ETV Bharat / bharat

চোর সন্দেহে গাছে বেঁধে গণপিটুনি, মৃত যুবক - বেরেলির খবর

মধ্যযুগীয় নারকীয়তা । চোর সন্দেহে এক যুবককে গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে গণপিটুনি। মৃত্যু হয় ওই যুবকের।

Man beaten to death in Bareilly
মারধরের ছবি
author img

By

Published : Sep 5, 2020, 7:43 PM IST

বরেলি, 5 সেপ্টেম্বর : ফের মধ্যযুগীয় বর্বরতা । গণপিটুনির জেরে প্রাণ হারালেন ওয়াসিত আলি নামের এক যুবক । উত্তরপ্রদেশের বরেলির ঘটনা ।

দুপুর তখন প্রায় বারোটা । পরনে ছিল লাল রঙের একটি গেঞ্জি আর প্যান্ট । চুলগুলি উসকো-খুসকো । মুখ দিয়ে মদেরও হালকা গন্ধ বেরোচ্ছিল । চলার ছন্দও ছিল টালমাটাল । ওয়াসিত আলিকে দেখে চোর বলে সন্দেহ হয় এক নিরাপত্তারক্ষীর । ধরে ফেলে তাঁকে ।

গন্ডগোল হচ্ছে বুঝে আশপাশের লোকেরাও এসে ভিড় করে । এরপরই শুরু হয় মধ্যযুগীয় নারকীয়তা । কিছু শোনার আগেই শুরু হয় মারধর । গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে ফেলা হয় ওয়াসিতকে । তারপর আবার মার ।

খবর পেয়ে ঘটনাস্থানে আসে স্থানীয় থানার পুলিশ । মারমুখী জনতাকে হটিয়ে দেওয়া হয় সেখান থেকে । গাছের সঙ্গে তখনও বাঁধা ওয়াসিত । নড়াচড়ার ক্ষমতাটুকুও নেই । গোঙাচ্ছিল শুধু । পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায় । সেখানে প্রায় চার ঘণ্টা পড়েছিলেন তিনি । এরপর ওয়াসিতের পরিবারের লোকেরা এসে তাঁকে হাসপাতালে নিয়ে যান । সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

আরও পড়ুন : ভিনরাজ্যে গণপিটুনিতে মৃত্যু মুর্শিদাবাদের যুবকের

ঘটনায় পুলিশের বিরুদ্ধেও গাফিলতির অভিযোগ উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে । অভিযোগ, পুলিশ যদি ওয়াসিতকে থানায় না নিয়ে গিয়ে সময়মতো হাসপাতালে নিয়ে যেত তবে তিনি বেঁচে যেতেন ।

তবে সেখানকার সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ জানিয়েছেন, "ওয়াসিতের শরীরে কোনও আঘাতের চিহ্ন ছিল না । সেই কারণে তাঁকে কেউ প্রথমে হাসপাতালে নিয়ে যায়নি । চিকিৎসকদের একটি বিশেষ দল তাঁর দেহের ময়নাতদন্ত করবে । তারপরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে ।"

চোর সন্দেহে গণপিটুনি উত্তরপ্রদেশের এক যুবককে

তিনি জানান, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের গ্রেপ্তার করা হবে ।

আরও পড়ুন : চোর সন্দেহে যুবককে গণপিটুনি মালদায়

বরেলি, 5 সেপ্টেম্বর : ফের মধ্যযুগীয় বর্বরতা । গণপিটুনির জেরে প্রাণ হারালেন ওয়াসিত আলি নামের এক যুবক । উত্তরপ্রদেশের বরেলির ঘটনা ।

দুপুর তখন প্রায় বারোটা । পরনে ছিল লাল রঙের একটি গেঞ্জি আর প্যান্ট । চুলগুলি উসকো-খুসকো । মুখ দিয়ে মদেরও হালকা গন্ধ বেরোচ্ছিল । চলার ছন্দও ছিল টালমাটাল । ওয়াসিত আলিকে দেখে চোর বলে সন্দেহ হয় এক নিরাপত্তারক্ষীর । ধরে ফেলে তাঁকে ।

গন্ডগোল হচ্ছে বুঝে আশপাশের লোকেরাও এসে ভিড় করে । এরপরই শুরু হয় মধ্যযুগীয় নারকীয়তা । কিছু শোনার আগেই শুরু হয় মারধর । গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে ফেলা হয় ওয়াসিতকে । তারপর আবার মার ।

খবর পেয়ে ঘটনাস্থানে আসে স্থানীয় থানার পুলিশ । মারমুখী জনতাকে হটিয়ে দেওয়া হয় সেখান থেকে । গাছের সঙ্গে তখনও বাঁধা ওয়াসিত । নড়াচড়ার ক্ষমতাটুকুও নেই । গোঙাচ্ছিল শুধু । পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায় । সেখানে প্রায় চার ঘণ্টা পড়েছিলেন তিনি । এরপর ওয়াসিতের পরিবারের লোকেরা এসে তাঁকে হাসপাতালে নিয়ে যান । সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

আরও পড়ুন : ভিনরাজ্যে গণপিটুনিতে মৃত্যু মুর্শিদাবাদের যুবকের

ঘটনায় পুলিশের বিরুদ্ধেও গাফিলতির অভিযোগ উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে । অভিযোগ, পুলিশ যদি ওয়াসিতকে থানায় না নিয়ে গিয়ে সময়মতো হাসপাতালে নিয়ে যেত তবে তিনি বেঁচে যেতেন ।

তবে সেখানকার সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ জানিয়েছেন, "ওয়াসিতের শরীরে কোনও আঘাতের চিহ্ন ছিল না । সেই কারণে তাঁকে কেউ প্রথমে হাসপাতালে নিয়ে যায়নি । চিকিৎসকদের একটি বিশেষ দল তাঁর দেহের ময়নাতদন্ত করবে । তারপরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে ।"

চোর সন্দেহে গণপিটুনি উত্তরপ্রদেশের এক যুবককে

তিনি জানান, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের গ্রেপ্তার করা হবে ।

আরও পড়ুন : চোর সন্দেহে যুবককে গণপিটুনি মালদায়

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.