ETV Bharat / bharat

জাতিগত বিভেদের লক্ষে ‘লাভ জিহাদ’ শব্দটির জন্ম দিয়েছে BJP : গেহলট - জাতিগত বিভেদ সৃষ্টির উদ্দেশ্য়

আজ অশোক গেহলট তাঁর টুইটারে লেখেন, লাভ জিহাদ এমনটা একটা শব্দ, যা সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতিগত বিভেদ সৃষ্টির উদ্দেশ্য়ে BJP এটা তৈরি করেছে ৷ বিয়ে সম্পূর্ণভাবে ব্য়ক্তিগত স্বাধীনতার বিষয় ৷ আইন প্রণয়ন করে তাতে নিষেধাজ্ঞা জারি করা সংবিধান বিরোধী ৷ এমনকি কোনও আইনের আদালতে এটা স্থান পাবে না ৷

love-jihad-word-manufactured-by-bjp-to-divide-country-says-rajasthan-cm
জাতিগত বিভেদের লক্ষ্য়ে ‘লাভ জিহাদ’ শব্দটির জন্ম দিয়েছে BJP : অশোক গেহলট
author img

By

Published : Nov 20, 2020, 3:24 PM IST

Updated : Nov 20, 2020, 3:51 PM IST

দিল্লি, 20 নভেম্বর : সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতিগত বিভেদ তৈরি করার উদ্দেশ্য়ে ‘লাভ জিহাদ’ শব্দটি তৈরি করেছে BJP. এমনটাই অভিযোগ করলেন রাজস্থানের মুখ্য়মন্ত্রী অশোক গেহলট ৷ টুইটারে এ নিয়ে তিনি সরব হয়েছেন ৷ গেহলট বলেন, বিয়েটা দু’টো মানুষের ব্য়ক্তিগত সিদ্ধান্ত ৷ সেখানে BJP নাক গলাচ্ছে ৷ প্রসঙ্গত, মধ্য়প্রদেশের স্বরাষ্ট্র মন্ত্রী নরত্তম মিশ্রা ঘোষণা করেছেন, যে তাঁরা সে রাজ্য়ে লাভ জিহাদের বিরুদ্ধে আইন আনবেন ৷ সেই প্রেক্ষিতেই এবার BJP-কে নিশানা করলেন অশোক গেহলট ৷

আজ অশোক গেহলট তাঁর টুইটারে লেখেন, লাভ জিহাদ এমনটা একটা শব্দ, যা সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতিগত বিভেদ সৃষ্টির উদ্দেশ্য়ে BJP এটা তৈরি করেছে ৷ বিয়ে সম্পূর্ণভাবে ব্য়ক্তিগত স্বাধীনতার বিষয় ৷ আইন প্রণয়ন করে তাতে নিষেধাজ্ঞা জারি করা সংবিধান বিরোধী ৷ এমনকি কোনও আইনের আদালতে এটা স্থান পাবে না ৷ ভালোবাসা জিহাদের কোনও জায়গা নেই বলে উল্লেখ করেন রাজস্থানের মুখ্য়মন্ত্রী ৷ এ নিয়ে আরও একটি টুইট করেন গেহলট ৷ তাঁর দ্বিতীয় টুইটে তিনি লেখেন, BJP এমন একটা পরিবেশ দেশে তৈরি করতে চাইছে, যেখানে প্রাপ্তবয়স্করা রাষ্ট্রশক্তির করুনায় বেঁচে থাকবে ৷ এখানেও বৈবাহিক পছন্দের স্বাধীনতা ও তার উপর আইন প্রয়োগ করে নিষেধাজ্ঞা জারির বিরোধিতা করেন গেহলট ৷ যেখানে রাজস্থানের মুখ্য়মন্ত্রী উল্লেখ করেন, এই আইন প্রয়োগ আসলে ব্য়ক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ ৷ গেহলটের অভিযোগ, এর পিছনে আসল উদ্দেশ্য় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা এবং সামাজিক দ্বন্দ্বে ইন্ধন জোগানো ৷

