ETV Bharat / bharat

কাশ্মীরে সেনায় নিয়োগ চলাকালীন গ্রেনেড সহ গ্রেপ্তার

author img

By

Published : Mar 12, 2019, 9:18 AM IST

পুঞ্চের সুরানকোটে সেনায় নিয়োগ প্রক্রিয়া চলাকালীন গ্রেনেড, ডিটোনেটর সহ এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ।

ছবিটি প্রতীকী

শ্রীনগর, ১২ মার্চ : গ্রেনেড, ডিটোনেটর সহ এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম রাজিন্দর সিং। পুঞ্চের সুরানকোটে সেনায় নিয়োগ প্রক্রিয়া চলাকালীন তাঁকে গ্রেপ্তার করা হয়।

জম্মু ও কাশ্মীরের পুঞ্চের সুরানকোট সেনা ক্যাম্পে গতকাল সকালে সেনার নিয়োগ প্রক্রিয়া চলছিল। সেই সময় রাজিন্দরকে ক্যাম্পের সামনে ঘুরতে দেখে সন্দেহ হয় সেনা আধিকারিকদের। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে পাওয়া যায় C-90 গ্রেনেড, UBGL (আন্ডার ব্যারেল গ্রেনেড লঞ্চার) ও একটি ডিটেনেটর। রাজিন্দরকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এক পুলিশ অফিসার জানান, ওই ব্যক্তির বিরুদ্ধে FIR দায়ের হয়েছে। ওই ব্যক্তি কেন গ্রেনেড, ডিটোনেটর নিয়ে ঘুরছিল, তা জানতে তদন্ত চলছে।

শ্রীনগর, ১২ মার্চ : গ্রেনেড, ডিটোনেটর সহ এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম রাজিন্দর সিং। পুঞ্চের সুরানকোটে সেনায় নিয়োগ প্রক্রিয়া চলাকালীন তাঁকে গ্রেপ্তার করা হয়।

জম্মু ও কাশ্মীরের পুঞ্চের সুরানকোট সেনা ক্যাম্পে গতকাল সকালে সেনার নিয়োগ প্রক্রিয়া চলছিল। সেই সময় রাজিন্দরকে ক্যাম্পের সামনে ঘুরতে দেখে সন্দেহ হয় সেনা আধিকারিকদের। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে পাওয়া যায় C-90 গ্রেনেড, UBGL (আন্ডার ব্যারেল গ্রেনেড লঞ্চার) ও একটি ডিটেনেটর। রাজিন্দরকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এক পুলিশ অফিসার জানান, ওই ব্যক্তির বিরুদ্ধে FIR দায়ের হয়েছে। ওই ব্যক্তি কেন গ্রেনেড, ডিটোনেটর নিয়ে ঘুরছিল, তা জানতে তদন্ত চলছে।


Meerut (UP) Mar 06 (ANI): A massive fire broke out in the afternoon at husk Mandi in Uttar Pradesh's Meerut after which people and fire tenders are making efforts to control fire. The reason behind fire is yet to be ascertained.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.