ETV Bharat / bharat

নির্ভয়ার আসামিদের ফাঁসুড়ে হতে চাই,রাষ্ট্রপতিকে চিঠি ব্যক্তির - Tihar Jail

নির্ভয়ার আসামিদের ফাঁসি দিতে অস্থায়ী ফাঁসুড়ে পদে নিযুক্ত হতে চান শিমলার রবি কুমার । এই মর্মে রাষ্ট্রপতির কাছে একটি চিঠিও পাঠান শিমলার রবি কুমার । তিনি বলেছেন, "আমাকে ফাঁসুড়ের পদে নিয়োগ করুন । আসামিদের ফাঁসির প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তি হলে তবেই নির্ভয়ার আত্মার শান্তি পাবে । "

Nirbhaya
শিমলার রবি কুমার
author img

By

Published : Dec 4, 2019, 9:22 PM IST

Updated : Dec 4, 2019, 10:13 PM IST

শিমলা, 4 ডিসেম্বর : নির্ভয়ার আসামিদের ফাঁসি দেওয়ার ভার নিতে চেয়ে রাষ্ট্রপতিকে চিঠি পাঠালেন শিমলার এক ব্যক্তি । নির্ভয়াকাণ্ডে মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামিদের রাখা হয়েছে তিহার জেলে । সেখানেই ফাঁসি দেওয়া হবে ওই আসামিদের । এগিয়ে আসছে ফাঁসির দিনও । কিন্তু সমস্যা হল তিহার জেলে বর্তমানে কোনও ফাঁসুড়ে নেই ।

সমস্যার সমাধান নিয়ে হাজির হিমাচল প্রদেশের রবি কুমার । শিমলার বাসিন্দা ওই ব্যক্তি পেশায় সবজি বিক্রেতা । সবজি বেচার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজেও যুক্ত থাকেন তিনি । এবার তিহারে অস্থায়ী ফাঁসুড়ের পদে নিযুক্ত হতে চান তিনি। এই মর্মে রাষ্ট্রপতির কাছে একটি চিঠিও পাঠান শিমলার রবি কুমার । তবে এর জন্য কোনও পারিশ্রমিক চান না রবি কুমার ।

  • Himachal Pradesh: Ravi Kumar, from Shimla has written to President Kovind to appoint him as temporary executioner in Delhi’s Tihar Jail as there is no executioner there.He states, “Appoint me executioner so ‘Nirbhaya’ case convicts can be hanged soon & her soul rests in peace". pic.twitter.com/fqZLarNZIQ

    — ANI (@ANI) December 4, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি বলেছেন, " ধর্ষণের পর সাত বছর কেটে গেছে । কিন্তু এখনও ধর্ষকদের সাজা হয়নি । আমাকে ফাঁসুড়ের পদে নিয়োগ করুন । এর জন্য আমি কোনও পারিশ্রমিক চাই না । আসামিদের ফাঁসির প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তি হলে তবেই নির্ভয়ার আত্মার শান্তি পাবে । এই ধরণের ঘৃণ্য অপরাধ যারা করে তাদেরকে আমি জানাতে চাই অপরাধ করে কেউ ছাড় পাবে না । "

  • Ministry of Home Affairs (MHA) has received mercy plea of a convict of the 2012 Delhi rape and murder case, after the plea was rejected by Delhi Government. MHA to send the plea to the President soon. pic.twitter.com/Bn0LPwtEiQ

    — ANI (@ANI) December 4, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রক তরফে আজ জানানো হয়েছে যে আসামি প্রাণভিক্ষার আবেদন জানিয়েছিল তা আজ স্বরাষ্ট্র মন্ত্রকে জমা পড়েছে । খুব শীঘ্রই এটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে ।

আরও পড়ুন : নির্ভয়া হত্যাকারীর প্রাণভিক্ষার আবেদন খারিজের আর্জি কেজরিওয়াল সরকারের

দিল্লির নির্ভয়া কাণ্ডে অভিযুক্ত 6 আসামির একজন জেলেই আত্মহত্যা করেছিল ৷ অন্য এক অপরাধী নাবালক হওয়ায় 3 বছরের সর্বাধিক শাস্তি জানিয়েছে আদালত ৷ 2015 সাল থেকে মুক্তি পেয়েছে সে ৷ বাকি 4 অপরাধীকে 2013 সালে সর্বোচ্চ অপরাধের রায় দেয় ট্রায়াল কোর্ট ৷ 2014 সালে এই রায়ই বহাল রেখেছিল দিল্লি হাইকোর্ট ৷ মামলা পুনর্বিবেচনার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তারা ৷ 2017 সালে দিল্লি হাইকোর্টের রায়ই বহাল রাখে সুপ্রিম কোর্ট ৷

