ETV Bharat / bharat

কমলের ইস্তফায় মধ্য়প্রদেশে কমল-রাজ শুরুর অপেক্ষা - cm kamal nath resigned

ছবি
ছবি
author img

By

Published : Mar 20, 2020, 12:36 PM IST

Updated : Mar 20, 2020, 3:01 PM IST

12:18 March 20

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা কমল নাথের ৷ রাজ্যপাল লালজি ট্যান্ডনের কাছে গিয়ে নিজের ইস্তফা জমা দেন তিনি ৷ পতন হল 15 মাসের কংগ্রেস সরকারের ৷

ভোপাল, 20 মার্চ : দিন কয়েক আগেই ছবিটা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছিল ৷ কিন্তু, ধনুকভাঙা পণ করে মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে চাননি তিনি ৷ অন্যদিকে, আস্থা ভোট দ্রুত করানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়েছিল গেরুয়া শিবির ৷ গতকালই সুপ্রিম কোর্ট জানিয়েছিল আজ আস্থা ভোটের কথা ৷ কিন্তু, তার আগেই মুখ্য়মন্ত্রীর পদ ত্যাগ করলেন কমল নাথ ৷ স্বাভাবিকভাবেই আর কোনও প্রয়োজন থাকল না আস্থা ভোটের ৷ পরিস্থিতি যা, তাতে মধ্যপ্রদেশে গেরুয়া সাম্রাজ্য় শুরু কার্যত সময়ের অপেক্ষা ৷ 

2018-এর 17 ডিসেম্বর ৷ মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন কমল নাথ । এই পনেরো মাসে তাঁর প্রদেশের জন্য কী কী করেছেন, আজ সাংবাদিক বৈঠকের প্রথমের দিকে উঠে এল সেই সব কথা। এরপর বর্তমান পরিস্থিতি নিয়ে কটাক্ষ করেন BJP কে । সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "আসল সত্যিটা কী ? দেশ তা দেখেছে । গোটা দেশ দেখেছে কীভাবে বেঙ্গালুরুতে বিধায়কদের আটকে রাখা হয়েছিল । মানুষ তাদের ক্ষমা করবে না । BJP ভেবেছিল আমার প্রদেশকে হারিয়ে ওরা জিতে যাবে । কিন্তু তা কোনওদিন সম্ভব নয় । "  

পদত্যাগ পত্রে তিনি লেখেন, আমি আমার 40 বছরের রাজনৈতিক জীবনে স্বচ্ছভাবে কাজ করেছি । সর্বদা গণতান্ত্রিক মূল্যবোধকে গুরুত্ব দিয়েছি ।  কিন্তু গত দু'সপ্তাহের ঘটনায় গণতান্ত্রিক মূল্যবোধ অবক্ষয়ের এক নতুন অধ্যায়ের সূচনা হল ।   

দিন দশেক আগেই রাহুল গান্ধির 'প্রাণের বন্ধু' জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কংগ্রেস ছেড়ে BJP-তে যোগ দেওয়ার পর রাজনৈতিক মহলে সিন্ধিয়া-ঘনিষ্ঠ বলে পরিচিত আরও 22 জন কংগ্রেস বিধায়ক গত সপ্তাহে ইস্তফাপত্র জমা দেন ৷ তারপর মধ্যপ্রদেশের BJP শিবির কমল নাথ সরকারের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রশ্ন তোলে ৷ এরপর আস্থা ভোট করা নিয়ে শুনানি চলে সুপ্রিম কোর্টে । শীর্ষ আদালত জানিয়ে দেয়, আজ দুুপুর দুটোয় আস্থা ভোট হবে । অপেক্ষা ছিল বিকেল পাঁচটার আস্থা ভোটের ফলাফলের দিকে । তার আগেই সাংবাদিক বৈঠকে পদত্যাগ করার কথা জানিয়ে দেন কমল নাথ । 

12:18 March 20

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা কমল নাথের ৷ রাজ্যপাল লালজি ট্যান্ডনের কাছে গিয়ে নিজের ইস্তফা জমা দেন তিনি ৷ পতন হল 15 মাসের কংগ্রেস সরকারের ৷

ভোপাল, 20 মার্চ : দিন কয়েক আগেই ছবিটা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছিল ৷ কিন্তু, ধনুকভাঙা পণ করে মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে চাননি তিনি ৷ অন্যদিকে, আস্থা ভোট দ্রুত করানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়েছিল গেরুয়া শিবির ৷ গতকালই সুপ্রিম কোর্ট জানিয়েছিল আজ আস্থা ভোটের কথা ৷ কিন্তু, তার আগেই মুখ্য়মন্ত্রীর পদ ত্যাগ করলেন কমল নাথ ৷ স্বাভাবিকভাবেই আর কোনও প্রয়োজন থাকল না আস্থা ভোটের ৷ পরিস্থিতি যা, তাতে মধ্যপ্রদেশে গেরুয়া সাম্রাজ্য় শুরু কার্যত সময়ের অপেক্ষা ৷ 

2018-এর 17 ডিসেম্বর ৷ মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন কমল নাথ । এই পনেরো মাসে তাঁর প্রদেশের জন্য কী কী করেছেন, আজ সাংবাদিক বৈঠকের প্রথমের দিকে উঠে এল সেই সব কথা। এরপর বর্তমান পরিস্থিতি নিয়ে কটাক্ষ করেন BJP কে । সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "আসল সত্যিটা কী ? দেশ তা দেখেছে । গোটা দেশ দেখেছে কীভাবে বেঙ্গালুরুতে বিধায়কদের আটকে রাখা হয়েছিল । মানুষ তাদের ক্ষমা করবে না । BJP ভেবেছিল আমার প্রদেশকে হারিয়ে ওরা জিতে যাবে । কিন্তু তা কোনওদিন সম্ভব নয় । "  

পদত্যাগ পত্রে তিনি লেখেন, আমি আমার 40 বছরের রাজনৈতিক জীবনে স্বচ্ছভাবে কাজ করেছি । সর্বদা গণতান্ত্রিক মূল্যবোধকে গুরুত্ব দিয়েছি ।  কিন্তু গত দু'সপ্তাহের ঘটনায় গণতান্ত্রিক মূল্যবোধ অবক্ষয়ের এক নতুন অধ্যায়ের সূচনা হল ।   

দিন দশেক আগেই রাহুল গান্ধির 'প্রাণের বন্ধু' জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কংগ্রেস ছেড়ে BJP-তে যোগ দেওয়ার পর রাজনৈতিক মহলে সিন্ধিয়া-ঘনিষ্ঠ বলে পরিচিত আরও 22 জন কংগ্রেস বিধায়ক গত সপ্তাহে ইস্তফাপত্র জমা দেন ৷ তারপর মধ্যপ্রদেশের BJP শিবির কমল নাথ সরকারের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রশ্ন তোলে ৷ এরপর আস্থা ভোট করা নিয়ে শুনানি চলে সুপ্রিম কোর্টে । শীর্ষ আদালত জানিয়ে দেয়, আজ দুুপুর দুটোয় আস্থা ভোট হবে । অপেক্ষা ছিল বিকেল পাঁচটার আস্থা ভোটের ফলাফলের দিকে । তার আগেই সাংবাদিক বৈঠকে পদত্যাগ করার কথা জানিয়ে দেন কমল নাথ । 

Last Updated : Mar 20, 2020, 3:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.