বালোট্রা, 31 জুলাই : বে-আইনি মদ ভরতি একটি LPG ট্যাঙ্কার আটক করল পুলিশ ৷ রাজস্থানের ঘটনা ৷ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ ৷ প্রায় লক্ষাধিক টাকার বৈ-আইনি মদ পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গিয়েছে ৷
পুলিশ সূত্রের খবর, গোপন সূত্রে খবর পেয়ে এদিন শহরের একাধিক জায়গায় ব্যারিকেড করে পুলিশ ৷ এক সিনিয়র পুলিশ আধিকারিক বলেন, শহরের একটি এলাকা থেকে ট্যাঙ্কারটি আটকানো হয় ৷ ট্যাঙ্কার চালককে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ এরপরেই ওই ট্যাঙ্ক সহ চালককে আটক করা হয় ৷ প্রায় 5 লাখ টাকার বেআইনি মদ বাজেয়াপ্ত করা হয়েছে ৷ গ্রেপ্তার করা হয়েছে ট্যাঙ্কের চালককেও ৷ ধৃতের নাম সুরতারাম (Surtaram) ৷ ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ৷