ETV Bharat / bharat

কোরোনা আক্রান্ত মহারাষ্ট্রের মন্ত্রী ধনঞ্জয় মুণ্ডে - Corona situation in maharastra

এই নিয়ে মহারাষ্ট্রে তৃতীয় কোনও মন্ত্রী কোরোনায় আক্রান্ত হলেন । পাশাপাশি তাঁর ব্যক্তিগত সহকারি ও দপ্তরের আরও এক কর্মীর শরীরেও কোরোনা ভাইরাসের হদিস পাওয়া যায় ।

ধনঞ্জয় মুণ্ডে
ধনঞ্জয় মুণ্ডে
author img

By

Published : Jun 12, 2020, 10:58 AM IST

মুম্বই, 12 জুন : কোরোনায় আক্রান্ত মহারাষ্ট্রের মন্ত্রী ধনঞ্জয় মুণ্ডে । তাঁর ব্যক্তিগত সহকারি ও দপ্তরের আরও এক কর্মীও আক্রান্ত হয়েচেন । এই নিয়ে মহারাষ্ট্রে তৃতীয় কোনও মন্ত্রী কোরোনায় আক্রান্ত হলেন । জানা গেছে, মঙ্গলবার তিনি মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত ছিলেন । তাঁর সংস্পর্শে আসা সকলকে কোয়ারানটিনে পাঠানো হয়েছে । তাঁদেরও কোরোনা পরীক্ষা হবে বলে জানা গেছে ।

মহারাষ্ট্রের পারলি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ধনঞ্জয় মুণ্ডে সামাজিক ন্যায় বিভাগের মন্ত্রী । কোরোনা পরিস্থিতিতেও কাজ চালিয়েছেন তিনি । মঙ্গলবারই মন্ত্রিসভার বৈঠক করেন । বুধবার অসুস্থ বোধ করায় কোরোনা পরীক্ষা হয় তাঁর । আজ সকালে তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে । এর আগে মহারাষ্ট্র বিধানসভার মন্ত্রী জিতেন্দ্র আওয়াধ ও অশোক চহ্বানও কোরোনায় আক্রান্ত হন । যদিও আপাতত এই দু'জন কোরোনামুক্ত ।

দেশের সবচেয়ে বেশি কোরোনা আক্রান্ত মহারাষ্ট্রে । এখানে গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 3 হাজার 590 জন । যা একদিনে আক্রান্তের নিরিখে এখনওপর্যন্ত সর্বোচ্চ । মৃত্যু হয়েছে 152 জনের । প্রতিদিনই সংক্রমণ বাড়ছে মুম্বইয়ে । গত 24 ঘণ্টায় এখানে কোরোনা সংক্রমিত হয়েছে 1540 জন । এশিয়ার বৃহত্তম বস্তি ধারাভিতে আক্রান্ত 1984 জন । এখানেও বাড়ছে সংক্রমণ ।

আক্রান্তের নিরিখে সোমবারই চিনের উহানকে ছাড়িয়েছিল মহারাষ্ট্র । এবার কানাডাকেও ছাড়াল এই রাজ্য । আনলক ওয়ানে এরাজ্যের বিভিন্ন ক্ষেত্রে কাজ শুরু হওয়ায় সংক্রমণ বাড়ছে বলে মন বিশেষজ্ঞদের ।

মুম্বই, 12 জুন : কোরোনায় আক্রান্ত মহারাষ্ট্রের মন্ত্রী ধনঞ্জয় মুণ্ডে । তাঁর ব্যক্তিগত সহকারি ও দপ্তরের আরও এক কর্মীও আক্রান্ত হয়েচেন । এই নিয়ে মহারাষ্ট্রে তৃতীয় কোনও মন্ত্রী কোরোনায় আক্রান্ত হলেন । জানা গেছে, মঙ্গলবার তিনি মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত ছিলেন । তাঁর সংস্পর্শে আসা সকলকে কোয়ারানটিনে পাঠানো হয়েছে । তাঁদেরও কোরোনা পরীক্ষা হবে বলে জানা গেছে ।

মহারাষ্ট্রের পারলি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ধনঞ্জয় মুণ্ডে সামাজিক ন্যায় বিভাগের মন্ত্রী । কোরোনা পরিস্থিতিতেও কাজ চালিয়েছেন তিনি । মঙ্গলবারই মন্ত্রিসভার বৈঠক করেন । বুধবার অসুস্থ বোধ করায় কোরোনা পরীক্ষা হয় তাঁর । আজ সকালে তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে । এর আগে মহারাষ্ট্র বিধানসভার মন্ত্রী জিতেন্দ্র আওয়াধ ও অশোক চহ্বানও কোরোনায় আক্রান্ত হন । যদিও আপাতত এই দু'জন কোরোনামুক্ত ।

দেশের সবচেয়ে বেশি কোরোনা আক্রান্ত মহারাষ্ট্রে । এখানে গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 3 হাজার 590 জন । যা একদিনে আক্রান্তের নিরিখে এখনওপর্যন্ত সর্বোচ্চ । মৃত্যু হয়েছে 152 জনের । প্রতিদিনই সংক্রমণ বাড়ছে মুম্বইয়ে । গত 24 ঘণ্টায় এখানে কোরোনা সংক্রমিত হয়েছে 1540 জন । এশিয়ার বৃহত্তম বস্তি ধারাভিতে আক্রান্ত 1984 জন । এখানেও বাড়ছে সংক্রমণ ।

আক্রান্তের নিরিখে সোমবারই চিনের উহানকে ছাড়িয়েছিল মহারাষ্ট্র । এবার কানাডাকেও ছাড়াল এই রাজ্য । আনলক ওয়ানে এরাজ্যের বিভিন্ন ক্ষেত্রে কাজ শুরু হওয়ায় সংক্রমণ বাড়ছে বলে মন বিশেষজ্ঞদের ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.