দিল্লি, 4 ফেব্রুয়ারি: শাহিনবাগে গুলি চালানোর ঘটনায় ধৃত যুবক AAP-এর সদস্য। জানাল দিল্লির ক্রাইম ব্রাঞ্চ ৷ ওই যুবক কপিল গুজ্জরের ফোনে AAP নেতা সঞ্জয় সিং ও অতিশীর সঙ্গে ছবি পাওয়া গেছে বলেও জানায় পুলিশ ৷ গত শনিবার শাহিনবাগে জয় শ্রী রাম স্লোগান তুলতে তুলতে পুলিশ ব্যারিকেডের সামনে গুলি চালায় কপিল ৷ ঘটনার পর তাকে গ্রেপ্তার করা হয় ৷
দিল্লি ক্রাইম ব্রাঞ্চের DCP রাজেশ দেও জানিয়েছেন, কপিল ওইদিন দুই থেকে তিনবার শূন্যে গুলি ছোড়ে ৷ তখন ঘটনাস্থানে শতাধিক মহিলা ও শিশু ছিল ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গুলি চালানোর সময় কপিলের বন্দুকটি আটকে যায়। তখন সে পালানোর চেষ্টা করে। কিন্তু, ধরা পড়ে যায় ৷ পুলিশ ধরে নিয়ে যাওয়ার সময় তাকে চিৎকার করতে শোনা যায়, "আমাদের দেশে শুধুমাত্র হিন্দুদের কথাই চলবে, আর কারও নয়।" ঘটনার পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশে হেপাজতে রাখা হয় ৷
DCP জানান, গত জানুয়ারি-ফেব্রুয়ারি নাগাদ সে এবং তার বাবা AAP-এ যোগ দিয়েছে বলে জানিয়েছে কপিল ৷ তবে কপিল যে তাঁদের দলের সদস্য সেই দাবি উড়িয়ে দিয়েছেন AAP নেতা সঞ্জয় সিং ৷ বলেন, "অমিত শাহ এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ ভোটের ঠিক আগে আগেই সবাই এখন ফোটো খুঁজে পাবে ৷ এখনই সব ষড়যন্ত্র ধরা পড়বে ৷ ভোট হতে আর মাত্র 3-4 দিন বাকি ৷ BJP এই সময় যতটা সম্ভব নোংরা রাজনীতি করছে ৷ কারও সঙ্গে ছবি থাকলে কী প্রমাণ হয়?"