ETV Bharat / bharat

স্ত্রীর সঙ্গে ঝগড়া, মেয়েকে খুন করে আত্মঘাতী ব্যক্তি - মেয়েকে খুন করে আত্মঘাতী ব্যক্তি

ঘটনাটি অন্ধ্রপ্রদেশের চিতুরের । একটি হোটেলে গতকাল ঘটনাটি ঘটে । ওই ব্যক্তির স্ত্রী'র বিরুদ্ধে মামলা রুজু হয়েছে । তদন্ত শুরু করেছে পুলিশ ।

ছবি
ছবি
author img

By

Published : Sep 5, 2020, 10:43 PM IST

চিতুর (অন্ধ্রপ্রদেশ), 5 সেপ্টেম্বর : স্ত্রী'র বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে সন্দেহ ৷ তা নিয়ে পরিবারে অশান্তি ৷ তার জেরে মেয়েকে খুন করল এক ব্যক্তি । পরে আত্মঘাতী হয় নিজেও । অন্ধ্রপ্রদেশের চিতুরের এক হোটেলে পুরো ঘটনাটি ঘটে । মৃতের নাম গণেশ ও কার্তিকা । প্রথমে সাড়ে চার বছরের মেয়ে কার্তিকাকে গলায় ফাঁস লাগিয়ে খুন করে গণেশ । পরে সে নিজে একইভাবে আত্মঘাতী হয় । পুরো ঘটনাটির আগে হোটেলেই বাবা ও মেয়ে তামিল ভাষায় একটি ভিডিয়োও রেকর্ড করে । পুরো ঘটনায় গণেশের স্ত্রী দিব্যার নামে অভিযোগ দায়ের হয়েছে । মামলা শুরু করেছে পুলিশ ।

অন্ধ্রপ্রদেশের বাসিন্দা গণেশ ও দিব্যা কয়েকবছর আগে প্রেম করে বিয়ে করে । সাড়ে চার বছর আগে তাদের একটি মেয়ে হয় । কিন্তু কয়েকদিন ধরেই দিব্যা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে বলে অভিযোগ। চেন্নাইয়ের এক ব্যক্তির সঙ্গে দিব্যার সম্পর্ক বাড়তে থাকে । যা মেনে নিতে পারেননি গণেশ । দিব্যার পরিবারের অন্যরাও বিবাহ বহির্ভূত সম্পর্ক মেনে নিতে পারেনি । যার ফলে সকলের সঙ্গেই সম্পর্ক খারাপ হতে শুরু করে । আর এই নিয়ে গণেশের সঙ্গে তার প্রায়ই সমস্যা লেগে থাকত ।

বৃহস্পতিবার রাতেও তাদের দু'জনের ঝগড়া হয় । যা চরমে পৌঁছালে গতকাল ভোরে মেয়েকে নিয়ে বাড়ি ছাড়ে গণেশ । অন্ধ্রপ্রদেশে চিতুরে এসে একটি হোটেল ভাড়া নেন । সেখানেই প্রথমে দু'জনে মিলে একটি ভিডিয়ো বানায় । পরে মেয়েকে গলায় ফাঁস দিয়ে মারে গণেশ । মেয়ের মৃত্যু নিশ্চিত করে নিজে আত্মঘাতী হয় ।

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছে দেহ দু'টি উদ্ধার করে পুলিশ । পুলিশের তরফে জানানো হয়েছে, দিব্যার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 302, 306 ও 506 নম্বর ধারায় মামলা রুজু হয়েছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

চিতুর (অন্ধ্রপ্রদেশ), 5 সেপ্টেম্বর : স্ত্রী'র বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে সন্দেহ ৷ তা নিয়ে পরিবারে অশান্তি ৷ তার জেরে মেয়েকে খুন করল এক ব্যক্তি । পরে আত্মঘাতী হয় নিজেও । অন্ধ্রপ্রদেশের চিতুরের এক হোটেলে পুরো ঘটনাটি ঘটে । মৃতের নাম গণেশ ও কার্তিকা । প্রথমে সাড়ে চার বছরের মেয়ে কার্তিকাকে গলায় ফাঁস লাগিয়ে খুন করে গণেশ । পরে সে নিজে একইভাবে আত্মঘাতী হয় । পুরো ঘটনাটির আগে হোটেলেই বাবা ও মেয়ে তামিল ভাষায় একটি ভিডিয়োও রেকর্ড করে । পুরো ঘটনায় গণেশের স্ত্রী দিব্যার নামে অভিযোগ দায়ের হয়েছে । মামলা শুরু করেছে পুলিশ ।

অন্ধ্রপ্রদেশের বাসিন্দা গণেশ ও দিব্যা কয়েকবছর আগে প্রেম করে বিয়ে করে । সাড়ে চার বছর আগে তাদের একটি মেয়ে হয় । কিন্তু কয়েকদিন ধরেই দিব্যা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে বলে অভিযোগ। চেন্নাইয়ের এক ব্যক্তির সঙ্গে দিব্যার সম্পর্ক বাড়তে থাকে । যা মেনে নিতে পারেননি গণেশ । দিব্যার পরিবারের অন্যরাও বিবাহ বহির্ভূত সম্পর্ক মেনে নিতে পারেনি । যার ফলে সকলের সঙ্গেই সম্পর্ক খারাপ হতে শুরু করে । আর এই নিয়ে গণেশের সঙ্গে তার প্রায়ই সমস্যা লেগে থাকত ।

বৃহস্পতিবার রাতেও তাদের দু'জনের ঝগড়া হয় । যা চরমে পৌঁছালে গতকাল ভোরে মেয়েকে নিয়ে বাড়ি ছাড়ে গণেশ । অন্ধ্রপ্রদেশে চিতুরে এসে একটি হোটেল ভাড়া নেন । সেখানেই প্রথমে দু'জনে মিলে একটি ভিডিয়ো বানায় । পরে মেয়েকে গলায় ফাঁস দিয়ে মারে গণেশ । মেয়ের মৃত্যু নিশ্চিত করে নিজে আত্মঘাতী হয় ।

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছে দেহ দু'টি উদ্ধার করে পুলিশ । পুলিশের তরফে জানানো হয়েছে, দিব্যার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 302, 306 ও 506 নম্বর ধারায় মামলা রুজু হয়েছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.