ETV Bharat / bharat

প্রয়াত মধ্যপ্রদেশের রাজ্যপাল লালজি ট্যান্ডন

প্রয়াত মধ্যপ্রদেশের রাজ্যপাল লালজি ট্যান্ডন ।

Lalji Tandon
Lalji Tandon
author img

By

Published : Jul 21, 2020, 7:33 AM IST

Updated : Jul 21, 2020, 8:21 AM IST

ভোপাল, 21 জুলাই : প্রয়াত মধ্যপ্রদেশের রাজ্যপাল লালজি ট্যান্ডন । বয়স হয়েছিল ৮৫ । ১১ জুন থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি ।

শ্বাসকষ্টের সমস্যা ও জ্বর থাকায় তাঁকে লখনউয়ের হাসপাতালে ভরতি করা হয়েছিল । কয়েকদিন আগে থেকে ক্রিটিকাল কেয়ার ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে । আর আজ সকালে তাঁর মৃত্যুর খবর জানান ছেলে আশুতোষ ট্যান্ডন ।

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

  • Shri Lalji Tandon will be remembered for his untiring efforts to serve society. He played a key role in strengthening the BJP in Uttar Pradesh. He made a mark as an effective administrator, always giving importance of public welfare. Anguished by his passing away. pic.twitter.com/6GeYOb5ApI

    — Narendra Modi (@narendramodi) July 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিও ।

  • I am pained to hear about the sad demise of Shri Lalji Tandon. A stalwart , Babuji helped pave the way for many youngsters, guiding us gently on our ideological journey. My condolences to Gopal bhaiya & family. Om Shanti 🙏

    — Smriti Z Irani (@smritiirani) July 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি অসুস্থ হওয়ার পরই মধ্যপ্রদেশের রাজ্যপালের অতিরিক্ত দায়িত্ব সামলাচ্ছিলেন আনন্দীবেন প্যাটেল ।

ভোপাল, 21 জুলাই : প্রয়াত মধ্যপ্রদেশের রাজ্যপাল লালজি ট্যান্ডন । বয়স হয়েছিল ৮৫ । ১১ জুন থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি ।

শ্বাসকষ্টের সমস্যা ও জ্বর থাকায় তাঁকে লখনউয়ের হাসপাতালে ভরতি করা হয়েছিল । কয়েকদিন আগে থেকে ক্রিটিকাল কেয়ার ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে । আর আজ সকালে তাঁর মৃত্যুর খবর জানান ছেলে আশুতোষ ট্যান্ডন ।

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

  • Shri Lalji Tandon will be remembered for his untiring efforts to serve society. He played a key role in strengthening the BJP in Uttar Pradesh. He made a mark as an effective administrator, always giving importance of public welfare. Anguished by his passing away. pic.twitter.com/6GeYOb5ApI

    — Narendra Modi (@narendramodi) July 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিও ।

  • I am pained to hear about the sad demise of Shri Lalji Tandon. A stalwart , Babuji helped pave the way for many youngsters, guiding us gently on our ideological journey. My condolences to Gopal bhaiya & family. Om Shanti 🙏

    — Smriti Z Irani (@smritiirani) July 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি অসুস্থ হওয়ার পরই মধ্যপ্রদেশের রাজ্যপালের অতিরিক্ত দায়িত্ব সামলাচ্ছিলেন আনন্দীবেন প্যাটেল ।

Last Updated : Jul 21, 2020, 8:21 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.