ETV Bharat / bharat

কোরোনায় আক্রান্ত দেবেন্দ্র ফড়নবিশ - দেবেন্দ্র ফড়ণবিশ কোরোনা পজ়িটিভ

BJP নেতা দেবেন্দ্র ফড়নবিশ কোরোনা পজ়িটিভ । যাঁরা তাঁর সংস্পর্শে এসেছিলেন, তাঁদেরও কোরোনা পরীক্ষার আর্জি জানান মহারাষ্ট্রের প্রাক্তন এই মুখ্যমন্ত্রী ।

debendra
debendra
author img

By

Published : Oct 24, 2020, 4:02 PM IST

মুম্বই, 24 অক্টোবর : কোরোনায় আক্রান্ত BJP নেতা দেবেন্দ্র ফড়নবিশ । বিহার নির্বাচনে BJP প্রচারে প্রধান দায়িত্বে রয়েছেন তিনি । আজ দুপুরে টুইটে তিনি তাঁর সংক্রমণের কথা জানান । মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী লেখেন, "ভগবান চান আমি কিছু সময়ের জন্য থামি এবং বিরতি নিই ।"

যাঁরা তাঁর সংস্পর্শে এসেছিলেন, তাঁদেরও কোরোনা পরীক্ষার আর্জি জানান মহারাষ্ট্রের প্রাক্তন এই মুখ্যমন্ত্রী ।

  • लॉकडाऊन सुरू झाल्यापासून आलेला प्रत्येक दिवस हा कार्यरत राहण्यात गेला. पण आता काही काळ विश्रांती घेतली पाहिजे, अशी परमेश्वराची इच्छा असावी.
    माझी कोविड चाचणी पॉझिटिव्ह आली असून मी स्वतःला आयसोलेट केले आहे. डॉक्टरांच्या सल्ल्यानुसार औषधोपचार घेतो आहे.

    — Devendra Fadnavis (@Dev_Fadnavis) October 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ফড়নবিশ টুইটে লেখেন, "লকডাউন থেকে আমি প্রতিটা দিন কাজ করেই চলেছি । এবং ভগবান চান আমি কয়েকদিনের জন্য বিরতি নিই । আমি কোভিড পজ়িটিভ । আইসোলেশনে রয়েছি । চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আমি ওষুধ নিচ্ছি । "

"যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁরা কোরোনা পরীক্ষা করিয়ে নিন । সবাই সাবধানে থাকুন ।", আরও একটি টুইটে লেখেন ফড়নবিশ ।

গতমাসে বিহারে নির্বাচনে BJP-র ইনচার্জ হিসেবে নিযুক্ত করা হয় ফড়নবিশকে । কোরোনা প্যানডেমিকের মধ্যেই দেশের সবথেকে বড় নির্বাচন হবে বিহারে । 28 অক্টোবর থেকে তিন দফায় হবে ভোটগ্রহণ। তার আগে জোরদার প্রচার চালাচ্ছে BJP । দেবেন্দ্র ফড়নবিশের কোরোনা সংক্রমণ গেরুয়া শিবিরের প্রচারে কি প্রভাব ফেলবে, সেই আলোচনা শুরু হয়েছে ইতিমধ্যেই ।

মুম্বই, 24 অক্টোবর : কোরোনায় আক্রান্ত BJP নেতা দেবেন্দ্র ফড়নবিশ । বিহার নির্বাচনে BJP প্রচারে প্রধান দায়িত্বে রয়েছেন তিনি । আজ দুপুরে টুইটে তিনি তাঁর সংক্রমণের কথা জানান । মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী লেখেন, "ভগবান চান আমি কিছু সময়ের জন্য থামি এবং বিরতি নিই ।"

যাঁরা তাঁর সংস্পর্শে এসেছিলেন, তাঁদেরও কোরোনা পরীক্ষার আর্জি জানান মহারাষ্ট্রের প্রাক্তন এই মুখ্যমন্ত্রী ।

  • लॉकडाऊन सुरू झाल्यापासून आलेला प्रत्येक दिवस हा कार्यरत राहण्यात गेला. पण आता काही काळ विश्रांती घेतली पाहिजे, अशी परमेश्वराची इच्छा असावी.
    माझी कोविड चाचणी पॉझिटिव्ह आली असून मी स्वतःला आयसोलेट केले आहे. डॉक्टरांच्या सल्ल्यानुसार औषधोपचार घेतो आहे.

    — Devendra Fadnavis (@Dev_Fadnavis) October 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ফড়নবিশ টুইটে লেখেন, "লকডাউন থেকে আমি প্রতিটা দিন কাজ করেই চলেছি । এবং ভগবান চান আমি কয়েকদিনের জন্য বিরতি নিই । আমি কোভিড পজ়িটিভ । আইসোলেশনে রয়েছি । চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আমি ওষুধ নিচ্ছি । "

"যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁরা কোরোনা পরীক্ষা করিয়ে নিন । সবাই সাবধানে থাকুন ।", আরও একটি টুইটে লেখেন ফড়নবিশ ।

গতমাসে বিহারে নির্বাচনে BJP-র ইনচার্জ হিসেবে নিযুক্ত করা হয় ফড়নবিশকে । কোরোনা প্যানডেমিকের মধ্যেই দেশের সবথেকে বড় নির্বাচন হবে বিহারে । 28 অক্টোবর থেকে তিন দফায় হবে ভোটগ্রহণ। তার আগে জোরদার প্রচার চালাচ্ছে BJP । দেবেন্দ্র ফড়নবিশের কোরোনা সংক্রমণ গেরুয়া শিবিরের প্রচারে কি প্রভাব ফেলবে, সেই আলোচনা শুরু হয়েছে ইতিমধ্যেই ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.