ETV Bharat / bharat

শাহিনবাগে গুলি চালানো কপিলের AAP যোগের ছবি প্রকাশ পুলিশের

শাহিনবাগ গুলি চালালোর ঘটনায় ধৃত ব্যক্তি AAP সদস্য বলে জানাল পুুলিশ ৷ তবে পুলিশের বক্তব্য উড়িয়ে দিয়েছেন AAP নেতা সঞ্জয় সিং ৷ BJP নোংরা রাজনীতি বলে অভিযোগ তোলেন তিনি ৷

kapil
কপিল
author img

By

Published : Feb 4, 2020, 11:03 PM IST

দিল্লি, 4 ফেব্রুয়ারি: শাহিনবাগে গুলি চালানোর ঘটনায় ধৃত যুবক AAP-এর সদস্য। জানাল দিল্লির ক্রাইম ব্রাঞ্চ ৷ ওই যুবক কপিল গুজ্জরের ফোনে AAP নেতা সঞ্জয় সিং ও অতিশীর সঙ্গে ছবি পাওয়া গেছে বলেও জানায় পুলিশ ৷ গত শনিবার শাহিনবাগে জয় শ্রী রাম স্লোগান তুলতে তুলতে পুলিশ ব্যারিকেডের সামনে গুলি চালায় কপিল ৷ ঘটনার পর তাকে গ্রেপ্তার করা হয় ৷

দিল্লি ক্রাইম ব্রাঞ্চের DCP রাজেশ দেও জানিয়েছেন, কপিল ওইদিন দুই থেকে তিনবার শূন্যে গুলি ছোড়ে ৷ তখন ঘটনাস্থানে শতাধিক মহিলা ও শিশু ছিল ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গুলি চালানোর সময় কপিলের বন্দুকটি আটকে যায়। তখন সে পালানোর চেষ্টা করে। কিন্তু, ধরা পড়ে যায় ৷ পুলিশ ধরে নিয়ে যাওয়ার সময় তাকে চিৎকার করতে শোনা যায়, "আমাদের দেশে শুধুমাত্র হিন্দুদের কথাই চলবে, আর কারও নয়।" ঘটনার পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশে হেপাজতে রাখা হয় ৷

DCP জানান, গত জানুয়ারি-ফেব্রুয়ারি নাগাদ সে এবং তার বাবা AAP-এ যোগ দিয়েছে বলে জানিয়েছে কপিল ৷ তবে কপিল যে তাঁদের দলের সদস্য সেই দাবি উড়িয়ে দিয়েছেন AAP নেতা সঞ্জয় সিং ৷ বলেন, "অমিত শাহ এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ ভোটের ঠিক আগে আগেই সবাই এখন ফোটো খুঁজে পাবে ৷ এখনই সব ষড়যন্ত্র ধরা পড়বে ৷ ভোট হতে আর মাত্র 3-4 দিন বাকি ৷ BJP এই সময় যতটা সম্ভব নোংরা রাজনীতি করছে ৷ কারও সঙ্গে ছবি থাকলে কী প্রমাণ হয়?"

দিল্লি, 4 ফেব্রুয়ারি: শাহিনবাগে গুলি চালানোর ঘটনায় ধৃত যুবক AAP-এর সদস্য। জানাল দিল্লির ক্রাইম ব্রাঞ্চ ৷ ওই যুবক কপিল গুজ্জরের ফোনে AAP নেতা সঞ্জয় সিং ও অতিশীর সঙ্গে ছবি পাওয়া গেছে বলেও জানায় পুলিশ ৷ গত শনিবার শাহিনবাগে জয় শ্রী রাম স্লোগান তুলতে তুলতে পুলিশ ব্যারিকেডের সামনে গুলি চালায় কপিল ৷ ঘটনার পর তাকে গ্রেপ্তার করা হয় ৷

দিল্লি ক্রাইম ব্রাঞ্চের DCP রাজেশ দেও জানিয়েছেন, কপিল ওইদিন দুই থেকে তিনবার শূন্যে গুলি ছোড়ে ৷ তখন ঘটনাস্থানে শতাধিক মহিলা ও শিশু ছিল ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গুলি চালানোর সময় কপিলের বন্দুকটি আটকে যায়। তখন সে পালানোর চেষ্টা করে। কিন্তু, ধরা পড়ে যায় ৷ পুলিশ ধরে নিয়ে যাওয়ার সময় তাকে চিৎকার করতে শোনা যায়, "আমাদের দেশে শুধুমাত্র হিন্দুদের কথাই চলবে, আর কারও নয়।" ঘটনার পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশে হেপাজতে রাখা হয় ৷

DCP জানান, গত জানুয়ারি-ফেব্রুয়ারি নাগাদ সে এবং তার বাবা AAP-এ যোগ দিয়েছে বলে জানিয়েছে কপিল ৷ তবে কপিল যে তাঁদের দলের সদস্য সেই দাবি উড়িয়ে দিয়েছেন AAP নেতা সঞ্জয় সিং ৷ বলেন, "অমিত শাহ এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ ভোটের ঠিক আগে আগেই সবাই এখন ফোটো খুঁজে পাবে ৷ এখনই সব ষড়যন্ত্র ধরা পড়বে ৷ ভোট হতে আর মাত্র 3-4 দিন বাকি ৷ BJP এই সময় যতটা সম্ভব নোংরা রাজনীতি করছে ৷ কারও সঙ্গে ছবি থাকলে কী প্রমাণ হয়?"

New Delhi, Feb 04 (ANI): Speaking on Comptroller and Auditor General of India's (CAG) report which shows there are huge shortages of reserves of specialised winter clothing and other equipment for Army troops that deployed in high-altitude areas, Army Chief Manoj Mukund Naravane on Tuesday said that the report was for the year of 2015-16 and this is not the report of present time. He further said, "As of today in 2020, we are very well prepared. Every Jawan who goes to Siachen gets personal clothing worth approximately Rs 1 lakh each; that is the kind of preparation we do. We will make sure that our men are well looked up after all time."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.