কলকাতা, 22 অগাস্ট : দিল্লিতে গুরু রবিদাস মন্দির ভাঙা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । টুইটে তিনি লেখেন, "আমরা হতবাক হয়েছি যে দিল্লির গুরু রবিদাস মন্দিরটি ভেঙে দেওয়া হয়েছে । আমি ভক্তদের দুঃখ বুঝতে পেরেছি, কারণ গুরু রবিদাস সেখানে থাকতেন । সন্ত রবিদাসের প্রতি আমাদের অনেক শ্রদ্ধা আছে । এই মন্দিরটি দলিতদের সংগ্রামের প্রতীক এবং এটার অবশ্যই পুনর্নির্মাণ প্রয়োজন ।"
10 অগাস্ট সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষ (DDA) তুঘলাকাবাদ গ্রামে গুরু রবিদাসের মন্দিরটি ভেঙে দেয় । এরপর বিভিন্ন রাজনৈতিক দল এবং রবিদাসের ভক্তরা প্রতিবাদ জানায় । গতকাল বিক্ষোভ দেখায় ভীম সেনা । গাড়ি ভাঙচুরের পাশাপাশি শুরু হয়ে যায় সংঘর্ষ । বিক্ষোভ থামাতে গিয়ে আহত হন কয়েকজন পুলিশকর্মী । পরে ভীম সেনা প্রধান চন্দ্রশেখর আজাদ-সহ 96 জনকে গ্রেপ্তারও করা হয় ।
-
I am happy to announce that @AITCofficial has launched @DidiKeBolo , a new initiative to reach out to & connect with every citizen of West Bengal. If you have any message for me, call the number 9137091370. You can also reach out to us through the website https://t.co/cXWdQidkE9
— Mamata Banerjee (@MamataOfficial) July 30, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">I am happy to announce that @AITCofficial has launched @DidiKeBolo , a new initiative to reach out to & connect with every citizen of West Bengal. If you have any message for me, call the number 9137091370. You can also reach out to us through the website https://t.co/cXWdQidkE9
— Mamata Banerjee (@MamataOfficial) July 30, 2019I am happy to announce that @AITCofficial has launched @DidiKeBolo , a new initiative to reach out to & connect with every citizen of West Bengal. If you have any message for me, call the number 9137091370. You can also reach out to us through the website https://t.co/cXWdQidkE9
— Mamata Banerjee (@MamataOfficial) July 30, 2019
সোমবারই সুপ্রিম কোর্ট মন্দির ভাঙা নিয়ে রাজনীতির বিরুদ্ধে সতর্ক করেছে । তাছাড়া যারা মন্দির ভাঙার প্রতিবাদে ধরনা ও বিক্ষোভ দেখাবে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা রুজু করার হুঁশিয়ারি দিয়েছে শীর্ষ আদালত ।