স্কুলভ্যান মাঝপথে ছেড়ে দিলে নিজের ছেলেমেয়েকে আনতে গিয়েছিলেন বছর 42-এর জালিল । বছর চোদ্দর মেয়ে শিফানি ও 10 বছরের ছেলে সাবিলকে সঙ্গে নিয়ে বাড়িতেও ফেরেন পেশায় দিনমজুর জালিল । পরক্ষণেই সেই ভয়াবহ ঘটনা । বাইরে পা রাখামাত্র বাঁ-চোখে এসে লাগে গুলি । হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় । যদিও জালিল ওই বিক্ষোভে সামিল ছিলেন না বলেই দাবি তাঁর পরিবারের ।

নাগরিকত্ব সংশোধনী আইন, 2019 -এর প্রতিবাদে উত্তাল গোটা দেশ ৷ মেঙ্গালুরুতে CAA-র প্রতিবাদে আন্দোলন চলাকালীন পুলিশের গুলিতে 2 ব্যক্তির মৃত্যুকে ঘিরে সরব হয়েছে বিভিন্ন মহল । মেঙ্গালুরু থেকে সাতজন সাংবাদিককে আটক করেছে পুলিশ ৷ এলাকায় জারি রয়েছে 144 ধারা ৷ এই পরিস্থিতিতে আজ মেঙ্গালুরুতে কারফিউ শিথিল করা হল । সন্ধ্যা ছ'টা পর্যন্ত সেখানে কারফিউ শিথিল করা হয়েছে । তবে 144 ধারা জারি থাকবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে ।

New Delhi, 20 December, (ANI): Amid protests against the Citizenship (Amendment) Act, Delhi police carried out flag march and foot patrolling in Saket area of South Delhi. During this exercise, senior police officials of South district police interacted with people and urged them to maintain peace in the area. Police personnel also distributed pamphlets to maintain peace in their area. These measures are part of the police efforts to ensure peace and law and order after violent protests against the Citizenship Amendment Act in several parts of the national capital. Requests are being made to not entertain rumours and verify from police before spreading them further. Police officials also advised the peoples to kindly verify the information before forwarding it via any media.


ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.