মসনদে ফের মোদি থেকে CAA বিতর্ক : একনজরে জাতীয় রাজনীতি - কী ঘটেছে 2019-এ
জাতীয় রাজনীতির ক্ষেত্রে 2019 ঘটনাবহুল বছর ৷ এ'বছরই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ জম্মু ও কাশ্মীর থেকে প্রত্যাহার করা হয়েছে 370 ধারা ৷ পাশ হয়েছে CAA-ও ৷ যা নিয়ে বিতর্ক কম হয়নি ৷
একনজরে জাতীয় রাজনীতি
শেষ হচ্ছে 2019 ৷ দ্বিতীয়বার নরেন্দ্র মোদির ক্ষমতা দখল থেকে শুরু করে নাগরিকত্ব সংশোধনী আইন পাশ - এ'বছরই দেশ সাক্ষী থেকেছে এমন গুরুত্বপূর্ণ অনেক রাজনৈতিক ঘটনার ৷ আরও কী কী হয়েছে এ'বছর... দেখে নেব একনজরে ৷
- ফের ক্ষমতায় নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন NDA । BJP একাই পায় 303 টি আসন । মাত্র 52টি আসন জিততে সক্ষম হয় কংগ্রেস । ফের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নরেন্দ্র মোদি । মোট সাত দফায় হয় নির্বাচন ।
- রাহুল গান্ধি, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, জয়া প্রদা, কানহাইয়া কুমার, দেবেগৌড়া, সলমন খুরশিদ, মেহবুবা মুফতি, শত্রুঘ্ন সিনহার মতো স্টার প্রার্থীরা লোকসভা ভোটে পরাজিত হন ।
- 5 জুলাই : লোকসভায় বাজেট পেশ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের । পেট্রল-ডিজ়েলে চাপানো হয় বাড়তি কর । দুই কোটি টাকার বেশি আয় সম্পন্ন ধনীদের আয়করে বসানো হয় বাড়তি সারচার্জ ।
- 1 অগাস্ট : তাৎক্ষণিক তিন তালাক বিলে সম্মতি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের । লোকসভায় ও রাজ্যসভায় পাশ হওয়ার পর বিলে সম্মতি প্রদান রাষ্ট্রপতির ।
- 5 অগাস্ট : সংবিধানের 370 ধারা বাতিল করে কেন্দ্রীয় সরকার । সংসদে তা অনুমোদনের পর সিদ্ধান্তে সিলমোহর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের । 31 অক্টোবর থেকে দু’টি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আত্মপ্রকাশ জম্মু-কাশ্মীর ও লাদাখের ।
- 11 অগাস্ট : কংগ্রেসের অন্তর্বতী সভানেত্রী হন সোনিয়া গান্ধি ।
- 22 অগাস্ট : INX মিডিয়া মামলায় আর্থিক তছরুপের অভিযোগে CBI-এর হাতে গ্রেপ্তার পি চিদম্বরম ।
- 28 অক্টোবর : দ্বিতীয়বারের জন্য হরিয়ানার মুখ্যমন্ত্রী পদে শপথ মনোহর লাল খট্টরের । উপমুখ্যমন্ত্রী করা হয় JJP প্রধান দুষ্যন্ত চৌটালাকে । নির্বাচনে ম্যাজিক ফিগার থেকে ছয়টি আসন কম পায় BJP৷ ক্ষমতা ধরে রাখতে JJP-র হাত ধরে BJP ৷
- 8 নভেম্বর : গান্ধি পরিবারের সদস্যদের থেকে SPG প্রত্যাহারের সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের ।
- 9 নভেম্বর : অযোধ্যার বিতর্কিত 2.77 একর জমি রামলালাকে দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের ৷ সেখানে রামমন্দির নির্মাণে বাধা নেই । জানায় সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ । মসজিদ নির্মাণের জন্য অযোধ্যাতেই মুসলিম পক্ষকে পাঁচ একর জমি দেওয়ার নির্দেশ ।
- 10 ডিসেম্বর : কর্নাটকের উপনির্বাচনে 15টির মধ্যে 12টি আসন জিতে সংখ্যা গরিষ্ঠতা লাভ BJP-র । ধরাশায়ী কংগ্রেস । কয়েক মাস আগে বিধানসভার তৎকালীন স্পিকার কে আর রমেশ কুমার কয়েকজন বিধায়কদের সদস্যপদ বাতিল করেন । নির্দেশ দেন, 2023 পর্যন্ত ভোটে লড়াতে পারবেন না ওই বিধায়করা । সুপ্রিম কোর্ট বহিষ্কৃত ওই বিধায়কদের সদস্যপদ খারিজের সিদ্ধান্ত বহাল রাখলেও জানিয়ে দেয়, ভোটে লড়তে পারবেন পদত্যাগী বিধায়করা । এরপরই হয় ভোট । 13 জন দলত্যাগীকে প্রার্থী করে BJP।
- 14 নভেম্বর : রাফাল নিয়ে জমা পড়া সব রিভিউ পিটিশন খারিজ সুপ্রিম কোর্টের ।
