লখনউ, 10 অগাস্ট : বীরত্বের জন্য পুলিশ কর্মীদের পুরস্কার পাওয়া অস্বাভাবিক নয় । কিন্তু তা বলে পুরস্কার হিসেবে টাকা? তাও আবার সরকারি তরফে নয়, কোনও একজন ব্যক্তির থেকে ? ঠিক এটাই ঘটেছে উত্তরপ্রদেশে । রাজ্যের এক পদস্থ পুলিশ আধিকারিক পুরস্কার হিসেবে 500 টাকার চেক পেয়ে অবাক হয়েছেন ।
বৃহস্পতিবার উত্তরপ্রদেশের পুলিশের IGP (আগ্রা রেঞ্জ) সতীশ গণেশ একটি খাম পান । যার উপরে লেখা ছিল 'প্রশংসাপত্র' । খামের মধ্যে ছিল একটি 500 টাকার চেক । খামটি পাঠান ইটাহরের বাসিন্দা বিজয় পাল সিং নামে এক ব্যক্তি । 1996-ব্যাচের IPS অফিসার সতীশ গণেশের কাজের স্টাইলের প্রশংসা করেছেন তিনি । এছাড়াও একটি ঘটনার উদ্ধৃতি দিয়েছেন । একমসয় কর্নেল থাকাকালীন বিজয় সিংয়ের ল্যাপটপ চুরি গেছিল । অভিযোগ জানাতে মথুরার হাইওয়ে থানায় গেছিলেন তিনি ।
বিজয় পাল সিং চিঠিতে বলেছেন, "সাধারণত দেখা যায় যে পুলিশ দরিদ্রদের FIR রেজিস্ট্রেশন করতে দ্বিধা করে এবং তাদের অপমান করে । আমি আপনার কাজে খুশি এবং এই চিঠির মাধ্যমে 500 টাকার চেক পাঠালাম ।" আর যাকে এই চেকটি পাঠানো হয়েছে সেই সতীশ গণেশ কী বলছেন ? তাঁর কথায়, একজন পুলিশ আধিকারিকের কাছে এর চেয়ে ভালো প্রশংসা আর কী হতে পারে । এর মূল্য সোনার থেকেও বেশি । তিনি বলেন, "আমার 23 বছরের ক্যারিয়ারে আমি অনেক পদক, পুরষ্কার এবং প্রশংসার চিঠি পেয়েছি । তবে এটা সবকিছুর ঊর্ধ্বে ।"
IGP আরও বলেন, "নাগরিকদের এই ছোটো ইঙ্গিত আমাকে অক্লান্ত পরিশ্রম করার জন্য এগিয়ে দেয় ।" জানান, চিঠি ও চেকটি তিনি তাঁর আগামী প্রজন্মের জন্য সংরক্ষণ করবেন ।