দুবাই, ২০ মার্চ : নিউজ়িল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলার ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করে চাকরি খোয়ালেন এক কর্মী। তাঁকে চাকরি থেকে বহিষ্কার করে সংযুক্ত আরব আমিরশাহির (UAE) এক কম্পানি।
গত সপ্তাহে নিউজ়িল্যান্ডের ক্রাইস্টচার্চে বন্দুকধারীদের হামলায় নিহত হন প্রায় ৫০ জন। এই ঘটনায় নিজ়জিল্যান্ডের বাসিন্দা ব্রেন্টন ট্রারেন্ট (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
UAE-র ওই বেসরকারি কম্পানির এক আধিকারিক বলেন, "নিউজ়িল্যান্ডের মসজ়িদে হামলার পর এক কর্মী নিজের ফেসবুক অ্যাকাউন্টে এই ঘটনা সম্পর্কে উচ্ছ্বস প্রকাশ করে বিদ্বেষমূলক মন্তব্য করেন।"
ওই কম্পানির ম্যানেজিং ডিরেক্টর বলেন, "সোশাল মিডিয়ায় ওই বিদ্বেষমূলক বক্তব্য দেখে ওই কর্মীকে বরখাস্ত করি। আমাদের কম্পানি এই ধরনের বিদ্বেষমূলক মন্তব্য সহ্য করে না। তাকে কম্পানি থেকে বরখাস্ত করে বিচারের জন্য প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে। "