ETV Bharat / bharat

পুলিশের হোয়াটসঅ্যাপ নম্বরে অশ্লীল ভিডিয়ো পাঠিয়ে গ্রেপ্তার যুবক - অশ্লীল ভিডিয়ো

পুলিশ স্টেশনের কন্ট্রোল রুমের হোয়াটসঅ্যাপ নম্বরে নগ্ন ভিডিয়ো পাঠায় এক যুবক । এরপরই তাকে গ্রেপ্তার করে পুলিশ । ঘটনাটি তামিলনাড়ুর রমনাথাপুরমের ।

ছবি
ছবি
author img

By

Published : Jun 22, 2020, 1:57 PM IST

কোয়েম্বাটোর, 22 জুন : পুলিশের ফোনে অশ্লীল ভিডিয়ো পাঠানোর অভিযোগে গ্রেপ্তার করা হল এক যুবককে । তামিলনাড়ুর রমনাথাপুরমের ঘটনা ।

রমনাথাপুরম জেলা পুলিশের কন্ট্রোল রুমের হোয়াটসঅ্যাপে অজানা একটি নম্বর থেকে অশ্লীল ভিডিয়ো পাঠানো হয় । ভিডিয়োটি এক পুলিশকর্মীর চোখে পড়ে । এক যুবক নগ্ন অবস্থায় তার ভিডিয়ো বানিয়ে সেটিকে পুলিশের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠায় । এরপরই ওই যুবকের খোঁজ শুরু করে রমনাথাপুরম পুলিশ । তার নাম প্রেম কুমার বলে জানা যায় । সে সরওয়ানপাট্টির একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত । প্রেম কুমারকে কোয়েম্বাটোর থেকে গ্রেপ্তার করে পুলিশ । তার বিরুদ্ধে IT আইনে মামলা রজু হয়েছে ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জানা গেছে, ভিডিয়োটি ভুল করে রামানাথপুরম পুলিশ কন্ট্রোল রুমের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়েছিল সে ।

কোয়েম্বাটোর, 22 জুন : পুলিশের ফোনে অশ্লীল ভিডিয়ো পাঠানোর অভিযোগে গ্রেপ্তার করা হল এক যুবককে । তামিলনাড়ুর রমনাথাপুরমের ঘটনা ।

রমনাথাপুরম জেলা পুলিশের কন্ট্রোল রুমের হোয়াটসঅ্যাপে অজানা একটি নম্বর থেকে অশ্লীল ভিডিয়ো পাঠানো হয় । ভিডিয়োটি এক পুলিশকর্মীর চোখে পড়ে । এক যুবক নগ্ন অবস্থায় তার ভিডিয়ো বানিয়ে সেটিকে পুলিশের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠায় । এরপরই ওই যুবকের খোঁজ শুরু করে রমনাথাপুরম পুলিশ । তার নাম প্রেম কুমার বলে জানা যায় । সে সরওয়ানপাট্টির একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত । প্রেম কুমারকে কোয়েম্বাটোর থেকে গ্রেপ্তার করে পুলিশ । তার বিরুদ্ধে IT আইনে মামলা রজু হয়েছে ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জানা গেছে, ভিডিয়োটি ভুল করে রামানাথপুরম পুলিশ কন্ট্রোল রুমের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়েছিল সে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.