ETV Bharat / bharat

নিউজি়ল্যান্ডের মসজিদে হামলায় উচ্ছ্বাস, বরখাস্ত কর্মী

নিউজ়িল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলার ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করে চাকরি খোয়ালেন এক কর্মী।

ফাইল ফোটো
author img

By

Published : Mar 20, 2019, 11:03 PM IST

দুবাই, ২০ মার্চ : নিউজ়িল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলার ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করে চাকরি খোয়ালেন এক কর্মী। তাঁকে চাকরি থেকে বহিষ্কার করে সংযুক্ত আরব আমিরশাহির (UAE) এক কম্পানি।

গত সপ্তাহে নিউজ়িল্যান্ডের ক্রাইস্টচার্চে বন্দুকধারীদের হামলায় নিহত হন প্রায় ৫০ জন। এই ঘটনায় নিজ়জিল্যান্ডের বাসিন্দা ব্রেন্টন ট্রারেন্ট (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

UAE-র ওই বেসরকারি কম্পানির এক আধিকারিক বলেন, "নিউজ়িল্যান্ডের মসজ়িদে হামলার পর এক কর্মী নিজের ফেসবুক অ্যাকাউন্টে এই ঘটনা সম্পর্কে উচ্ছ্বস প্রকাশ করে বিদ্বেষমূলক মন্তব্য করেন।"

ওই কম্পানির ম্যানেজিং ডিরেক্টর বলেন, "সোশাল মিডিয়ায় ওই বিদ্বেষমূলক বক্তব্য দেখে ওই কর্মীকে বরখাস্ত করি। আমাদের কম্পানি এই ধরনের বিদ্বেষমূলক মন্তব্য সহ্য করে না। তাকে কম্পানি থেকে বরখাস্ত করে বিচারের জন্য প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে। "

দুবাই, ২০ মার্চ : নিউজ়িল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলার ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করে চাকরি খোয়ালেন এক কর্মী। তাঁকে চাকরি থেকে বহিষ্কার করে সংযুক্ত আরব আমিরশাহির (UAE) এক কম্পানি।

গত সপ্তাহে নিউজ়িল্যান্ডের ক্রাইস্টচার্চে বন্দুকধারীদের হামলায় নিহত হন প্রায় ৫০ জন। এই ঘটনায় নিজ়জিল্যান্ডের বাসিন্দা ব্রেন্টন ট্রারেন্ট (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

UAE-র ওই বেসরকারি কম্পানির এক আধিকারিক বলেন, "নিউজ়িল্যান্ডের মসজ়িদে হামলার পর এক কর্মী নিজের ফেসবুক অ্যাকাউন্টে এই ঘটনা সম্পর্কে উচ্ছ্বস প্রকাশ করে বিদ্বেষমূলক মন্তব্য করেন।"

ওই কম্পানির ম্যানেজিং ডিরেক্টর বলেন, "সোশাল মিডিয়ায় ওই বিদ্বেষমূলক বক্তব্য দেখে ওই কর্মীকে বরখাস্ত করি। আমাদের কম্পানি এই ধরনের বিদ্বেষমূলক মন্তব্য সহ্য করে না। তাকে কম্পানি থেকে বরখাস্ত করে বিচারের জন্য প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে। "


New Delhi, Mar 20 (ANI): Former Telangana Minister and Congress leader DK Aruna joined Bharatiya Janata Party (BJP) in the presence of ruling party's president, Amit Shah on Tuesday in Delhi. Union Minister of Health and Family Welfare JP Nadda, BJP National General Secretary Ram Madhav and other leaders were also present while Aruna was inducted into the party. A former Congress MLA from Gadwal constituency in Telangana, Aruna has also served as the Minister for information and Public Relations in Telangana. Speaking to ANI, Former Minister and Telangana Congress party leader DK Aruna said, "The Telangana Rashtra Samiti (TRS) came to power second time due to several reasons. Today, there's no hope for Congress to come to power in Telangana again. I joined BJP as there's need for BJP to come to power there to fulfill people's aspirations."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.