ETV Bharat / bharat

চতুর্থ কন্যাসন্তান, তিন মেয়েকে কুয়োয় ফেলে আত্মঘাতী বাবা - ভেসান থানা

দু'সপ্তাহ আগেই চতুর্থ সন্তানের জন্ম দেয় রাশিকের স্ত্রী ৷ সদ্যোজাত চতুর্থ কন্যাকে নিয়ে তার স্ত্রী দু'দিনের জন্য বাপের বাড়ি গিয়েছে ৷ অভিযোগ, স্ত্রীর অনুপস্থিতির সুযোগে গতকাল বিকেলে রাশিক তার তিন মেয়েকে মোটর সাইকেলে করে বাড়ির অদূরেই লালজি ভুয়া নামের এক ব্যক্তির জমিতে নিয়ে যায় ৷ সেখানে 100 ফুট গভীর এক কুয়োতে অঞ্জলি, রিয়া ও জল্পাকে ফেলে দেয় সে ৷ এরপর নিজেও বাড়ির বাইরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে ৷

gujrat
তিন মেয়েকে কুয়োর ফেলে আত্মঘাতী বাবা
author img

By

Published : Dec 19, 2019, 9:43 PM IST

জুনাগড়, 19 ডিসেম্বর : চতুর্থ কন্যাসন্তানের জন্ম দেন স্ত্রী ৷ এরপরেই তিন মেয়েকে কুয়োয় ফেলে আত্মঘাতী হলেন গুজরাতের এক কৃষি শ্রমিক ৷ গতকাল ঘটনাটি ঘটেছে জুনাগড়ের খাম্বালিয়ায় ৷ মৃত শ্রমিকের নাম রাশিক সোলাঙ্কি (35) ৷

পুলিশ জানিয়েছে, তিন মেয়েকে হত্যা করার পর বাড়ির বাইরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন ওই ব্যক্তি ৷ বাড়ির অদূরেই এক কুয়ো থেকে অঞ্জলি (7), রিয়া (5) ও জল্পা (3) নামের ওই তিন নাবালিকার দেহ উদ্ধার করেছে পুলিশ ৷

রাশিক গ্রাম রক্ষক দলের সদস্য ছিলেন ৷ বছর দশেকের বিবাহিত জীবন ৷ শুরু থেকেই পুত্রসন্তান চাইছিলেন তিনি । কিন্তু পরপর তিন মেয়ের পর ফের কন্যাসন্তানের জন্ম ৷ প্রাথমিকভাবে পুলিশ অনুমান করছে পুত্রসন্তান না পাওয়ার ক্ষোভ থেকেই এই কাণ্ড ঘটিয়েছে রাশিক ৷

দু'সপ্তাহ আগেই চতুর্থ সন্তানের জন্ম দেয় রাশিকের স্ত্রী ৷ সদ্যোজাত চতুর্থ কন্যাকে নিয়ে তার স্ত্রী দু'দিনের জন্য বাপের বাড়ি গিয়েছে ৷ অভিযোগ, স্ত্রীর অনুপস্থিতির সুযোগে গতকাল বিকেলে রাশিক তার তিন মেয়েকে মোটর সাইকেলে করে বাড়ির অদূরেই লালজি ভুয়া নামের এক ব্যক্তির জমিতে নিয়ে যায় ৷ সেখানে 100 ফুট গভীর এক কুয়োতে অঞ্জলি, রিয়া ও জল্পাকে ফেলে দেয় সে ৷ এরপর নিজেও বাড়ির বাইরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে ৷

আরও পড়ুন : সন্তানদের খুন করে 2 স্ত্রীকে নিয়ে আত্মঘাতী ব্যক্তি

ঘটনার তদন্তে নেমেছে ভেসান থানার পুলিশ ৷ ভেসান থানার সাব ইনস্পেক্টর এম সি চুদাসমা জানিয়েছেন, "পুত্রসন্তান না হওয়ার কারণে রাশিক মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ৷ চতুর্থবার কন্যা সন্তানের জন্মের পরে কার্যত মাথার ঠিক রাখতে না পেরেই এমন কাণ্ড ঘটিয়েছেন ৷"

জুনাগড়, 19 ডিসেম্বর : চতুর্থ কন্যাসন্তানের জন্ম দেন স্ত্রী ৷ এরপরেই তিন মেয়েকে কুয়োয় ফেলে আত্মঘাতী হলেন গুজরাতের এক কৃষি শ্রমিক ৷ গতকাল ঘটনাটি ঘটেছে জুনাগড়ের খাম্বালিয়ায় ৷ মৃত শ্রমিকের নাম রাশিক সোলাঙ্কি (35) ৷

