ETV Bharat / bharat

কাজের স্টাইলে খুশি, পুলিশের IGP-কে 500 টাকার চেক পাঠালেন ব্যক্তি

উত্তরপ্রদেশের এক পদস্থ পুলিশ আধিকারিক পুরস্কার হিসেবে 500 টাকার চেক পেয়েছেন । IGP (আগ্রা রেঞ্জ) সতীশ গণেশ একটি খাম পান । যার উপরে লেখা ছিল 'প্রশংসাপত্র' । খামের মধ্যে ছিল একটি 500 টাকার চেক । খামটি পাঠান ইটাহরের বাসিন্দা বিজয় পাল সিং নামে এক ব্যক্তি ।

সতীশ গণেশ
author img

By

Published : Aug 10, 2019, 1:17 PM IST

Updated : Aug 10, 2019, 1:36 PM IST

লখনউ, 10 অগাস্ট : বীরত্বের জন্য পুলিশ কর্মীদের পুরস্কার পাওয়া অস্বাভাবিক নয় । কিন্তু তা বলে পুরস্কার হিসেবে টাকা? তাও আবার সরকারি তরফে নয়, কোনও একজন ব্যক্তির থেকে ? ঠিক এটাই ঘটেছে উত্তরপ্রদেশে । রাজ্যের এক পদস্থ পুলিশ আধিকারিক পুরস্কার হিসেবে 500 টাকার চেক পেয়ে অবাক হয়েছেন ।

বৃহস্পতিবার উত্তরপ্রদেশের পুলিশের IGP (আগ্রা রেঞ্জ) সতীশ গণেশ একটি খাম পান । যার উপরে লেখা ছিল 'প্রশংসাপত্র' । খামের মধ্যে ছিল একটি 500 টাকার চেক । খামটি পাঠান ইটাহরের বাসিন্দা বিজয় পাল সিং নামে এক ব্যক্তি । 1996-ব্যাচের IPS অফিসার সতীশ গণেশের কাজের স্টাইলের প্রশংসা করেছেন তিনি । এছাড়াও একটি ঘটনার উদ্ধৃতি দিয়েছেন । একমসয় কর্নেল থাকাকালীন বিজয় সিংয়ের ল্যাপটপ চুরি গেছিল । অভিযোগ জানাতে মথুরার হাইওয়ে থানায় গেছিলেন তিনি ।

বিজয় পাল সিং চিঠিতে বলেছেন, "সাধারণত দেখা যায় যে পুলিশ দরিদ্রদের FIR রেজিস্ট্রেশন করতে দ্বিধা করে এবং তাদের অপমান করে । আমি আপনার কাজে খুশি এবং এই চিঠির মাধ্যমে 500 টাকার চেক পাঠালাম ।" আর যাকে এই চেকটি পাঠানো হয়েছে সেই সতীশ গণেশ কী বলছেন ? তাঁর কথায়, একজন পুলিশ আধিকারিকের কাছে এর চেয়ে ভালো প্রশংসা আর কী হতে পারে । এর মূল্য সোনার থেকেও বেশি । তিনি বলেন, "আমার 23 বছরের ক্যারিয়ারে আমি অনেক পদক, পুরষ্কার এবং প্রশংসার চিঠি পেয়েছি । তবে এটা সবকিছুর ঊর্ধ্বে ।"

IGP আরও বলেন, "নাগরিকদের এই ছোটো ইঙ্গিত আমাকে অক্লান্ত পরিশ্রম করার জন্য এগিয়ে দেয় ।" জানান, চিঠি ও চেকটি তিনি তাঁর আগামী প্রজন্মের জন্য সংরক্ষণ করবেন ।

লখনউ, 10 অগাস্ট : বীরত্বের জন্য পুলিশ কর্মীদের পুরস্কার পাওয়া অস্বাভাবিক নয় । কিন্তু তা বলে পুরস্কার হিসেবে টাকা? তাও আবার সরকারি তরফে নয়, কোনও একজন ব্যক্তির থেকে ? ঠিক এটাই ঘটেছে উত্তরপ্রদেশে । রাজ্যের এক পদস্থ পুলিশ আধিকারিক পুরস্কার হিসেবে 500 টাকার চেক পেয়ে অবাক হয়েছেন ।

বৃহস্পতিবার উত্তরপ্রদেশের পুলিশের IGP (আগ্রা রেঞ্জ) সতীশ গণেশ একটি খাম পান । যার উপরে লেখা ছিল 'প্রশংসাপত্র' । খামের মধ্যে ছিল একটি 500 টাকার চেক । খামটি পাঠান ইটাহরের বাসিন্দা বিজয় পাল সিং নামে এক ব্যক্তি । 1996-ব্যাচের IPS অফিসার সতীশ গণেশের কাজের স্টাইলের প্রশংসা করেছেন তিনি । এছাড়াও একটি ঘটনার উদ্ধৃতি দিয়েছেন । একমসয় কর্নেল থাকাকালীন বিজয় সিংয়ের ল্যাপটপ চুরি গেছিল । অভিযোগ জানাতে মথুরার হাইওয়ে থানায় গেছিলেন তিনি ।

বিজয় পাল সিং চিঠিতে বলেছেন, "সাধারণত দেখা যায় যে পুলিশ দরিদ্রদের FIR রেজিস্ট্রেশন করতে দ্বিধা করে এবং তাদের অপমান করে । আমি আপনার কাজে খুশি এবং এই চিঠির মাধ্যমে 500 টাকার চেক পাঠালাম ।" আর যাকে এই চেকটি পাঠানো হয়েছে সেই সতীশ গণেশ কী বলছেন ? তাঁর কথায়, একজন পুলিশ আধিকারিকের কাছে এর চেয়ে ভালো প্রশংসা আর কী হতে পারে । এর মূল্য সোনার থেকেও বেশি । তিনি বলেন, "আমার 23 বছরের ক্যারিয়ারে আমি অনেক পদক, পুরষ্কার এবং প্রশংসার চিঠি পেয়েছি । তবে এটা সবকিছুর ঊর্ধ্বে ।"

IGP আরও বলেন, "নাগরিকদের এই ছোটো ইঙ্গিত আমাকে অক্লান্ত পরিশ্রম করার জন্য এগিয়ে দেয় ।" জানান, চিঠি ও চেকটি তিনি তাঁর আগামী প্রজন্মের জন্য সংরক্ষণ করবেন ।

Lhasa (Tibet), Aug 10 (ANI): Highlighting the role of Tibet in Indo-China friendship, Sun Xiaobo, deputy director general of foreign affairs office in Tibet autonomous region, said the roof of the world can play an important role in boosting bilateral relations. "China's relationship with India is on priority of Chinese diplomacy and Tibet has a very long history of exchanges with India in terms of culture and religion. Tibet can play an important role in promoting relations between China and India," Xiaobo told ANI.
Last Updated : Aug 10, 2019, 1:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.