মেঙ্গালুরু, 22 ডিসেম্বর : ছেলেমেয়েকে বাড়িতে রেখে সবেমাত্র বাইরে বেরিয়েছিলেন জালিল । বেরোতেই বাঁদিকের চোখে এসে লাগল গুলি । কেড়ে নিল তাঁর প্রাণ । সেদিনের সেই ভয়াবহ দৃশ্য ভুলতে পারছে না মেঙ্গালুরুর বাসিন্দা, নিহত জালিলের মেয়ে বছর চোদ্দর শিফানি । "আমার সামনেই বাবাকে মেরে ফেলল ওরা", ডুকরে ওঠে সে ।
নাগরিকত্ব (সংশোধনী) আইনের প্রতিবাদে গত বৃহস্পতিবার অগ্নিগর্ভ হয়ে ওঠে মেঙ্গালুরু । মেঙ্গালুরুর একাধিক জায়গায় দফায় দফায় বিক্ষোভ চলাকালীন স্কুলভ্যান মাঝপথে ছেড়ে দিলে নিজের ছেলেমেয়েকে আনতে গিয়েছিলেন বছর 42-এর জালিল । বছর চোদ্দর মেয়ে শিফানি ও 10 বছরের ছেলে সাবিলকে সঙ্গে নিয়ে বাড়িতেও ফেরেন পেশায় দিনমজুর জালিল । পরক্ষণেই সেই ভয়াবহ ঘটনা । বাইরে পা রাখামাত্র বাঁ-চোখে এসে লাগে গুলি । হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় । যদিও জালিল ওই বিক্ষোভে সামিল ছিলেন না বলেই দাবি তাঁর পরিবারের ।
নাগরিকত্ব সংশোধনী আইন, 2019 -এর প্রতিবাদে উত্তাল গোটা দেশ ৷ মেঙ্গালুরুতে CAA-র প্রতিবাদে আন্দোলন চলাকালীন পুলিশের গুলিতে 2 ব্যক্তির মৃত্যুকে ঘিরে সরব হয়েছে বিভিন্ন মহল । মেঙ্গালুরু থেকে সাতজন সাংবাদিককে আটক করেছে পুলিশ ৷ এলাকায় জারি রয়েছে 144 ধারা ৷ এই পরিস্থিতিতে আজ মেঙ্গালুরুতে কারফিউ শিথিল করা হল । সন্ধ্যা ছ'টা পর্যন্ত সেখানে কারফিউ শিথিল করা হয়েছে । তবে 144 ধারা জারি থাকবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে ।