মুম্বই, 12 নভেম্বর : মহারাষ্ট্র নিয়ে ধীরে চলো নীতি কংগ্রেস এবং NCP-এর । সহযোগী NCP-এর সঙ্গে আরও বিস্তারিত আলোচনা না করে শিবসেনাকে সমর্থনের বিষয়ে তারা কোনও সিদ্ধান্ত নেবে না বলেও স্পষ্ট করে দিলেন কংগ্রেস নেতারা ।
মহারাষ্ট্রের ভবিষ্যৎ কী হবে, শিবসেনাকে সমর্থন করা হবে কি না-এসব বিষয় নিয়ে আজ আলোচনায় বসেন কংগ্রেস এবং NCP নেতারা । বৈঠক শেষে কংগ্রেসের আহমেদ প্যাটেল অভিযোগ করেন, BJP সুপ্রিম কোর্টের নির্দেশিত পথ না মেনেই রাজ্য কাজ চালিয়ে যাচ্ছে । পাশাপাশি, কংগ্রেস শিবিরকে সরকার গড়ার জন্য না ডাকায় আজ মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দিল কংগ্রেস । কংগ্রেস না নেতা আহমেদ পটেলের প্রশ্ন, শিবসেনা, NCP বা BJP কে সরকার গড়ার জন্য আমন্ত্রণ জানানো হল, কিন্তু, কংগ্রেসকে ডাকা হল না কেন?
কিন্তু, শিবসেনাকে সমর্থন করা হবে কি না, সে বিষয়টি ঝুলিয়েই রাখলেন তাঁরা । কংগ্রেসর সুরে সুর মিলিয়ে NCP-ও সরকার গড়ার বিষয়টি ঝুলিয়েই রেখে দিল । আজ মহারাষ্ট্র রাষ্ট্রপতি শাসনের বিষয়টিকে নিন্দা করে NCP দাবি, শিবসেনা নেতৃত্ব তাদের ফোন করলেও জোট গড়ার বিষয়ে কোনও কথা হয়নি ।