ETV Bharat / bharat

অসংবেদনশীল মন্তব্য থেকে বিরত থাকুন, নাম না করে খট্টরকে বার্তা মমতার

জম্মু ও কাশ্মীর নিয়ে অসংবেদনশীল মন্তব্য থেকে বিরত থাকারও আবেদন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

অসংবেদনশীল মন্তব্য থেকে বিরত থাকুন, নাম না করে খট্টরকে বার্তা মমতার
author img

By

Published : Aug 10, 2019, 3:30 PM IST

কলকাতা, 10 অগাস্ট : নাম না করে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরকে নিজের পদের গরিমা স্মরণ করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি জম্মু ও কাশ্মীর নিয়ে অসংবেদনশীল মন্তব্য থেকে বিরত থাকারও আবেদন জানান তিনি । আজ টুইট করে তিনি লেখেন, "উচ্চপদে অধিষ্ঠিত লোকদের জম্মু ও কাশ্মীরের মানুষ সম্পর্কে অসংবেদনশীল মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে । এগুলি কেবল জম্মু ও কাশ্মীরের জন্য নয়, সমগ্র জাতির জন্য ক্ষতিকর ।"

প্রসঙ্গত, এর আগে কাশ্মীরি মহিলাদের উদ্দেশে কুরুচিকর মন্তব্য করেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর । গতকাল ফতেহাবাদে মহাঋষি ভগীরথ জয়ন্তী সমারোহ অনুষ্ঠানে গিয়েছিলেন BJP নেতা তথা হরিয়ানার মুখ্যমন্ত্রী । সেখানেই তিনি জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার প্রসঙ্গ তুলে মহিলাদের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন । খট্টর বলেন, "‌আমাদের মন্ত্রী ওপি ধনকড় বলেছেন, তিনি বিহার থেকে পূত্রবধূ নিয়ে আসবেন । তবে মানুষ এখন বলছে, কাশ্মীরের রাস্তা তো পরিষ্কার । তাই কাশ্মীর থেকেই বিয়ের জন্য মেয়ে নিয়ে আসা যায় ।"

অবশ্য কাশ্মীর নিয়ে ‌কুরুচিকর মন্তব্য এই প্রথম নয় । কাশ্মীরি মেয়েদের নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ান উত্তরপ্রদেশের এক BJP বিধায়ক । তিনি বলেন, ''BJP কর্মীরা চাইলে কাশ্মীরে জমি কিনতে পারবেন, বিয়েও করতে পারবেন ফর্সা মেয়েদের ৷'' মঙ্গলবার মুজফফরনগরে এই মন্তব্য করেছিলেন তিনি ।

কলকাতা, 10 অগাস্ট : নাম না করে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরকে নিজের পদের গরিমা স্মরণ করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি জম্মু ও কাশ্মীর নিয়ে অসংবেদনশীল মন্তব্য থেকে বিরত থাকারও আবেদন জানান তিনি । আজ টুইট করে তিনি লেখেন, "উচ্চপদে অধিষ্ঠিত লোকদের জম্মু ও কাশ্মীরের মানুষ সম্পর্কে অসংবেদনশীল মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে । এগুলি কেবল জম্মু ও কাশ্মীরের জন্য নয়, সমগ্র জাতির জন্য ক্ষতিকর ।"

প্রসঙ্গত, এর আগে কাশ্মীরি মহিলাদের উদ্দেশে কুরুচিকর মন্তব্য করেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর । গতকাল ফতেহাবাদে মহাঋষি ভগীরথ জয়ন্তী সমারোহ অনুষ্ঠানে গিয়েছিলেন BJP নেতা তথা হরিয়ানার মুখ্যমন্ত্রী । সেখানেই তিনি জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার প্রসঙ্গ তুলে মহিলাদের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন । খট্টর বলেন, "‌আমাদের মন্ত্রী ওপি ধনকড় বলেছেন, তিনি বিহার থেকে পূত্রবধূ নিয়ে আসবেন । তবে মানুষ এখন বলছে, কাশ্মীরের রাস্তা তো পরিষ্কার । তাই কাশ্মীর থেকেই বিয়ের জন্য মেয়ে নিয়ে আসা যায় ।"

অবশ্য কাশ্মীর নিয়ে ‌কুরুচিকর মন্তব্য এই প্রথম নয় । কাশ্মীরি মেয়েদের নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ান উত্তরপ্রদেশের এক BJP বিধায়ক । তিনি বলেন, ''BJP কর্মীরা চাইলে কাশ্মীরে জমি কিনতে পারবেন, বিয়েও করতে পারবেন ফর্সা মেয়েদের ৷'' মঙ্গলবার মুজফফরনগরে এই মন্তব্য করেছিলেন তিনি ।

Sangli (Maharashtra), Aug 10 (ANI): The National Disaster Response Force (NDRF) officials are rigorously undertaking the relief operations in the flood-hit Sangli district in Maharashtra. The district is one of the worst hit by the incessant rains. The NDRF team is evacuating locals in Haripur village which has submerged in water. An NDRF official told ANI that the flow of water in the village is very strong and therefore women and children are being prioritised during evacuation. The official added that food and other essential items are being distributed to people who are still stuck in the houses.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.