শিমলা, 4 ডিসেম্বর : নির্ভয়ার আসামিদের ফাঁসি দেওয়ার ভার নিতে চেয়ে রাষ্ট্রপতিকে চিঠি পাঠালেন শিমলার এক ব্যক্তি । নির্ভয়াকাণ্ডে মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামিদের রাখা হয়েছে তিহার জেলে । সেখানেই ফাঁসি দেওয়া হবে ওই আসামিদের । এগিয়ে আসছে ফাঁসির দিনও । কিন্তু সমস্যা হল তিহার জেলে বর্তমানে কোনও ফাঁসুড়ে নেই ।

সমস্যার সমাধান নিয়ে হাজির হিমাচল প্রদেশের রবি কুমার । শিমলার বাসিন্দা ওই ব্যক্তি পেশায় সবজি বিক্রেতা । সবজি বেচার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজেও যুক্ত থাকেন তিনি । এবার তিহারে অস্থায়ী ফাঁসুড়ের পদে নিযুক্ত হতে চান তিনি। এই মর্মে রাষ্ট্রপতির কাছে একটি চিঠিও পাঠান শিমলার রবি কুমার । তবে এর জন্য কোনও পারিশ্রমিক চান না রবি কুমার ।

  • Himachal Pradesh: Ravi Kumar, from Shimla has written to President Kovind to appoint him as temporary executioner in Delhi’s Tihar Jail as there is no executioner there.He states, “Appoint me executioner so ‘Nirbhaya’ case convicts can be hanged soon & her soul rests in peace". pic.twitter.com/fqZLarNZIQ

    — ANI (@ANI) December 4, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি বলেছেন, " ধর্ষণের পর সাত বছর কেটে গেছে । কিন্তু এখনও ধর্ষকদের সাজা হয়নি । আমাকে ফাঁসুড়ের পদে নিয়োগ করুন । এর জন্য আমি কোনও পারিশ্রমিক চাই না । আসামিদের ফাঁসির প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তি হলে তবেই নির্ভয়ার আত্মার শান্তি পাবে । এই ধরণের ঘৃণ্য অপরাধ যারা করে তাদেরকে আমি জানাতে চাই অপরাধ করে কেউ ছাড় পাবে না । "

  • Ministry of Home Affairs (MHA) has received mercy plea of a convict of the 2012 Delhi rape and murder case, after the plea was rejected by Delhi Government. MHA to send the plea to the President soon. pic.twitter.com/Bn0LPwtEiQ

    — ANI (@ANI) December 4, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রক তরফে আজ জানানো হয়েছে যে আসামি প্রাণভিক্ষার আবেদন জানিয়েছিল তা আজ স্বরাষ্ট্র মন্ত্রকে জমা পড়েছে । খুব শীঘ্রই এটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে ।

আরও পড়ুন : নির্ভয়া হত্যাকারীর প্রাণভিক্ষার আবেদন খারিজের আর্জি কেজরিওয়াল সরকারের

দিল্লির নির্ভয়া কাণ্ডে অভিযুক্ত 6 আসামির একজন জেলেই আত্মহত্যা করেছিল ৷ অন্য এক অপরাধী নাবালক হওয়ায় 3 বছরের সর্বাধিক শাস্তি জানিয়েছে আদালত ৷ 2015 সাল থেকে মুক্তি পেয়েছে সে ৷ বাকি 4 অপরাধীকে 2013 সালে সর্বোচ্চ অপরাধের রায় দেয় ট্রায়াল কোর্ট ৷ 2014 সালে এই রায়ই বহাল রেখেছিল দিল্লি হাইকোর্ট ৷ মামলা পুনর্বিবেচনার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তারা ৷ 2017 সালে দিল্লি হাইকোর্টের রায়ই বহাল রাখে সুপ্রিম কোর্ট ৷

Hyderabad, Dec 04 (ANI): Founder of Bhumata Brigade, Trupti Desai and other activists were detained by the police in Hyderabad from outside Chief Minister K Chandrashekar Rao's residence. They demanded justice in Hyderabad's vet doctor rape and murder case.
Last Updated : Dec 4, 2019, 10:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.