- 20 নভেম্বর : দেশজুড়ে NRC হবেই । রাজ্যসভায় ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ।
- অনেক টালবাহানার পর মহারাষ্ট্রে কংগ্রেস ও NCP-র সঙ্গে জোট গড়ে সরকার গঠন শিবসেনার । মুখ্যমন্ত্রী হন উদ্ধব ঠাকরে । এর আগে শরদ পাওয়ারের ভাই অজিত পাওয়ার BJP-কে সমর্থন করেন । মুখ্যমন্ত্রী হন দেবেন্দ্র ফড়নবিশ । অজিতকে উপ-মুখ্যমন্ত্রী করা হয় । কিন্তু, তাঁর নেতৃত্বাধীন সরকার সংখ্যা গরিষ্ঠতা প্রমাণ করতে পারবে না বুঝে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন দেবেন্দ্র । ফের NCP-তে ফিরে যান অজিত ।
- 11 ডিসেম্বর : রাজ্যসভায় পাশ নাগরিকত্ব সংশোধনী বিল 2019 । পক্ষে ভোট পড়ে 125টি, বিপক্ষে 105টি । শিবসেনা ভোটে অংশ না নিয়ে ওয়াক আউট করে । সই করে বিলকে আইনে পরিণত করেন রাষ্ট্রপতি ৷
- নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে উত্তাল অসমসহ উত্তরপূর্বের একাধিক রাজ্য । একাধিক জনের মৃত্যু । পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, উত্তর 24 পরগনাসহ একাধিক জেলায় অশান্তি । ট্রেনে ভাঙচুর, আগুন ।
- 13 ডিসেম্বর : অযোধ্যা মামলার রায়কে চ্যালেঞ্জ জানিয়ে জমা পড়া সব রিভিউ পিটিশন খারিজ সুপ্রিম কোর্টের । 2 ডিসেম্বর রিভিউ পিটিশনের আবেদন করা হয় ।
- 18 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইনের উপর স্থগিতাদেশের আর্জি খারিজ সুপ্রিম কোর্টের ।
- 20 ডিসেম্বর : CAA নিয়ে দেশজুড়ে চলা অশান্তির মধ্যেই আশ্বাসবাণী স্বরাষ্ট্রমন্ত্রকের । নাগরিকত্বের প্রমাণ দেওয়ার জন্য প্রয়োজন জন্ম তারিখ বা জন্মস্থান সংক্রান্ত নথি ৷ কোনও নাগরিক প্রয়োজনে দুই তথ্যের নথিই জমা করতে পারেন । টুইট স্বরাষ্ট্রমন্ত্রকের ।
- 21 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী আন্দোলনে উত্তরপ্রদেশে 10 থেকে 21 ডিসেম্বর পর্যন্ত মৃত 15 । জানায় সেরাজ্যের প্রশাসন ।
New Delhi, Dec 31 (ANI): The Minister of State (MoS) in Rural Development Ministry Sadhvi Niranjan Jyoti gave a controversial statement on December 31 where she said Congress General Secretary in Uttar Pradesh Priyanka Gandhi Vadra should change her name to 'Feroze Priyanka'. While speaking to media in the national capital, the veteran leader of Congress party Mallikarjun Kharge spoke on her controversial statement. He said, "By giving such kind of statements she is exposing herself and Priyanka Gandhi Vadra is not doing agitation for her own. She is doing it for the problems and issues of common masses and also becoming the voice of voiceless people. She is speaking on behalf of all of them." "Sadhvi Niranjan Jyoti is having stomach ache and also have no capital so by giving these kinds of statements she wants to be in news, while on the other side we are in news due to our work for the people," he added. "Don't take such people's name who always gives hate speech and statements. They don't have any culture and such uncultured ministers always speak against Gandhi and Nehru family. They don't know what sacrifices this family has made for this country and in spite of that they make such statements. I condemn it," Kharge further stated.
Last Updated : Dec 31, 2019, 7:23 PM IST