ETV Bharat / bharat

তৈরি হল কম খরচের ‘প্রাণ-বায়ু’ ভেন্টিলেটর - coronavirus updates

IIT-রুরকির ডিজ়াইন করা এই ভেন্টিলেটরগুলিকে একজায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া খুবই সহজ । হৃষিকেশের AIIMS-র সাহায্যে এই ভেন্টিলেটর তৈরি হয়েছে । এর নাম দেওয়া হয়েছে ‘প্রাণ-বায়ু’ ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 4, 2020, 9:09 PM IST

দিল্লি, 4 এপ্রিল : COVID 19 প্যানডেমিকের সঙ্গে লড়তে অত্যন্ত প্রয়োজনীয় ও বহুপ্রতীক্ষিত ভেন্টিলেটর তৈরিতে সফল হলেন ভারতীয় গবেষকরা, এবং সেটা অত্যন্তকম খরচে । IIT-রুরকির ডিজ়াইন করা এই ভেন্টিলেটরগুলিকে একজায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া খুবই সহজ । এর কাজ করতে কমপ্রেসড এয়ারের প্রয়োজন হয় না । গবেষকরা বলছেন, এটা সবথেকে ভালো কাজ করবে সেই সময়, যখন ইমার্জেন্সি এবং আউটডোরকে ICU ও আইসোলেশন সেন্টারে পরিবর্তিত করা হবে । হৃষিকেশের AIIMS-র সাহায্যে এই ভেন্টিলেটর তৈরি হয়েছে । এর নাম দেওয়া হয়েছে ‘প্রাণ-বায়ু’ ।

অ্যামেরিকাতেও ভারতীয় ইঞ্জিনিয়ররা কম খরচে অন্য একটি ভেন্টিলেটর তৈরি করেছেন । COVID 19 প্যানডেমিকের জেরে ভেন্টিলেটরের বিপুলভাবে বেড়ে যাওয়ার পর, অ্যামেরিকার কাছে এটি স্বস্তির খবর । ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির সহযোগিতায় এই কম খরচের ভেন্টিলেটরগুলি তৈরি হয়েছে।

অ্যামেরিকায় ভারতের রাষ্ট্রদূত তরণজিৎ সিং সান্ধু বলেন, ব্যাপকহারে এই যন্ত্র তৈরি করলে বর্তমান পরিস্থিতিতে হাজার হাজার মানুষের প্রাণ বাঁচতে পারে । ব্যাগ ভালভ রেজিস্টার এবং অন্যান্য উপকরণের সাহায্যে এগুলি তৈরি হয়েছে, যার মূল্য মাত্র 400-500 ডলারের মধ্যেই । একটি প্লাস্টিকের ব্যাগের মতো দেখতে এই যন্ত্রের মাধ্যমে, জরুরি পরিস্থিতিতে হাত দিয়েও ডাক্তাররা রোগীর ফুসফুসে হাওয়া পাম্প করতে পারবেন ।

দিল্লি, 4 এপ্রিল : COVID 19 প্যানডেমিকের সঙ্গে লড়তে অত্যন্ত প্রয়োজনীয় ও বহুপ্রতীক্ষিত ভেন্টিলেটর তৈরিতে সফল হলেন ভারতীয় গবেষকরা, এবং সেটা অত্যন্তকম খরচে । IIT-রুরকির ডিজ়াইন করা এই ভেন্টিলেটরগুলিকে একজায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া খুবই সহজ । এর কাজ করতে কমপ্রেসড এয়ারের প্রয়োজন হয় না । গবেষকরা বলছেন, এটা সবথেকে ভালো কাজ করবে সেই সময়, যখন ইমার্জেন্সি এবং আউটডোরকে ICU ও আইসোলেশন সেন্টারে পরিবর্তিত করা হবে । হৃষিকেশের AIIMS-র সাহায্যে এই ভেন্টিলেটর তৈরি হয়েছে । এর নাম দেওয়া হয়েছে ‘প্রাণ-বায়ু’ ।

অ্যামেরিকাতেও ভারতীয় ইঞ্জিনিয়ররা কম খরচে অন্য একটি ভেন্টিলেটর তৈরি করেছেন । COVID 19 প্যানডেমিকের জেরে ভেন্টিলেটরের বিপুলভাবে বেড়ে যাওয়ার পর, অ্যামেরিকার কাছে এটি স্বস্তির খবর । ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির সহযোগিতায় এই কম খরচের ভেন্টিলেটরগুলি তৈরি হয়েছে।

অ্যামেরিকায় ভারতের রাষ্ট্রদূত তরণজিৎ সিং সান্ধু বলেন, ব্যাপকহারে এই যন্ত্র তৈরি করলে বর্তমান পরিস্থিতিতে হাজার হাজার মানুষের প্রাণ বাঁচতে পারে । ব্যাগ ভালভ রেজিস্টার এবং অন্যান্য উপকরণের সাহায্যে এগুলি তৈরি হয়েছে, যার মূল্য মাত্র 400-500 ডলারের মধ্যেই । একটি প্লাস্টিকের ব্যাগের মতো দেখতে এই যন্ত্রের মাধ্যমে, জরুরি পরিস্থিতিতে হাত দিয়েও ডাক্তাররা রোগীর ফুসফুসে হাওয়া পাম্প করতে পারবেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.