ETV Bharat / bharat

বনধকে নৈতিক সমর্থন, কৃষকদের পাশে থাকার বার্তা মমতার - মমতা বন্দ্য়োপাধ্য়ায়

কেন্দ্রের কৃষি আইনের প্রতিবাদে কৃষকদের আন্দোলনকে মমতা বন্দ্য়োপাধ্য়ায় সমর্থন করছেন ৷ এমনকী কৃষকদের ডাকা ভারত বনধকেও তিনি নৈতিকভাবে সমর্থন জানাচ্ছেন ৷ তবে, ধর্মঘট করে জনজীবন ও জীবিকা বন্ধ করে দেওয়ার সমর্থন তিনি করবেন না বলে জানিয়ে দেন।

mamata_banerjee_support_the_movment_of_fermar_on_8th_decenber
মঙ্গলবারের কৃষকদের আন্দোলনকে সমর্থন মমতার
author img

By

Published : Dec 7, 2020, 1:48 PM IST

Updated : Dec 7, 2020, 2:37 PM IST

মেদিনীপুর, 7 ডিসেম্বর : কৃষক আন্দোলনের পাশে আছি, থাকব । বনধকে নৈতিক সমর্থন করছি। মেদিনীপুর কলেজ মাঠে জনসভার মঞ্চ থেকে জানিয়ে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভার শুরুতেই তাঁর বার্তা, তৃণমূল অতীতকে ভোলে না ৷ নবান্নের ধান ছুঁয়ে মমতার শপথ, ‘‘নন্দীগ্রাম-সিঙ্গুর-নেতাইয়ের কথা আমি ভুলিনি ৷’’ এদিনের সভা থেকেই একুশের নির্বাচনের প্রচার শুরু করে দেন তৃণমূল নেত্রী ৷ মঞ্চ থেকে বিজেপির উদ্দেশ্য়ে তাঁর বার্তা, বহিরাগতদের নিয়ে তিনি বাংলাকে দখল করতে দেবেন না ৷

এতদিন বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে বনধের বিরোধী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবার কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকদের ডাকা বনধে সমর্থন জানালেন তিনি ৷ তবে, ধর্মঘটের পক্ষে সায় নেই মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ৷ তিনি সাফ জানিয়ে দেন, কেন্দ্রের এই কালা কৃষি আইনের প্রতিবাদে কৃষকদের আন্দোলনকে মমতা বন্দ্য়োপাধ্য়ায় সমর্থন করছেন ৷ এমনকী মঙ্গলবারের কৃষকদের ডাকা ভারত বনধকেও তিনি নৈতিকভাবে সমর্থন জানাচ্ছেন ৷ তবে, ধর্মঘট করে জনজীবন ও জীবিকা বন্ধ করে দেওয়ার সমর্থন তিনি করবেন না ৷

এদিন কৃষি পণ্য়ের লাগাম ছাড়া মূল্য়বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে নিশানা করেন তিনি ৷ তিনি অভিযোগ করেন, নয়া কৃষি আইনের মাধ্য়মে কৃষকদের ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে ৷ প্রসঙ্গত, গত শনিবার কেন্দ্রীয় প্রতিনিধিদলের সঙ্গে আন্দোলনকারী কৃষক সগঠনগুলির প্রতিনিধিদলের পঞ্চম দফা বৈঠকের পরেও কোনও সমাধান সূত্র বেরোয়নি কৃষি আইন নিয়ে ৷ যারপরেই 8 ডিসেম্বর ভারত বনধের ডাক দেয় কৃষক সংগঠনগুলি ৷

অন্য়দিকে, এদিন জনসভা থেকেই আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করে দেন তৃণমূল নেত্রী ৷ বিজেপিকে নিশানা করে মমতার বার্তা, বহিরাগতদের দিয়ে বাংলা দখলের চক্রান্ত তিনি সফল হতে দেবেন না ৷ তাঁর অভিযোগের সমর্থনে, সিপিএম এবং এরাজ্য়ের কংগ্রেস নেতৃত্বকেও একহাত নেন তৃণমূল নেত্রী ৷ অভিযোগ করেন, বিজেপিকে মদত দিতে সিপিএম ও কংগ্রেস একসঙ্গে কাজ করছে ৷

মেদিনীপুর, 7 ডিসেম্বর : কৃষক আন্দোলনের পাশে আছি, থাকব । বনধকে নৈতিক সমর্থন করছি। মেদিনীপুর কলেজ মাঠে জনসভার মঞ্চ থেকে জানিয়ে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভার শুরুতেই তাঁর বার্তা, তৃণমূল অতীতকে ভোলে না ৷ নবান্নের ধান ছুঁয়ে মমতার শপথ, ‘‘নন্দীগ্রাম-সিঙ্গুর-নেতাইয়ের কথা আমি ভুলিনি ৷’’ এদিনের সভা থেকেই একুশের নির্বাচনের প্রচার শুরু করে দেন তৃণমূল নেত্রী ৷ মঞ্চ থেকে বিজেপির উদ্দেশ্য়ে তাঁর বার্তা, বহিরাগতদের নিয়ে তিনি বাংলাকে দখল করতে দেবেন না ৷

এতদিন বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে বনধের বিরোধী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবার কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকদের ডাকা বনধে সমর্থন জানালেন তিনি ৷ তবে, ধর্মঘটের পক্ষে সায় নেই মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ৷ তিনি সাফ জানিয়ে দেন, কেন্দ্রের এই কালা কৃষি আইনের প্রতিবাদে কৃষকদের আন্দোলনকে মমতা বন্দ্য়োপাধ্য়ায় সমর্থন করছেন ৷ এমনকী মঙ্গলবারের কৃষকদের ডাকা ভারত বনধকেও তিনি নৈতিকভাবে সমর্থন জানাচ্ছেন ৷ তবে, ধর্মঘট করে জনজীবন ও জীবিকা বন্ধ করে দেওয়ার সমর্থন তিনি করবেন না ৷

এদিন কৃষি পণ্য়ের লাগাম ছাড়া মূল্য়বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে নিশানা করেন তিনি ৷ তিনি অভিযোগ করেন, নয়া কৃষি আইনের মাধ্য়মে কৃষকদের ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে ৷ প্রসঙ্গত, গত শনিবার কেন্দ্রীয় প্রতিনিধিদলের সঙ্গে আন্দোলনকারী কৃষক সগঠনগুলির প্রতিনিধিদলের পঞ্চম দফা বৈঠকের পরেও কোনও সমাধান সূত্র বেরোয়নি কৃষি আইন নিয়ে ৷ যারপরেই 8 ডিসেম্বর ভারত বনধের ডাক দেয় কৃষক সংগঠনগুলি ৷

অন্য়দিকে, এদিন জনসভা থেকেই আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করে দেন তৃণমূল নেত্রী ৷ বিজেপিকে নিশানা করে মমতার বার্তা, বহিরাগতদের দিয়ে বাংলা দখলের চক্রান্ত তিনি সফল হতে দেবেন না ৷ তাঁর অভিযোগের সমর্থনে, সিপিএম এবং এরাজ্য়ের কংগ্রেস নেতৃত্বকেও একহাত নেন তৃণমূল নেত্রী ৷ অভিযোগ করেন, বিজেপিকে মদত দিতে সিপিএম ও কংগ্রেস একসঙ্গে কাজ করছে ৷

Last Updated : Dec 7, 2020, 2:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.