ETV Bharat / bharat

গুরু রবিদাস মন্দির ভাঙায় উদ্বেগ প্রকাশ মমতার - গুরু রবিদাস মন্দির

দিল্লিতে গুরু রবিদাস মন্দির ভাঙা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Aug 22, 2019, 11:24 PM IST

Updated : Aug 22, 2019, 11:36 PM IST

কলকাতা, 22 অগাস্ট : দিল্লিতে গুরু রবিদাস মন্দির ভাঙা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । টুইটে তিনি লেখেন, "আমরা হতবাক হয়েছি যে দিল্লির গুরু রবিদাস মন্দিরটি ভেঙে দেওয়া হয়েছে । আমি ভক্তদের দুঃখ বুঝতে পেরেছি, কারণ গুরু রবিদাস সেখানে থাকতেন । সন্ত রবিদাসের প্রতি আমাদের অনেক শ্রদ্ধা আছে । এই মন্দিরটি দলিতদের সংগ্রামের প্রতীক এবং এটার অবশ্যই পুনর্নির্মাণ প্রয়োজন ।"

10 অগাস্ট সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষ (DDA) তুঘলাকাবাদ গ্রামে গুরু রবিদাসের মন্দিরটি ভেঙে দেয় । এরপর বিভিন্ন রাজনৈতিক দল এবং রবিদাসের ভক্তরা প্রতিবাদ জানায় । গতকাল বিক্ষোভ দেখায় ভীম সেনা । গাড়ি ভাঙচুরের পাশাপাশি শুরু হয়ে যায় সংঘর্ষ । বিক্ষোভ থামাতে গিয়ে আহত হন কয়েকজন পুলিশকর্মী । পরে ভীম সেনা প্রধান চন্দ্রশেখর আজাদ-সহ 96 জনকে গ্রেপ্তারও করা হয় ।

  • I am happy to announce that @AITCofficial has launched @DidiKeBolo , a new initiative to reach out to & connect with every citizen of West Bengal. If you have any message for me, call the number 9137091370. You can also reach out to us through the website https://t.co/cXWdQidkE9

    — Mamata Banerjee (@MamataOfficial) July 30, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সোমবারই সুপ্রিম কোর্ট মন্দির ভাঙা নিয়ে রাজনীতির বিরুদ্ধে সতর্ক করেছে । তাছাড়া যারা মন্দির ভাঙার প্রতিবাদে ধরনা ও বিক্ষোভ দেখাবে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা রুজু করার হুঁশিয়ারি দিয়েছে শীর্ষ আদালত ।

কলকাতা, 22 অগাস্ট : দিল্লিতে গুরু রবিদাস মন্দির ভাঙা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । টুইটে তিনি লেখেন, "আমরা হতবাক হয়েছি যে দিল্লির গুরু রবিদাস মন্দিরটি ভেঙে দেওয়া হয়েছে । আমি ভক্তদের দুঃখ বুঝতে পেরেছি, কারণ গুরু রবিদাস সেখানে থাকতেন । সন্ত রবিদাসের প্রতি আমাদের অনেক শ্রদ্ধা আছে । এই মন্দিরটি দলিতদের সংগ্রামের প্রতীক এবং এটার অবশ্যই পুনর্নির্মাণ প্রয়োজন ।"

10 অগাস্ট সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষ (DDA) তুঘলাকাবাদ গ্রামে গুরু রবিদাসের মন্দিরটি ভেঙে দেয় । এরপর বিভিন্ন রাজনৈতিক দল এবং রবিদাসের ভক্তরা প্রতিবাদ জানায় । গতকাল বিক্ষোভ দেখায় ভীম সেনা । গাড়ি ভাঙচুরের পাশাপাশি শুরু হয়ে যায় সংঘর্ষ । বিক্ষোভ থামাতে গিয়ে আহত হন কয়েকজন পুলিশকর্মী । পরে ভীম সেনা প্রধান চন্দ্রশেখর আজাদ-সহ 96 জনকে গ্রেপ্তারও করা হয় ।

  • I am happy to announce that @AITCofficial has launched @DidiKeBolo , a new initiative to reach out to & connect with every citizen of West Bengal. If you have any message for me, call the number 9137091370. You can also reach out to us through the website https://t.co/cXWdQidkE9

    — Mamata Banerjee (@MamataOfficial) July 30, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সোমবারই সুপ্রিম কোর্ট মন্দির ভাঙা নিয়ে রাজনীতির বিরুদ্ধে সতর্ক করেছে । তাছাড়া যারা মন্দির ভাঙার প্রতিবাদে ধরনা ও বিক্ষোভ দেখাবে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা রুজু করার হুঁশিয়ারি দিয়েছে শীর্ষ আদালত ।

Jaipur (Rajasthan), August 22 (ANI): Chief Minister Ashok Gehlot inaugurated the 8th Asian woman-Youth Handball championship-2019 at Sawai Mansingh Indoor Stadium in Jaipur. Chief Minister also met the captains of the participating teams and wished them all the luck. Apart from India, teams from South Korea, China, Japan, Chinese Taipei, Uzbekistan, Kazakhstan, Mongolia, Bangladesh and Nepal are participating in the Championship. Defending champion South Korea will lock horns with other team to save its title.
The previous edition of championship was held in 2017 at Jakarta in Indonesia.


Last Updated : Aug 22, 2019, 11:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.