ETV Bharat / bharat

যৌন হেনস্থার অভিযোগ, বহিষ্কৃত মেজর জেনেরাল - Major General Serving In Assam Rifles Dismissed Without Pension For Harassment

জসওয়ালের কোর্ট মার্শাল হওয়ার খবর মেনে নিয়েছেন সেনাপ্রধান বিপিন রাওয়াত । তিনিই জুলাই মাসে এই নির্দেশে সই করেন বলে জানা গেছে ।

যৌন হেনস্থার অভিযোগ, বহিষ্কৃত মেজর জেনেরাল
author img

By

Published : Aug 16, 2019, 5:15 PM IST

দিল্লি, 16 অগাস্ট : সহকর্মীকে যৌন হেনস্থার অভিযোগে বহিষ্কৃত মেজর জেনেরাল আর এস জসওয়াল । তিনি অসম রাইফেলসে কর্মরত ছিলেন ।

জসওয়ালের কোর্ট মার্শাল হওয়ার খবর মেনে নিয়েছেন সেনাপ্রধান বিপিন রাওয়াত । তিনিই জুলাই মাসে এই নির্দেশে সই করেন বলে জানা গেছে ।

2016 সালে যৌন হেনস্থার ঘটনাটি ঘটেছিল আর্মির ওয়েস্টার্ন কমান্ডে । জসওয়ালের (সেসময় ওয়েস্টার্ন কমান্ডে কর্মরত ছিলেন তিনি) বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন ক্যাপ্টেন পদমর্যাদা সম্পন্ন এক মহিলা অফিসার ।

দিল্লি, 16 অগাস্ট : সহকর্মীকে যৌন হেনস্থার অভিযোগে বহিষ্কৃত মেজর জেনেরাল আর এস জসওয়াল । তিনি অসম রাইফেলসে কর্মরত ছিলেন ।

জসওয়ালের কোর্ট মার্শাল হওয়ার খবর মেনে নিয়েছেন সেনাপ্রধান বিপিন রাওয়াত । তিনিই জুলাই মাসে এই নির্দেশে সই করেন বলে জানা গেছে ।

2016 সালে যৌন হেনস্থার ঘটনাটি ঘটেছিল আর্মির ওয়েস্টার্ন কমান্ডে । জসওয়ালের (সেসময় ওয়েস্টার্ন কমান্ডে কর্মরত ছিলেন তিনি) বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন ক্যাপ্টেন পদমর্যাদা সম্পন্ন এক মহিলা অফিসার ।

Mumbai, Aug 16 (ANI): Sensex witnessed a downfall by 200 points on August 16. Speaking to ANI, on this downfall of the market, Market Expert Sunil Shah said that it's a culmination of both national and international reasons. Shah said, "The Sensex is down by more than 200 points, and today's fall I will attribute to more international reasons than local, it's a culmination of both. Fear of world going in recession and the trade war going between US and China, recession is looming because of trade war, geo political instability these are the reason the investors are feeling nervous about it. The next obvious thing is that people will not book profit unless this situation stabilizes and there is sanguine atmosphere in the world we will see this kind of roller coaster ride for equity market."

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.