অন্য়দিকে, ভিন ধর্মে বিয়ে নিয়ে সম্প্রতি এলাহাবাদ হাইকোর্ট একটি রায় দিয়েছে ৷ সেই রায়কে উল্লেখ করে উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্য়নাথ বলেছেন, লাভ জিহাদকে বন্ধ করতে এবং জোর করে ধর্মান্তকরণ ঠেকাতে তাঁর সরকার কঠোর আইন আনবে ৷ এনিয়ে গত ফেব্রুয়ারি মাসেই লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছিল, যে লাভ জিহাদ শব্দটি আইনে সংজ্ঞায়িত করা হয়নি ৷ এমনকি এ নিয়ে কোনও অভিযোগও জমা পড়েনি ৷

দিল্লি, 20 নভেম্বর : সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতিগত বিভেদ তৈরি করার উদ্দেশ্য়ে ‘লাভ জিহাদ’ শব্দটি তৈরি করেছে BJP. এমনটাই অভিযোগ করলেন রাজস্থানের মুখ্য়মন্ত্রী অশোক গেহলট ৷ টুইটারে এ নিয়ে তিনি সরব হয়েছেন ৷ গেহলট বলেন, বিয়েটা দু’টো মানুষের ব্য়ক্তিগত সিদ্ধান্ত ৷ সেখানে BJP নাক গলাচ্ছে ৷ প্রসঙ্গত, মধ্য়প্রদেশের স্বরাষ্ট্র মন্ত্রী নরত্তম মিশ্রা ঘোষণা করেছেন, যে তাঁরা সে রাজ্য়ে লাভ জিহাদের বিরুদ্ধে আইন আনবেন ৷ সেই প্রেক্ষিতেই এবার BJP-কে নিশানা করলেন অশোক গেহলট ৷

আজ অশোক গেহলট তাঁর টুইটারে লেখেন, লাভ জিহাদ এমনটা একটা শব্দ, যা সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতিগত বিভেদ সৃষ্টির উদ্দেশ্য়ে BJP এটা তৈরি করেছে ৷ বিয়ে সম্পূর্ণভাবে ব্য়ক্তিগত স্বাধীনতার বিষয় ৷ আইন প্রণয়ন করে তাতে নিষেধাজ্ঞা জারি করা সংবিধান বিরোধী ৷ এমনকি কোনও আইনের আদালতে এটা স্থান পাবে না ৷ ভালোবাসা জিহাদের কোনও জায়গা নেই বলে উল্লেখ করেন রাজস্থানের মুখ্য়মন্ত্রী ৷ এ নিয়ে আরও একটি টুইট করেন গেহলট ৷ তাঁর দ্বিতীয় টুইটে তিনি লেখেন, BJP এমন একটা পরিবেশ দেশে তৈরি করতে চাইছে, যেখানে প্রাপ্তবয়স্করা রাষ্ট্রশক্তির করুনায় বেঁচে থাকবে ৷ এখানেও বৈবাহিক পছন্দের স্বাধীনতা ও তার উপর আইন প্রয়োগ করে নিষেধাজ্ঞা জারির বিরোধিতা করেন গেহলট ৷ যেখানে রাজস্থানের মুখ্য়মন্ত্রী উল্লেখ করেন, এই আইন প্রয়োগ আসলে ব্য়ক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ ৷ গেহলটের অভিযোগ, এর পিছনে আসল উদ্দেশ্য় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা এবং সামাজিক দ্বন্দ্বে ইন্ধন জোগানো ৷

অন্য়দিকে, ভিন ধর্মে বিয়ে নিয়ে সম্প্রতি এলাহাবাদ হাইকোর্ট একটি রায় দিয়েছে ৷ সেই রায়কে উল্লেখ করে উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্য়নাথ বলেছেন, লাভ জিহাদকে বন্ধ করতে এবং জোর করে ধর্মান্তকরণ ঠেকাতে তাঁর সরকার কঠোর আইন আনবে ৷ এনিয়ে গত ফেব্রুয়ারি মাসেই লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছিল, যে লাভ জিহাদ শব্দটি আইনে সংজ্ঞায়িত করা হয়নি ৷ এমনকি এ নিয়ে কোনও অভিযোগও জমা পড়েনি ৷

Last Updated : Nov 20, 2020, 3:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.