পুলিশ জানিয়েছে, তিন মেয়েকে হত্যা করার পর বাড়ির বাইরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন ওই ব্যক্তি ৷ বাড়ির অদূরেই এক কুয়ো থেকে অঞ্জলি (7), রিয়া (5) ও জল্পা (3) নামের ওই তিন নাবালিকার দেহ উদ্ধার করেছে পুলিশ ৷

রাশিক গ্রাম রক্ষক দলের সদস্য ছিলেন ৷ বছর দশেকের বিবাহিত জীবন ৷ শুরু থেকেই পুত্রসন্তান চাইছিলেন তিনি । কিন্তু পরপর তিন মেয়ের পর ফের কন্যাসন্তানের জন্ম ৷ প্রাথমিকভাবে পুলিশ অনুমান করছে পুত্রসন্তান না পাওয়ার ক্ষোভ থেকেই এই কাণ্ড ঘটিয়েছে রাশিক ৷

দু'সপ্তাহ আগেই চতুর্থ সন্তানের জন্ম দেয় রাশিকের স্ত্রী ৷ সদ্যোজাত চতুর্থ কন্যাকে নিয়ে তার স্ত্রী দু'দিনের জন্য বাপের বাড়ি গিয়েছে ৷ অভিযোগ, স্ত্রীর অনুপস্থিতির সুযোগে গতকাল বিকেলে রাশিক তার তিন মেয়েকে মোটর সাইকেলে করে বাড়ির অদূরেই লালজি ভুয়া নামের এক ব্যক্তির জমিতে নিয়ে যায় ৷ সেখানে 100 ফুট গভীর এক কুয়োতে অঞ্জলি, রিয়া ও জল্পাকে ফেলে দেয় সে ৷ এরপর নিজেও বাড়ির বাইরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে ৷

আরও পড়ুন : সন্তানদের খুন করে 2 স্ত্রীকে নিয়ে আত্মঘাতী ব্যক্তি

ঘটনার তদন্তে নেমেছে ভেসান থানার পুলিশ ৷ ভেসান থানার সাব ইনস্পেক্টর এম সি চুদাসমা জানিয়েছেন, "পুত্রসন্তান না হওয়ার কারণে রাশিক মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ৷ চতুর্থবার কন্যা সন্তানের জন্মের পরে কার্যত মাথার ঠিক রাখতে না পেরেই এমন কাণ্ড ঘটিয়েছেন ৷"

Intro:ભેસાણામાં પિતાએ 3 દીકરીઓને કુવામાં ફેંકીને પોતે કરી આત્મહત્યા Body:જૂનાગઢ જિલ્લાના ભેસાણ તાલુકાના ખંભાળિયા ગામમાં કરુણાકીતા સર્જાઈ છે 4થી દીકરીનો જન્મ થતા ખેત મજુરે 3 દીકરીને કુવામાં ફેંકી દઈને પોતે ગળે ફાંસો ખાઈને આત્મહત્યા કરી letaa સંગત જૂનાગઢ જિલ્લામાં શોકનુ મોજું ફરી વળ્યું હતું

જૂનાગઢ જિલ્લાના ભેસાણ તાલુકાના ખંભાળિયા ગામમાં આજે એક કરુણાકીતા સર્જાઈ હતી તાલુકના ખંભાળિયા ગામના ખેત મજુરે પોતાની 3 દીકરીઓને 80 ફૂટ ઊંડા કુવામાં ફેંકી દઈને પોતે ગળે ફાંસો ખાઈને આત્મહત્યા કરી લેતા સમગ્ર જૂનાગઢ જિલ્લામાં શોકનું મોજું ફરી વળ્યું હતું રસિક સોલંકી નામનો ખેત મજુર ભેસાણ પોલિસીમાં જીઆરડી તરીકે ફરજ બજાવતો હતો તેમજ પરિવારનું ભરણ પોષણ કરવા માટે ખેત મજૂરનું કામ પણ સાથે કરતો હતો રસિક સોલંકીના ઘરે 4થી દીકરીનો જન્મ આજથી 14 દિવશ પહેલા થયો હતો જેને લઈને રસિક સોલંકીએ પોતાની 3 દીકરીઓ રિયા અંજલિ અને જલ્પાને કુવામાં ફેંકી દઈને પોતે ખેતરના જાળ પર ગળે ફાંસો ખાઈને આત્મહત્યા કરી લેતા સમગ્ર જૂનાગઢ જિલ્લામાં શોકનું મોજું ફરી વળ્યું હતું સમગ્ર ઘટનાને લઈને ભેસાણ પોલીસે વધુ તપાશ હાથ ધરી છે Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.